ETV Bharat / state

এটিএম লুট করতে গিয়ে পুলিশের জালে 2

author img

By

Published : Feb 10, 2021, 4:58 PM IST

গতকাল রাত 1টা 30 মিনিট নাগাদ ওই এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএমের সামনে দাঁড়ায় একটি চারচাকা গাড়ি ৷ গাড়ি থেকে নামে ছয়জন ৷ তারপর সোজাসজি এটিএম ঘরে গিয়ে মেশিনটি ভাঙার চেষ্টা করে ৷

ATM
ATM

দাসপুর, 10 ফেব্রুয়ারি : এটিএম ভেঙে চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী ৷ বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়ি ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গৌরা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 1টা 30 মিনিট নাগাদ ওই এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএমের সামনে দাঁড়ায় একটি চারচাকা গাড়ি ৷ গাড়ি থেকে নামে ছয়জন ৷ তারপর সোজাসজি এটিএম ঘরে গিয়ে মেশিনটি ভাঙার চেষ্টা করে ৷ এটিএম ঘরের সিসিটিভি ক্যামেরার ওঠা সেই ভিডিয়ো দেখে ঘটনাস্থানে রওনা দেয় পুলিশ ৷

আরও পড়ুন : অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1

দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ও কয়েকজন পুলিশকর্মী তৎক্ষণাৎ পৌঁছায় ঘটনাস্থানে। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ বাধে ধস্তাধস্তি। চারজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাকিদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷

দাসপুর, 10 ফেব্রুয়ারি : এটিএম ভেঙে চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী ৷ বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়ি ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গৌরা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 1টা 30 মিনিট নাগাদ ওই এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএমের সামনে দাঁড়ায় একটি চারচাকা গাড়ি ৷ গাড়ি থেকে নামে ছয়জন ৷ তারপর সোজাসজি এটিএম ঘরে গিয়ে মেশিনটি ভাঙার চেষ্টা করে ৷ এটিএম ঘরের সিসিটিভি ক্যামেরার ওঠা সেই ভিডিয়ো দেখে ঘটনাস্থানে রওনা দেয় পুলিশ ৷

আরও পড়ুন : অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1

দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ও কয়েকজন পুলিশকর্মী তৎক্ষণাৎ পৌঁছায় ঘটনাস্থানে। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ বাধে ধস্তাধস্তি। চারজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাকিদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.