ETV Bharat / state

21 শে জুলাই শহিদ দিবসে তৃণমূল-BJP সংঘর্ষ, আহত পুলিশকর্মী সহ 6

কালিঞ্জা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড় তৈরির জন্য ১০০ দিনের প্রকল্পের কাজ চলছিল । অভিযোগ ওই কাজ শেষ করে যখন কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিল তখনই পরিকল্পিতভাবে স্থানীয় BJP কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাদের উপর ।

Trinamool-BJP clash
Trinamool-BJP clash
author img

By

Published : Jul 22, 2020, 5:22 AM IST

বেলিয়াবেড়া (ঝাড়গ্রাম), 22 জুলাই : ঝাড়গ্রামে তৃণমূল-BJP সংঘর্ষ l পুলিশ সহ আহত উভয় পক্ষের ছয়জন ৷ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রামের ঘটনা ৷ সংঘর্ষে তিনজনতৃণমূলকর্মী দু'জন BJP কর্মী ও বেলিয়াবেড়া থানার IC আক্রান্ত হয়েছেন । জখমদের মধ্যে একতৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করাহয়েছে ৷ বাকিরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । এলাকায় মোতায়েনকরা হয়েছে পুলিশ ।

21
শে জুলাইয়ের আবহে তৃণমূল-BJP সংঘর্ষ উত্তপ্ত ঝাড়গ্রামেরবেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রাম । গতকাল কালিঞ্জা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়তৈরির জন্য ১০০ দিনের প্রকল্পের কাজ চলছিল । অভিযোগ ওই কাজ শেষ করে যখন কয়েকজনশ্রমিক বাড়ি ফিরছিল তখনই পরিকল্পিতভাবে স্থানীয় BJP কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়তাদের উপর । 21 শেজুলাই উপলক্ষে গ্রামে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ ৷ পুলিশের সামনেই ঘটে এই ঘটনা ৷দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় বেলিয়াবেড়া থানার IC গৌতম চক্রবর্তী । তৃণমূলের অভিযোগ, যে শ্রমিকদের উপর গতকাল আক্রমণ করাহয়েছে তারা সদ্য BJP ছেড়েতৃণমূলে যোগদান করেছে ৷ তাই বদলা নিতে BJP পরিকল্পিকভাবে হামলা চালায় ৷

তৃণমূলেরঅভিযোগ, এই ঘটনায়এক তৃণমূলকর্মী আশিস ঘোষের মাথায় ধরালো অস্ত্র দিয়ে BJP কর্মীরা আঘাত করেছে। তাঁকে ঝাড়গ্রামসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করাহয় ৷ যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে BJP BJP-র পালটা অভিযোগ তাদের কর্মীরা জমিতেকাজ করছিল সেই সময় কোদাল, লাঠিনিয়ে BJP কর্মীদেরউপর চড়াও হয় তৃণমূল । এই ঘটনায় BJP-র বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতিরসদস্য সমীর খিলাড়ি এবং বেলিয়াবেড়া মন্ডল সভাপতি স্বপন বেরা গুরুতর জখম । জখমসকলকেই পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ।প্রাথমিক চিকিৎসার পর তৃণমূল এবং BJP উভয় পক্ষের বেশ কয়েকজনকে ছেড়েদেওয়া হয় । তবে দুইজন BJP কর্মীও তিনজন তৃণমূল কর্মী ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি।

বেলিয়াবেড়াব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি কালিপদ সুর বলেন, "মানুষ BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছে ফলে পায়েরতলায় মাটি সরে যাচ্ছে BJP-র। তাই পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে BJP তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে BJP-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুকুমারসৎপতির দাবি, "দিনদিন কোণঠাসা হচ্ছে তৃণমূল । তাই আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । আমাদের কর্মীরাজমিতে কাজ করছিল সেই সময় তৃণমূলের লোকজন কোদাল, লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর চড়াওহয় । মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শহিদদের জন্য 21 শে জুলাই পালন করছেন ৷ অপরদিকেকর্মীদের দিয়ে অন্যান্য দলের কর্মীদের শহিদ করার চক্রান্ত করছেন ।"

