মেদিনীপুর, 1 মে : মধ্যরাতে শ্মশানে চার যুবকের তান্ত্রিক সেজে তাণ্ডব ৷ সোশ্যাল মিডিয়ায় মানুষের ভিড় টানতে সেই অদ্ভুত কাণ্ড-কারখানার ভিডিয়ো ভাইরাল ৷ ঘটনাটি মেদিনীপুর শহরের মহতাবপুর পদ্মাবতী শ্মশানের । তবে ভাইরাল ভিডিয়ো নিয়ে আটক করে পুলিশ তাদের সতর্ক করেছে ৷ ওই চার যুবক নিজেদের ভুল স্বীকার করেছেন (Viral Video of four youth in Padmavati Crematorium raise controversy in Paschim Medinipur) ।
মেদিনীপুর শহরের চার যুবক শুক্রবার মধ্যরাতে মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশানে পৌঁছান ৷ এই শ্মশানে শেষবারের জন্য মৃতদেহে ফুলের মালা, ঘি, মধু দিয়ে সাজানো হয় যে জায়গায়, সেখানে ফুলের মালা ছুড়ে, মাটির হাঁড়ি পা দিয়ে ভেঙে, হাঁড়ির জল খায় এক যুবক ৷ আরেকজনকে বলতে শোনা যায়, তিনি নাকি তারা মায়ের সাধনা করছেন । আরেক যুবক সেই কাণ্ডকারখানা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে 'লাইভ' করে । তাঁদের মুখে বলতে শোনা যায় 'জয় তারা মায়ের জয়' । মায়ের আশীর্বাদ ছাড়া এরকম করা সম্ভবই নয়। বাকি দু'জন অবশ্য চুপ করে এসব উপভোগ করতে থাকেন ।
আরও পড়ুন : Horse At Local Train : ডায়মন্ডহারবার লোকালে ঘোড়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
শনিবার সকাল থেকে ফেসবুক জুড়ে একটি লাইভ ভিডিও ভাইরাল হয় । আর তাতে উল্টো প্রতিক্রিয়া হয় ৷ নিন্দার ঝড় বইতে থাকে । শহরের সচেতন নাগরিকরা এই অপসংস্কৃতির নিন্দা করতে থাকেন । খবর পেয়ে তৎপর হয় কোতোয়ালি থানার পুলিশ । তারা ওই যুবকদের দ্রুত চিহ্নিত করে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে এসে আটক করে । তাঁদের কড়া সতর্কবার্তা দেওয়া হয় ৷
ততক্ষণে অবশ্য অবস্থা বেগতিক দেখে ওই ভিডিয়ো নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন এক যুবক । সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে 2 জন বল্লভপুরের, 1 জন নজরগঞ্জ এবং 'তান্ত্রিক বাবা' শেখপুরার বাসিন্দা ।