নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর), 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচার মঞ্চ থেকে দলের প্রার্থীদের আগাম সতর্ক করে রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পঞ্চায়েতের প্রচারে সামিল হন তিনি ৷ সেখান থেকেই তৃণমূলের প্রার্থীদের উদ্দেশ্য়ে তাঁরা সতর্কবার্তা, ‘‘তিন মাস অন্তর কাজের হাল খতিয়ে দেখব । যদি প্রধান ও উপ-প্রধানরা মানুষকে পরিষেবা দেন, তবেই তাঁরা পদে থাকবেন । যদি না দিতে পারেন, তাহলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে । তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’’
এ দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বাখরাবাদ মাঠে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷ সেখানে তৃণমূলের মানসরঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, জুন মালিয়া, সুজয় হাজরা, দীনেন রায়-সহ নেতা উপস্থিত ছিলেন । সেই সভা থেকেই ভোটে জয়ের পর যাঁরা তৃণমূলের প্রধান ও উপ-প্রধান হবেন, তাঁদের উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন ৷
প্রায় 35 মিনিটের ভাষণে বিজেপির উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ৷ তাঁর দাবি, ভুয়ো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি যে তাঁরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে ৷ একই সঙ্গে তাঁর চ্যালেঞ্জ, ‘‘আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যদি বিজেপি শাসিত কোনও রাজ্যে অথবা এই রাজ্যে বিজেপি তিন হাজার নয় বরং যদি এক হাজার টাকা করেও মায়েদের লক্ষীর ভাণ্ডার হিসেবে দেন, তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব ।’’
এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তোলেন ৷ তাঁর অভিযোগ, বাংলার 100 দিনের সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে এই মোদি সরকার । যে টাকা দিয়ে নরেন্দ্র মোদি এলাহীভাবে বিমান যাত্রা করেন এবং এরই সঙ্গে তিনি ওই টাকায় রাম মন্দির করছেন সঙ্গে উপ-রাষ্ট্রপতির থাকার জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন ।
আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজনীতি ছাড়ার 'শপথ' অভিষেকের
প্রসঙ্গত, জেলা সফরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এই নারায়ণগড়ের কেশিয়াড়ি ও দাঁতনে আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু পরে সেই কর্মসূচি বাতিল হয়৷ তৃণমূলের দাবি, সেই কারণেই অভিষেক এখানে প্রচার করলেন ৷ এ দিন তিনি এই কর্মসূচিতে দলীয় কর্মীদের উৎসাহের পাশাপাশি পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীদের জেতানোর আবেদন করেন মঞ্চ থেকে ।