ETV Bharat / state

TMC MP Dev: ঘাটাল মেলায় ব্রাত্য থাকা বিজেপি বিধায়ককে আহ্বান তৃণমূল সাংসদ দেবের - অভিনেতা দেব

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মেলায় বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাটকে ব্রাত্য করে রাখার অভিযোগ ওঠে ৷ তবে এবার ওই বিধায়ককে মেলায় আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব (TMC MP Dev) ৷ তাঁর বক্তব্য, এটা কোনও রাজনৈতিক মেলা নয় ৷

TMC MP Dev
TMC MP Dev
author img

By

Published : Jan 10, 2023, 7:08 PM IST

ঘাটাল মেলায় ব্রাত্য থাকা বিজেপি বিধায়ককে আহ্বান তৃণমূল সাংসদ দেবের

ঘাটাল (পশ্চিম মেদিনীপুর), 10 জানুয়ারি: ঘাটাল উৎসব ও শিশু মেলাকে (Ghatal Mela) ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় অতীতে ৷ মেলায় ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে ঘাটালের বিধায়ক বিজেপির (BJP) শীতল কপাটকে । আর কয়েকদিন বাদেই শুরু হবে এবারের ঘাটাল উৎসব ও শিশু মেলা । এবার মেলায় সেই বিতর্কের অবসান ঘোচাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এসে মেলায় বিজেপি বিধায়ককে আহ্বান জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (TMC MP Dev) ।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব । সেখানেই ঘাটাল উৎসব ও শিশু মেলায় বিজেপি বিধায়ককে আমন্ত্রণ না জানানোর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ দেবকে প্রশ্ন করা হয় ৷ তিনি মেলাকে রাজনীতির বাইরে রেখে সকলের উপস্থিতির আহ্বান জানান । এমনকি বিজেপি বিধায়ক শীতল কপাটের নাম নিয়ে তাঁকে এবছরের মেলায় আসার আহ্বান জানান তিনি ।

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

বিগত বছরে ঘাটাল উৎসব ও শিশু মেলায় ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটকে ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিধায়ক নিজেই । এমনকি শাসকদল তৃণমূল ঘাটাল উৎসব ও শিশু মেলাকে রাজনীতিকরণ করে তুলেছে, তাতে মেলার ঐতিহ্য নষ্ট হচ্ছে বলেও তাঁর অভিযোগ ছিল । আর কয়েকদিন বাদেই শুরু হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা, এবছর মেলাকে ঘিরে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় সাংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে নির্দেশও দেন বিধায়ককে ডাকার জন্য ।

তাঁর সাংসদ প্রতিনিধিকে মেলায় বিধায়ককে ডাকার নির্দেশের পর দেব বলেন, "এটা কোনও পলিটিক্যাল এজেন্ডা নয় ৷ আমার মনে হয় অতিথি হিসাবে সবাই আসতে পারে । আমি চাইব মেলার মঞ্চে কোনও দলের পতাকা থাকবে না ৷ না আমার দলের না অন্য কোনও দলের । এই মেলা ঘাটালবাসীর মেলা৷ ঘাটালে সমস্ত দলের কর্মীরা থাকে সমস্ত দলের ফলোয়াররা থাকে এটা তাঁদের জন্য মেলা । এটা কোনও পলিটিক্যাল মেলা নয় ৷ এটা আমার তৃণমূলের মেলা নয় ৷ এটা সাধারণ মানুষের জন্য মেলা । আমি এখনই শীতলকে বলছি প্লিজ তুমি এসো ৷ আমি নিজে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করে নেব৷ সমস্যার সমাধান ।’’

