হরিরামপুর, 27 এপ্রিল : প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দলের বুথ সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও দলীয় কার্যালয়ে তালা দিলেন তৃণমূল কর্মীরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার হরিরামপুর এলাকায় (TMC Inner Clash at Harirampur) ৷
তৃণমূল বুথ সভাপতি রঞ্জিত বাগের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্মীরা ৷ এমনকি বুথ কার্যালয়ে তালা দেওয়ার পাশাপাশি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ ৷ মঙ্গলবার বিকেল নাগাদ দাসপুরের হরিরামপুরে তৃণমূলের বুথ কার্যালয়ে চাবি দেয় তৃণমূলেরই একাধিক কর্মী ও সমর্থকরা ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের বুথ সভাপতি-সহ তার অনুগামীদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয় তাঁরা ।
আরও পড়ুন : 100 Days Work : 100 দিনের কাজে দীর্ঘ বকেয়া, শাসক-বিরোধী চাপানউতোর
খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । এলাকার তৃণমূল কর্মী সুরজিৎ মেট্যা-সহ দলের অন্যান্য কর্মীদের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত বাগ ও তার অনুগামীরা দুর্নীতি করছে ৷ 100 দিনের কাজ থেকে শুরু করে সমবায় সমিতিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়া সব কিছুই রয়েছে এর মধ্যে ৷
যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রঞ্জিত বাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷ অন্যদিকে, বিক্ষোভের ঘটনার কথা স্বীকার করেন তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র । এমনকি পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : BJP Meeting at Midnapore: ঠান্ডা ঘরে বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক বিজেপি'র, উঠছে প্রশ্ন