ঘাটাল, 27 মার্চ: ভোট আসে, ভোট যায়, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না। দীর্ঘদিন রাস্তা যন্ত্রণায় আবদ্ধ হয়ে শেষমেশ ভোট বয়কটের পোস্টার এলাকার মানুষের (villagers to boycott vote due to poor road condition)। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি থেকে রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে । তবে এ বিষয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচপুকুর এলাকায়।
ঘটনাক্রমে জানা যায়, পাঁচপুকুর এলাকায় শতাধিক পরিবারের বসবাস। এই এলাকার দু'দিকের প্রবেশপথের প্রায় এক কিলোমিটার রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। সেই বাম আমলে একবার রাস্তায় দেওয়া হয়েছিল মোরাম ৷ তারপর থেকে দীর্ঘ কয়েকদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। মাটির রাস্তা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি, ঢালাই রাস্তা না-হলে আমরা ভোট দিতে যাব না। রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না ৷ তার উপরে সামান্য বৃষ্টি হলেই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা।
এক গ্রামবাসীর কথায়, বিয়ের পর এই গ্রামে যবে থেকে এসেছেন তবে থেকে কাদা রাস্তা পেরিয়ে আমরা যাতায়াত করছি ৷ পাশেই ঘাটাল শহর আমাদের এলাকার রাস্তার এখনও এই অবস্থা। ঢালাই রাস্তা হবে বলে দুইবার পড়েছিল রাস্তার মালপত্র কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে তাও উঠিয়ে নিয়ে গেল ৷ পঞ্চায়েতকে বারে বারে জানিয়েও আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি এই রাস্তার। তাই এবার ঢালাই রাস্তা না-হলে ভোট বয়কট থাকবে। যদিও এই রাস্তার বিষয়ে মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দোলুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন: বেহাল রাস্তায় মাছ ছেড়ে 'প্রতীকী' প্রতিবাদ বিজেপি'র
তবে এই রাস্তার বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, "যারা ভোট বয়কটের পোস্টার দিয়েছে তাদের কাছে আমার অনুরোধ একটু সময় দিন ৷ প্রায় দু'বছরের বেশি সময় লকডাউন ছিল তাই কাজ হয়নি। রাস্তার জন্য মালপত্র পড়েছিল ৷ কিন্তু রাস্তার পাশে যাদের জায়গা ছিল তারা তখন জায়গা দেয়নি। এখন ওই এলাকার মানুষ বুঝতে পেরেছে রাস্তার প্রয়োজনীয়তা। আমি ওই এলাকার প্রধান জয়দেব দোলুইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই রাস্তার জন্য তিনি টাকাও বরাদ্দ করেছেন, রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।"
স্থানীয় বিজেপি নেতা স্বরূপ দোলুই বলেন, "এখানে যা কাজ হয়েছিল বাম আমলে তারপর আর কোনও কাজ হয়নি। ঢালাই রাস্তা হবে বলে মালপত্র পড়েছিল, স্থানীয় তৃণমূল নেতার কথা শুনে পঞ্চায়েত প্রধান থেকে ঢালাই রাস্তা না-করে মালগুলি ফেরত নিয়ে চলে যায় কারণ লোকসভা বিধানসভা ভোটে এই বুথে বিজেপি ভালো লড়াই দিয়েছে।