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

যদিও এবিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘গতবারেও উনি বলে গিয়েছিলেন যে ঘাটালের মেলায় সবার অধিকার আছে, যেহেতু ঘাটালের গৌরবময় মেলা এটা কোনও রাজনৈতিক মেলা নয়, উনি স্বীকার করেছিলেন । কিন্তু যারা এই মেলাটাকে তৃণমূলের রং লাগিয়ে তৃণমূলের মেলা করেছিল ৷ তারা কিন্তু কোনও ভাবেই আহ্বান করেনি । তবে এটা তৃণমূলের সংস্কৃতি ৷ এরা কোনও দিনও আহ্বান করবে বলে আমার মনে হয় না ।’’

বিজেপি বিধায়ক আরও বলেন, ‘‘আজকে দেব ব্যক্তিগত ভাবে সংবাদমাধ্যমের কাছে আহ্বান জানাচ্ছেন শুনে ভালো লাগলো । উনি আমাদের ঘাটালের সাংসদ ও অভিনেতা, ব্যক্তিগত অনুষ্ঠানে উনি যদি ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানালে অবশ্যই ওঁর বাড়িতে যাব । কিন্তু ওঁর কাছে অনুরোধ ঘাটালের এই ঐতিহ্যবাহী মেলাকে তৃণমূলের মেলা না করে ঘাটালবাসীর ঐতিহ্যের আগের দিনের গৌরবময় মেলায় ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব ।’’

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

উল্লেখ্য, এবছর ঘাটাল উৎসব ও শিশু মেলা 34তম বর্ষে পদার্পন করবে। চলতি মাসের 16 জানুয়ারি মেলার উদ্বোধন হবে ৷ মেলা চলবে 25 জানুয়ারি পর্যন্ত । ঘাটাল উৎসব ও শিশু মেলার সভাপতিত্ব করেন খোদ ঘাটালের মহকুমাশাসক ৷ এবারের মেলাতেও সভাপতি মহকুমাশাসক সুমন বিশ্বাস । ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে 10 দিন ধরে চলা এই মেলায় নানান বিকিকিনির দোকানের পাশাপাশি কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টল রাখা হয় ।

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

এছাড়াও মেলা কদিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থাকে । মেলার হাতে আর কয়েকটা দিন তার আগে সাংসদ দেবের আহ্বানে এবারের মেলায় ডাক পান কি না বিজেপি বিধায়ক সেটাই দেখার !

আরও পড়ুন: যেটা ভুল তা ভুল, যে দলই করুক; আবাস দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য দেবের

ঘাটাল মেলায় ব্রাত্য থাকা বিজেপি বিধায়ককে আহ্বান তৃণমূল সাংসদ দেবের

ঘাটাল (পশ্চিম মেদিনীপুর), 10 জানুয়ারি: ঘাটাল উৎসব ও শিশু মেলাকে (Ghatal Mela) ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় অতীতে ৷ মেলায় ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে ঘাটালের বিধায়ক বিজেপির (BJP) শীতল কপাটকে । আর কয়েকদিন বাদেই শুরু হবে এবারের ঘাটাল উৎসব ও শিশু মেলা । এবার মেলায় সেই বিতর্কের অবসান ঘোচাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এসে মেলায় বিজেপি বিধায়ককে আহ্বান জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (TMC MP Dev) ।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব । সেখানেই ঘাটাল উৎসব ও শিশু মেলায় বিজেপি বিধায়ককে আমন্ত্রণ না জানানোর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ দেবকে প্রশ্ন করা হয় ৷ তিনি মেলাকে রাজনীতির বাইরে রেখে সকলের উপস্থিতির আহ্বান জানান । এমনকি বিজেপি বিধায়ক শীতল কপাটের নাম নিয়ে তাঁকে এবছরের মেলায় আসার আহ্বান জানান তিনি ।

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

বিগত বছরে ঘাটাল উৎসব ও শিশু মেলায় ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটকে ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিধায়ক নিজেই । এমনকি শাসকদল তৃণমূল ঘাটাল উৎসব ও শিশু মেলাকে রাজনীতিকরণ করে তুলেছে, তাতে মেলার ঐতিহ্য নষ্ট হচ্ছে বলেও তাঁর অভিযোগ ছিল । আর কয়েকদিন বাদেই শুরু হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা, এবছর মেলাকে ঘিরে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় সাংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে নির্দেশও দেন বিধায়ককে ডাকার জন্য ।

