জামতলা, 26 নভেম্বর : প্রায় এক বছর ব্যাপী কৃষক আন্দোলনে বহু কৃষক প্রাণ হারিয়েছেন ৷ এর প্রতিবাদে আর কৃষকদের এই লড়াইকে কুর্নিশ জানাতে শতাধিক ট্র্যাক্টর নিয়ে পশ্চিম মেদিনীপুরে মিছিল করল তৃণমূল কংগ্রেস (Tractor Rally in Jamtala supporting farmers) । মেদিনীপুর সদরের জামতলা থেকে কেরানীচটি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা পর্যন্ত মিছিল করল ঘাসফুলের কর্মী, সমর্থকেরা ।
কৃষক আন্দোলনের চাপে নতি স্বীকারের পাশাপাশি তিনটি কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করেছে কেন্দ্র । শুরু থেকে এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস । স্বভাবতই রাজ্য তৃণমূল কংগ্রেসের কাছে এই প্রত্যাহার আনন্দের ঘটনা ৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোদি সরকারের প্রধান বিরোধী দল হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস । তাই কৃষি আইন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের জমি আরও শক্ত করতে বদ্ধপরিকর ঘাসফুল ।
আরও পড়ুন : Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাবে সিলমোহর
বৃহস্পতিবার মেদিনীপুর শহরে নজর কাড়ল একশোর বেশি ট্র্যাক্টর নিয়ে মহামিছিল । মিছিলের উদ্দেশ্য কৃষি আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরুর দাবি, শতাধিক কৃষকের মৃত্যু, 'হত্যা'র তদন্তের দাবি তুলে ধরা (tractor rally supporting farm laws repeal bill) । উপস্থিত ছিলেন, খড়গপুর গ্রামীণের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, প্রমুখ ।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "যেভাবে কৃষকদের শেষ করতে কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী আইন এনেছিল, তা অবশেষে কৃষক আন্দোলনের জেরে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তারা । আমরা একে সমর্থন জানিয়েছি । যদিও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে কৃষকদের পাশে ছিলেন । তিনি সব রকম ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন ৷"