ETV Bharat / state

আদিবাসী যুবতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, আটক 2 - চন্দ্রকোণায় আদিবাসী যুবতিকে শ্লীলতাহানি

চন্দ্রকোণায় আদিবাসী যুবতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দুই যুবককে আটক করল পুলিশ । ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে পুলিশের তরফে জানানো হয়েছে ।

wmid
wmid
author img

By

Published : Jul 5, 2020, 6:31 PM IST

চন্দ্রকোণা, 5 জুলাই : চন্দ্রকোণায় আদিবাসী যুবতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ । আজ সকালে গোপসাই এলাকায় আদিবাসী ওই যুবতির উদ্দেশে কুমন্তব্য করা হয় । হাত ধরে টানাটানিও করা হয় বলে অভিযোগ করেছে ওই যুবতির পরিবার । অভিযুক্ত বিল্টু রায় ও কালিপদ আড়িকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তারা চন্দ্রকোনা থানার রানিগঞ্জের বাসিন্দা ।

আদিবাসী ওই যুবতি পেশায় দিন মজুর । প্রতিদিনের মতো আজ সকালেও কাজের জন্য বের হন । গোপসাই মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি । সেইসময় বিল্টু ও কালিপদ ওই যুবতিকে উত্যক্ত করে । তাঁর উদ্দেশে কুমন্তব্য করে । হাত ধরে টানাটানি করে । এমনকী যুবতীকে মারধরও করা হয় বলে অভিযোগ ।

ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বিল্টু এবং কালিপদ । যুবতির পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে । ওই যুবতি চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করেন । পুলিশ দুই অভিযুক্তকে আটক করে । পুলিশ সূত্রে খবর, ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে অভিযুক্তদের নামে মামলা রজু করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

আক্রান্ত যুবতির বৌদি বলেন, "প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য ওঁ এইখানে আসেন । সেই সময় ওই দুই অভিযুক্ত কুমন্তব্য করে । হাত ধরে টানাটানি করে । এরপর রাজি না হলে তখন মারধর করে ওই অভিযুক্তরা । আমরা ওই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।" এই শ্লীলতাহানি ও মহিলাদের ওপর হিংসার ঘটনা বেড়েই চলছে জেলায় । এই ক্ষেত্রে পুলিশকে আরও সচেতন হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান স্থানীয়রা ।

চন্দ্রকোণা, 5 জুলাই : চন্দ্রকোণায় আদিবাসী যুবতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ । আজ সকালে গোপসাই এলাকায় আদিবাসী ওই যুবতির উদ্দেশে কুমন্তব্য করা হয় । হাত ধরে টানাটানিও করা হয় বলে অভিযোগ করেছে ওই যুবতির পরিবার । অভিযুক্ত বিল্টু রায় ও কালিপদ আড়িকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তারা চন্দ্রকোনা থানার রানিগঞ্জের বাসিন্দা ।

আদিবাসী ওই যুবতি পেশায় দিন মজুর । প্রতিদিনের মতো আজ সকালেও কাজের জন্য বের হন । গোপসাই মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি । সেইসময় বিল্টু ও কালিপদ ওই যুবতিকে উত্যক্ত করে । তাঁর উদ্দেশে কুমন্তব্য করে । হাত ধরে টানাটানি করে । এমনকী যুবতীকে মারধরও করা হয় বলে অভিযোগ ।

ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বিল্টু এবং কালিপদ । যুবতির পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে । ওই যুবতি চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করেন । পুলিশ দুই অভিযুক্তকে আটক করে । পুলিশ সূত্রে খবর, ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে অভিযুক্তদের নামে মামলা রজু করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

আক্রান্ত যুবতির বৌদি বলেন, "প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য ওঁ এইখানে আসেন । সেই সময় ওই দুই অভিযুক্ত কুমন্তব্য করে । হাত ধরে টানাটানি করে । এরপর রাজি না হলে তখন মারধর করে ওই অভিযুক্তরা । আমরা ওই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।" এই শ্লীলতাহানি ও মহিলাদের ওপর হিংসার ঘটনা বেড়েই চলছে জেলায় । এই ক্ষেত্রে পুলিশকে আরও সচেতন হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান স্থানীয়রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.