তাঁর সাংসদ প্রতিনিধিকে মেলায় বিধায়ককে ডাকার নির্দেশের পর দেব বলেন, "এটা কোনও পলিটিক্যাল এজেন্ডা নয় ৷ আমার মনে হয় অতিথি হিসাবে সবাই আসতে পারে । আমি চাইব মেলার মঞ্চে কোনও দলের পতাকা থাকবে না ৷ না আমার দলের না অন্য কোনও দলের । এই মেলা ঘাটালবাসীর মেলা৷ ঘাটালে সমস্ত দলের কর্মীরা থাকে সমস্ত দলের ফলোয়াররা থাকে এটা তাঁদের জন্য মেলা । এটা কোনও পলিটিক্যাল মেলা নয় ৷ এটা আমার তৃণমূলের মেলা নয় ৷ এটা সাধারণ মানুষের জন্য মেলা । আমি এখনই শীতলকে বলছি প্লিজ তুমি এসো ৷ আমি নিজে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করে নেব৷ সমস্যার সমাধান ।’’

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

যদিও এবিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘গতবারেও উনি বলে গিয়েছিলেন যে ঘাটালের মেলায় সবার অধিকার আছে, যেহেতু ঘাটালের গৌরবময় মেলা এটা কোনও রাজনৈতিক মেলা নয়, উনি স্বীকার করেছিলেন । কিন্তু যারা এই মেলাটাকে তৃণমূলের রং লাগিয়ে তৃণমূলের মেলা করেছিল ৷ তারা কিন্তু কোনও ভাবেই আহ্বান করেনি । তবে এটা তৃণমূলের সংস্কৃতি ৷ এরা কোনও দিনও আহ্বান করবে বলে আমার মনে হয় না ।’’

বিজেপি বিধায়ক আরও বলেন, ‘‘আজকে দেব ব্যক্তিগত ভাবে সংবাদমাধ্যমের কাছে আহ্বান জানাচ্ছেন শুনে ভালো লাগলো । উনি আমাদের ঘাটালের সাংসদ ও অভিনেতা, ব্যক্তিগত অনুষ্ঠানে উনি যদি ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানালে অবশ্যই ওঁর বাড়িতে যাব । কিন্তু ওঁর কাছে অনুরোধ ঘাটালের এই ঐতিহ্যবাহী মেলাকে তৃণমূলের মেলা না করে ঘাটালবাসীর ঐতিহ্যের আগের দিনের গৌরবময় মেলায় ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব ।’’

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

উল্লেখ্য, এবছর ঘাটাল উৎসব ও শিশু মেলা 34তম বর্ষে পদার্পন করবে। চলতি মাসের 16 জানুয়ারি মেলার উদ্বোধন হবে ৷ মেলা চলবে 25 জানুয়ারি পর্যন্ত । ঘাটাল উৎসব ও শিশু মেলার সভাপতিত্ব করেন খোদ ঘাটালের মহকুমাশাসক ৷ এবারের মেলাতেও সভাপতি মহকুমাশাসক সুমন বিশ্বাস । ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে 10 দিন ধরে চলা এই মেলায় নানান বিকিকিনির দোকানের পাশাপাশি কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টল রাখা হয় ।

Ghatal Mela
ঘাটাল মেলার প্রস্তুতি চলছে

এছাড়াও মেলা কদিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থাকে । মেলার হাতে আর কয়েকটা দিন তার আগে সাংসদ দেবের আহ্বানে এবারের মেলায় ডাক পান কি না বিজেপি বিধায়ক সেটাই দেখার !

আরও পড়ুন: যেটা ভুল তা ভুল, যে দলই করুক; আবাস দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য দেবের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.