ETV Bharat / state

Didir Suraksha Kawach: স্কুলে মদের ঠেক ! দিদির সুরক্ষা কবচে অভিযোগ কাউন্সিলরের - ক্ষীরপাই

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা এলাকায় স্কুলের মধ্যেই বসে মদের আসর ! দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিধায়ককে নাগালে পেয়ে অভিযোগ জানালেন স্থানীয় কাউন্সিলর ৷ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়কের ৷

TMC Councillor came to Didir Suraksha Kawach Programme and alleged of misconduct at local schools
ক্ষীরপাইয়ে দিদির সুরক্ষা কবচ
author img

By

Published : Apr 16, 2023, 8:04 PM IST

স্কুলে মদের ঠেক বসানোর অভিযোগ

ক্ষীরপাই, 16 এপ্রিল: পঠনপাঠনের সময়সীমা শেষ হলেই স্কুলে বসে মদের আসর ! চলে নানা ধরনের অসামাজিক এবং বেআইনি কার্যকলাপ ! যার জেরে বেজায় সমস্য়ায় পড়তে হয় স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মীদের ৷ রোজ সকালে স্কুলে এসে আগে মদের বোতল-সহ অন্য়ান্য আবর্জনা পরিষ্কার করতে হয় তাঁদের ! তারপর শুরু হচ্ছে ক্লাস ! উপরন্তু, চোখের সামনে এসব ঘটনা দেখে পড়ুয়াদের কিশোর মনেও বিরূপ প্রভাব পড়ে ৷ এমনই অনভিপ্রেত ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ৷ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিধায়ক ও পৌরপ্রধানকে কাছে পেয়ে চাইলেন সমস্য়ার স্থায়ী সমাধান ৷ এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা এলাকার ৷

ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বয়সে তরুণ সমাপ্তি পণ্ডিত ৷ তাঁর অভিযোগ, এই এলাকায় দু'টি স্কুল রয়েছে ৷ একটি লোকসভা সমিতি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং অন্যটি দিনময়ী প্রাথমিক বিদ্যালয় ৷ দু'টি স্কুলই সন্ধে নামলে চলে যায় মদ্যপদের দখলে ৷ গভীর রাত পর্যন্ত চলে হুল্লোড়, মদের আসর ! সমাপ্তির দাবি, এ নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তিনিও বিষয়টি স্থানীয় থানা ও পৌর কর্তৃপক্ষককে জানিয়েছেন ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি ৷ রবিবার তাই সরাসরি এলাকার বিধায়ককে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি ৷

প্রসঙ্গত, এদিন থেকেই এলাকায় শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ৷ সেই কর্মসূচির আওতায় এলাকায় আসেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা ৷ সঙ্গে ছিলেন ক্ষীরপাইয়ের পৌরপ্রধান দুর্গাশংকর পান ৷ তাঁদের কাছে স্কুল নিয়ে সমস্যার কথা জানান কাউন্সিলর ৷ সব শুনে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক ৷ এছাড়াও, এলাকার একটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে ৷ দ্রুত সেটিও মিটিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন অরূপ ৷

আরও পড়ুন: বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিদির দূতের, পালটা তাঁকেই 'তোলাবাজ' বললেন বিজেপি নেতা

অন্যদিকে, স্কুলের ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে, শিক্ষকরা অভিযোগ করছেন, কাউন্সিলর অভিযোগ করছেন, তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি ! কী কারণে প্রশাসনের এই উদাসীতনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷

স্কুলে মদের ঠেক বসানোর অভিযোগ

ক্ষীরপাই, 16 এপ্রিল: পঠনপাঠনের সময়সীমা শেষ হলেই স্কুলে বসে মদের আসর ! চলে নানা ধরনের অসামাজিক এবং বেআইনি কার্যকলাপ ! যার জেরে বেজায় সমস্য়ায় পড়তে হয় স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মীদের ৷ রোজ সকালে স্কুলে এসে আগে মদের বোতল-সহ অন্য়ান্য আবর্জনা পরিষ্কার করতে হয় তাঁদের ! তারপর শুরু হচ্ছে ক্লাস ! উপরন্তু, চোখের সামনে এসব ঘটনা দেখে পড়ুয়াদের কিশোর মনেও বিরূপ প্রভাব পড়ে ৷ এমনই অনভিপ্রেত ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ৷ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিধায়ক ও পৌরপ্রধানকে কাছে পেয়ে চাইলেন সমস্য়ার স্থায়ী সমাধান ৷ এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা এলাকার ৷

ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বয়সে তরুণ সমাপ্তি পণ্ডিত ৷ তাঁর অভিযোগ, এই এলাকায় দু'টি স্কুল রয়েছে ৷ একটি লোকসভা সমিতি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং অন্যটি দিনময়ী প্রাথমিক বিদ্যালয় ৷ দু'টি স্কুলই সন্ধে নামলে চলে যায় মদ্যপদের দখলে ৷ গভীর রাত পর্যন্ত চলে হুল্লোড়, মদের আসর ! সমাপ্তির দাবি, এ নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তিনিও বিষয়টি স্থানীয় থানা ও পৌর কর্তৃপক্ষককে জানিয়েছেন ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি ৷ রবিবার তাই সরাসরি এলাকার বিধায়ককে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি ৷

প্রসঙ্গত, এদিন থেকেই এলাকায় শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ৷ সেই কর্মসূচির আওতায় এলাকায় আসেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা ৷ সঙ্গে ছিলেন ক্ষীরপাইয়ের পৌরপ্রধান দুর্গাশংকর পান ৷ তাঁদের কাছে স্কুল নিয়ে সমস্যার কথা জানান কাউন্সিলর ৷ সব শুনে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক ৷ এছাড়াও, এলাকার একটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে ৷ দ্রুত সেটিও মিটিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন অরূপ ৷

আরও পড়ুন: বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিদির দূতের, পালটা তাঁকেই 'তোলাবাজ' বললেন বিজেপি নেতা

অন্যদিকে, স্কুলের ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে, শিক্ষকরা অভিযোগ করছেন, কাউন্সিলর অভিযোগ করছেন, তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি ! কী কারণে প্রশাসনের এই উদাসীতনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.