ETV Bharat / state

অনাস্থার আগেই পদত্যাগ দাসপুরের তৃণমূল উপপ্রধানের - তৃণমূল উপপ্রধানের পদত্যাগ

দলের থেকে অনাস্থা আসার আগেই পদত্যাগ পত্র পাঠালেন তৃণমূলের উপপ্রধান মিলন জানা ৷ আগামী সোমবার তাঁকে বিডিও ডেকে পাঠিয়েছেন ৷

অনাস্থার আগেই পদত্যাগ দাসপুরের তৃণমূল উপপ্রধানের
অনাস্থার আগেই পদত্যাগ দাসপুরের তৃণমূল উপপ্রধানের
author img

By

Published : May 15, 2021, 10:03 AM IST

দাসপুর, 15 মে : তৃণমূল অনাস্থা আনার আগেই উপপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন দাসপুর-1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন জানা ৷ বিডিওর কাছে বুধবার পদত্যাগ পত্র দিয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির হয়ে রাতের অন্ধকারে প্রচারে নেমেছিলেন মিলনবাবু ৷

মিলন জানার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য কার্তিক রায় জানান, এবারের নির্বাচনের আগে থেকেই দলবিরোধী কার্যকলাপের সঙ্গে নিযুক্ত হয়েছিলেন মিলন জানা ৷ ফল বেরোনোর পরই ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা মিলনবাবুর বিরুদ্ধে অনাস্থা আনার ব্যবস্থা নিতে শুরু করেন ৷

এসবের মাঝেই মিলনবাবু দাসপুর-1 নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৷ এবিষয়ে বিডিও বলেন, "বুধবার বিকেলে ওনার পদত্যাগ পত্র পেয়েছি ৷ অনাস্থা আনার আগে ওনার পদত্যাগ পত্র পেয়েছি তাই ওটাই গ্রহণ করা হবে ৷ তবে আগামী সোমবার বেলা 12 টায় ওনাকে ডাকা হয়েছে শুনানির জন্য ৷ ওই শুনানির পরেই বাকি পদক্ষেপ নেওয়া হবে ৷"

পদত্যাগ পত্র দিয়ে কী বললেন উপপ্রধান, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : অনাস্থার আগেই পদত্যাগ মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাধিপতির

অন্যদিকে দাসপুর-1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকও জানান এবার নির্বাচনের আগে থেকেই মিলনবাবু দলের প্রচার থেকে বিরত ছিলেন । ওনার বিরুদ্ধে অনাস্থা এনে সরানোর আগেই উনি নিজের ইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন । এবিষয়ে মিলন বাবু জানান, তাঁর কিছু ব্যক্তিগত সমস্যা আছে সে কারণেই তিনি নিজের ইচ্ছায় এই পদ থেকে সরে যেতে চাইছেন ।

তৃতীয় বারের জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, ভোটের আগেই বেশকিছু নেতার বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ উঠেছিল দলের অন্দরে । ফের ক্ষমতায় ফিরে সেইসব নেতার বিরুদ্ধে কোথাও দলের জনপ্রতিনিধিরাই অনাস্থা এনেছে বিভিন্ন দফতরে, আবার কোথাও দল থেকে পদক্ষেপ নেওয়ার আগেই নিজে থেকেই পদত্যাগ করার হিড়িক ঘাটাল মহকুমাতেও ।

কয়েকদিন আগে একই অভিযোগে ঘাটাল পঞ্চায়েত সমিতির তৃণমুলের সভাপতি রূপা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে বরখাস্তের দাবি জানায় খোদ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ওই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি ।

তৃণমূলের অভিযোগ, একুশের বিধানসভা ভোটে ঘাটালের তৃণমূল প্রার্থী দু'বারের বিধায়ক শঙ্কর দোলুইকে হারানোর জন্য তলে তলে বিজেপির হয়ে কাজ করেছেন । আর সেই কারণ দেখিয়ে দল বিরোধীর অভিযোগ তুলে রূপা দেবীর বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের । দলে থেকে বিজেপির হয়ে কাজ করা নেতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনাও তারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

দাসপুর, 15 মে : তৃণমূল অনাস্থা আনার আগেই উপপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন দাসপুর-1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন জানা ৷ বিডিওর কাছে বুধবার পদত্যাগ পত্র দিয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির হয়ে রাতের অন্ধকারে প্রচারে নেমেছিলেন মিলনবাবু ৷

মিলন জানার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য কার্তিক রায় জানান, এবারের নির্বাচনের আগে থেকেই দলবিরোধী কার্যকলাপের সঙ্গে নিযুক্ত হয়েছিলেন মিলন জানা ৷ ফল বেরোনোর পরই ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা মিলনবাবুর বিরুদ্ধে অনাস্থা আনার ব্যবস্থা নিতে শুরু করেন ৷

এসবের মাঝেই মিলনবাবু দাসপুর-1 নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৷ এবিষয়ে বিডিও বলেন, "বুধবার বিকেলে ওনার পদত্যাগ পত্র পেয়েছি ৷ অনাস্থা আনার আগে ওনার পদত্যাগ পত্র পেয়েছি তাই ওটাই গ্রহণ করা হবে ৷ তবে আগামী সোমবার বেলা 12 টায় ওনাকে ডাকা হয়েছে শুনানির জন্য ৷ ওই শুনানির পরেই বাকি পদক্ষেপ নেওয়া হবে ৷"

পদত্যাগ পত্র দিয়ে কী বললেন উপপ্রধান, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : অনাস্থার আগেই পদত্যাগ মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাধিপতির

অন্যদিকে দাসপুর-1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকও জানান এবার নির্বাচনের আগে থেকেই মিলনবাবু দলের প্রচার থেকে বিরত ছিলেন । ওনার বিরুদ্ধে অনাস্থা এনে সরানোর আগেই উনি নিজের ইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন । এবিষয়ে মিলন বাবু জানান, তাঁর কিছু ব্যক্তিগত সমস্যা আছে সে কারণেই তিনি নিজের ইচ্ছায় এই পদ থেকে সরে যেতে চাইছেন ।

তৃতীয় বারের জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, ভোটের আগেই বেশকিছু নেতার বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ উঠেছিল দলের অন্দরে । ফের ক্ষমতায় ফিরে সেইসব নেতার বিরুদ্ধে কোথাও দলের জনপ্রতিনিধিরাই অনাস্থা এনেছে বিভিন্ন দফতরে, আবার কোথাও দল থেকে পদক্ষেপ নেওয়ার আগেই নিজে থেকেই পদত্যাগ করার হিড়িক ঘাটাল মহকুমাতেও ।

কয়েকদিন আগে একই অভিযোগে ঘাটাল পঞ্চায়েত সমিতির তৃণমুলের সভাপতি রূপা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে বরখাস্তের দাবি জানায় খোদ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ওই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি ।

তৃণমূলের অভিযোগ, একুশের বিধানসভা ভোটে ঘাটালের তৃণমূল প্রার্থী দু'বারের বিধায়ক শঙ্কর দোলুইকে হারানোর জন্য তলে তলে বিজেপির হয়ে কাজ করেছেন । আর সেই কারণ দেখিয়ে দল বিরোধীর অভিযোগ তুলে রূপা দেবীর বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের । দলে থেকে বিজেপির হয়ে কাজ করা নেতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনাও তারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.