ETV Bharat / state

TMC Wins in West Medinipur : পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভাতেই জয়ী তৃণমূল

পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভা ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এবং খড়ারে তৃণমূলই জিতেছে (TMC Wins in West Medinipur) ৷ সবমিলিয়ে 120টি ওয়ার্ডের মধ্যে 97টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ বাকিগুলি পেয়েছে বিরোধীরা ৷

tmc-wins-in-all-seven-municipality-of-west-medinipur
TMC Wins in West Medinipur : পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভাতেই জয়ী তৃণমূল
author img

By

Published : Mar 2, 2022, 3:38 PM IST

মেদিনীপুর, 2 মার্চ : পশ্চিম মেদিনীপুরেও সবুজ ঝড় ৷ জেলার সাতটি পৌরসভাতেই জিতল তৃণমূল (TMC Wins in all seven Municipality of West Medinipur) ৷ 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুরে যে গেরুয়া ঝড় লক্ষ্য করা গিয়েছিল, তা এবার কার্যত শেষ ৷ যদিও গত বছরের বিধানসভা ভোটের ফলে সেই ইঙ্গিত কিছুটা হলেও মিলেছিল ৷ এবার তারই পুনরবৃত্তি হল ৷ যা দেখে মেদিনীপুরের বিধায়ক তৃণমূলের জুন মালিয়া (TMC MLA June Malia) বললেন, ‘‘খেলা শেষ হল ।’’

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এবং খড়ার পৌরসভায় গত রবিবার ভোট হয় । সবক’টিতেই তৃণমূল জিতেছে ৷ বিরোধী সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ সামগ্রিক হিসেবে দেখা যাচ্ছে যে এই সাত পৌরসভায় সব মিলিয়ে 120টি ওয়ার্ড ৷ তার মধ্যে 97টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ বাকিগুলি পেয়েছে বিরোধীরা ৷ বাকিগুলিতে বিজেপি 8টি, কংগ্রেস 7টি, বামেরা 6টি ও নির্দল 2টিতে জিতেছে ৷

আগেরবার খড়গপুর পৌরসভায় জিতেছিল বিজেপি ৷ কিন্তু বোর্ড গড়তে পারেনি ৷ তাছাড়া 2016 সালে খড়গপুর বিধানসভায় প্রথমবার জেতে বিজেপি ৷ মাঝে উপনির্বাচনে ওই আসন হাতছাড়া হলেও 2021-এর বিধানসভা ভোটে খড়গপুর পুনর্দখল করে বিজেপি ৷ কিন্তু পৌরসভায় মাত্র 6টি আসনে জিতে সন্তুষ্ট থাকতে হল তাদের ৷

পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভাতেই জয়ী তৃণমূল

তৃণমূল কংগ্রেসের এই ফলে খুশি বিধায়ক জুন মালিয়া ৷ পৌরসভার জয়েই কাজ শেষ বলে তিনি মনে করেন না ৷ অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে আসা জুন জানালেন, যাঁরা জিতেছেন, তাঁরা মানুষের জন্য কাজ করবেন ৷ আর তৃণমূলের পরবর্তী লক্ষ্য হবে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখা ৷

আরও পড়ুন : English Bazar Municipality result: ইংরেজবাজারের অর্ধেকের বেশি আকাশ নারীর, দাবি উঠল মহিলা চেয়ারপার্সনের

মেদিনীপুর, 2 মার্চ : পশ্চিম মেদিনীপুরেও সবুজ ঝড় ৷ জেলার সাতটি পৌরসভাতেই জিতল তৃণমূল (TMC Wins in all seven Municipality of West Medinipur) ৷ 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুরে যে গেরুয়া ঝড় লক্ষ্য করা গিয়েছিল, তা এবার কার্যত শেষ ৷ যদিও গত বছরের বিধানসভা ভোটের ফলে সেই ইঙ্গিত কিছুটা হলেও মিলেছিল ৷ এবার তারই পুনরবৃত্তি হল ৷ যা দেখে মেদিনীপুরের বিধায়ক তৃণমূলের জুন মালিয়া (TMC MLA June Malia) বললেন, ‘‘খেলা শেষ হল ।’’

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এবং খড়ার পৌরসভায় গত রবিবার ভোট হয় । সবক’টিতেই তৃণমূল জিতেছে ৷ বিরোধী সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ সামগ্রিক হিসেবে দেখা যাচ্ছে যে এই সাত পৌরসভায় সব মিলিয়ে 120টি ওয়ার্ড ৷ তার মধ্যে 97টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ বাকিগুলি পেয়েছে বিরোধীরা ৷ বাকিগুলিতে বিজেপি 8টি, কংগ্রেস 7টি, বামেরা 6টি ও নির্দল 2টিতে জিতেছে ৷

আগেরবার খড়গপুর পৌরসভায় জিতেছিল বিজেপি ৷ কিন্তু বোর্ড গড়তে পারেনি ৷ তাছাড়া 2016 সালে খড়গপুর বিধানসভায় প্রথমবার জেতে বিজেপি ৷ মাঝে উপনির্বাচনে ওই আসন হাতছাড়া হলেও 2021-এর বিধানসভা ভোটে খড়গপুর পুনর্দখল করে বিজেপি ৷ কিন্তু পৌরসভায় মাত্র 6টি আসনে জিতে সন্তুষ্ট থাকতে হল তাদের ৷

পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভাতেই জয়ী তৃণমূল

তৃণমূল কংগ্রেসের এই ফলে খুশি বিধায়ক জুন মালিয়া ৷ পৌরসভার জয়েই কাজ শেষ বলে তিনি মনে করেন না ৷ অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে আসা জুন জানালেন, যাঁরা জিতেছেন, তাঁরা মানুষের জন্য কাজ করবেন ৷ আর তৃণমূলের পরবর্তী লক্ষ্য হবে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখা ৷

আরও পড়ুন : English Bazar Municipality result: ইংরেজবাজারের অর্ধেকের বেশি আকাশ নারীর, দাবি উঠল মহিলা চেয়ারপার্সনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.