ঝাড়গ্রামের পুলিশ সুপারঅমিতকুমার ভরত রাঠোর বলেন, "আমাদেরএক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ৷ ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকেআটক করা হয়েছে l"

বেলিয়াবেড়া (ঝাড়গ্রাম), 22 জুলাই : ঝাড়গ্রামে তৃণমূল-BJP সংঘর্ষ l পুলিশ সহ আহত উভয় পক্ষের ছয়জন ৷ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রামের ঘটনা ৷ সংঘর্ষে তিনজনতৃণমূলকর্মী দু'জন BJP কর্মী ও বেলিয়াবেড়া থানার IC আক্রান্ত হয়েছেন । জখমদের মধ্যে একতৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করাহয়েছে ৷ বাকিরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । এলাকায় মোতায়েনকরা হয়েছে পুলিশ ।

21
শে জুলাইয়ের আবহে তৃণমূল-BJP সংঘর্ষ উত্তপ্ত ঝাড়গ্রামেরবেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রাম । গতকাল কালিঞ্জা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়তৈরির জন্য ১০০ দিনের প্রকল্পের কাজ চলছিল । অভিযোগ ওই কাজ শেষ করে যখন কয়েকজনশ্রমিক বাড়ি ফিরছিল তখনই পরিকল্পিতভাবে স্থানীয় BJP কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়তাদের উপর । 21 শেজুলাই উপলক্ষে গ্রামে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ ৷ পুলিশের সামনেই ঘটে এই ঘটনা ৷দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় বেলিয়াবেড়া থানার IC গৌতম চক্রবর্তী । তৃণমূলের অভিযোগ, যে শ্রমিকদের উপর গতকাল আক্রমণ করাহয়েছে তারা সদ্য BJP ছেড়েতৃণমূলে যোগদান করেছে ৷ তাই বদলা নিতে BJP পরিকল্পিকভাবে হামলা চালায় ৷

তৃণমূলেরঅভিযোগ, এই ঘটনায়এক তৃণমূলকর্মী আশিস ঘোষের মাথায় ধরালো অস্ত্র দিয়ে BJP কর্মীরা আঘাত করেছে। তাঁকে ঝাড়গ্রামসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করাহয় ৷ যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে BJP BJP-র পালটা অভিযোগ তাদের কর্মীরা জমিতেকাজ করছিল সেই সময় কোদাল, লাঠিনিয়ে BJP কর্মীদেরউপর চড়াও হয় তৃণমূল । এই ঘটনায় BJP-র বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতিরসদস্য সমীর খিলাড়ি এবং বেলিয়াবেড়া মন্ডল সভাপতি স্বপন বেরা গুরুতর জখম । জখমসকলকেই পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ।প্রাথমিক চিকিৎসার পর তৃণমূল এবং BJP উভয় পক্ষের বেশ কয়েকজনকে ছেড়েদেওয়া হয় । তবে দুইজন BJP কর্মীও তিনজন তৃণমূল কর্মী ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি।

বেলিয়াবেড়াব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি কালিপদ সুর বলেন, "মানুষ BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছে ফলে পায়েরতলায় মাটি সরে যাচ্ছে BJP-র। তাই পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে BJP তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে BJP-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুকুমারসৎপতির দাবি, "দিনদিন কোণঠাসা হচ্ছে তৃণমূল । তাই আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । আমাদের কর্মীরাজমিতে কাজ করছিল সেই সময় তৃণমূলের লোকজন কোদাল, লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর চড়াওহয় । মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শহিদদের জন্য 21 শে জুলাই পালন করছেন ৷ অপরদিকেকর্মীদের দিয়ে অন্যান্য দলের কর্মীদের শহিদ করার চক্রান্ত করছেন ।"

ঝাড়গ্রামের পুলিশ সুপারঅমিতকুমার ভরত রাঠোর বলেন, "আমাদেরএক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ৷ ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকেআটক করা হয়েছে l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.