ETV Bharat / state

Kharagpur Station: মাথায় ছিঁড়ে পড়ল ওভারহেডের তার, লাইনে পড়েও বরাতজোরে প্রাণে বাঁচলেন টিটিই

কপালে যদি মৃত্যু না লেখা থাকে, তবে মৃত্যুমুখ থেকেও ফিরে আসা যায় ৷ এমনই ঘটনা দেখা গেল খড়গপুর স্টেশনে (Kharagpur Station)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 8, 2022, 4:44 PM IST

Updated : Dec 8, 2022, 4:55 PM IST

খড়গপুর, 8 ডিসেম্বর: ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ল টিকিট পরীক্ষকের মাথায় ৷ অচৈতন্য হয়ে রেললাইনে পড়ে যাওয়ার পরও বরাতজোড় প্রাণে বাঁচলেন টিটিই (TTE electrocuted by overhead cable at Kharagpur Railway Station)৷

বুধবার বেলা 12টা । খড়গপুর স্টেশনের 2 ও 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই টিকিট পরীক্ষক । হঠাৎই উপর থেকে একটি বিদ্যুতের তার ঝুলে গিয়ে সোজা পড়ে এক টিকিট পরীক্ষকের মাথায় ৷ মুহূর্তের মধ্যে হাইভোল্টেজ বিদ্যুৎ সংযুক্ত ওই তার শরীরের সংস্পর্শে এসে জ্বলে ওঠে । সংজ্ঞা হারিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে ছিটকে পড়েন সুজন সিং নামে ওই টিকিট পরীক্ষক । অপর টিকিট পরীক্ষক সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট না হলেও, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন এবং সামান্য আহত হন ।

আরও পড়ুন : মহিলা আরপিএফের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বৃদ্ধ যাত্রী

খবর পেয়েই রেললাইনে ছিটকে পড়া ওই টিকিট পরীক্ষককে পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন ৷ রেলের ওভারহেড তারে প্রায় 25 হাজার ভোল্ট বিদ্যুৎ সংযোগ থাকে ৷ স্বাভাবিকভাবেই আরও বড় বিপদ হতে পারত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে ওই সময় একটি কাক বসেছিল । সেই সময় কোনওভাবে সরু তার ছিঁড়ে নীচে পড়ে যায় । যাতে 25 হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ ছিল ৷ ওই তারই সরাসরি রেলকর্মীর মাথায় এসে পড়ে এবং আতসবাজির মতো সশব্দে জ্বলে ওঠে রেলকর্মীর দেহ ৷ এরপরই তিনি ছিটকে পড়েন লাইনে, ভাগ্য ভালো যে সেই মুহূর্তে ওই লাইনে ট্রেন আসার কথা থাকলেও তা সময়মতো না আসায় ওই রেলকর্মী রক্ষা পান ৷ তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে সাধারণ যাত্রী ও কর্মীরা দাবি করেছেন ।

আরও পড়ুন : গড়াতে গড়াতে ট্রেনের চাকার নিচে, তারপর...

খড়গপুর, 8 ডিসেম্বর: ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ল টিকিট পরীক্ষকের মাথায় ৷ অচৈতন্য হয়ে রেললাইনে পড়ে যাওয়ার পরও বরাতজোড় প্রাণে বাঁচলেন টিটিই (TTE electrocuted by overhead cable at Kharagpur Railway Station)৷

বুধবার বেলা 12টা । খড়গপুর স্টেশনের 2 ও 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই টিকিট পরীক্ষক । হঠাৎই উপর থেকে একটি বিদ্যুতের তার ঝুলে গিয়ে সোজা পড়ে এক টিকিট পরীক্ষকের মাথায় ৷ মুহূর্তের মধ্যে হাইভোল্টেজ বিদ্যুৎ সংযুক্ত ওই তার শরীরের সংস্পর্শে এসে জ্বলে ওঠে । সংজ্ঞা হারিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে ছিটকে পড়েন সুজন সিং নামে ওই টিকিট পরীক্ষক । অপর টিকিট পরীক্ষক সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট না হলেও, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন এবং সামান্য আহত হন ।

আরও পড়ুন : মহিলা আরপিএফের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বৃদ্ধ যাত্রী

খবর পেয়েই রেললাইনে ছিটকে পড়া ওই টিকিট পরীক্ষককে পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন ৷ রেলের ওভারহেড তারে প্রায় 25 হাজার ভোল্ট বিদ্যুৎ সংযোগ থাকে ৷ স্বাভাবিকভাবেই আরও বড় বিপদ হতে পারত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে ওই সময় একটি কাক বসেছিল । সেই সময় কোনওভাবে সরু তার ছিঁড়ে নীচে পড়ে যায় । যাতে 25 হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ ছিল ৷ ওই তারই সরাসরি রেলকর্মীর মাথায় এসে পড়ে এবং আতসবাজির মতো সশব্দে জ্বলে ওঠে রেলকর্মীর দেহ ৷ এরপরই তিনি ছিটকে পড়েন লাইনে, ভাগ্য ভালো যে সেই মুহূর্তে ওই লাইনে ট্রেন আসার কথা থাকলেও তা সময়মতো না আসায় ওই রেলকর্মী রক্ষা পান ৷ তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে সাধারণ যাত্রী ও কর্মীরা দাবি করেছেন ।

আরও পড়ুন : গড়াতে গড়াতে ট্রেনের চাকার নিচে, তারপর...

Last Updated : Dec 8, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.