ETV Bharat / state

দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম 6

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ ঘটনায় জখম হয়েছেন অন্তত ছ’জন ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ৷

TMC BJP clash in Dantan of West Medinipur
দাঁতনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম অন্তত ছয়
author img

By

Published : Jul 13, 2021, 8:59 PM IST

দাঁতন, 13 জুলাই : বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় তৃণমূল কর্মী ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তাঁরা ৷ অস্বীকার গেরুয়া শিবিরের ৷ পাল্টা তাদের দাবি, তৃণমূলের সদস্যরাই বিজেপি কর্মীদের মারধর করেছে ৷

আরও পড়ুন : বাঁকুড়ার প্রতাপপুর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় পরপর বাড়ি রয়েছে তৃণমূল ও বিজেপি কর্মীদের ৷ তেমনই একজনের বাড়িতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন অতর্কিতে তাদের কর্মীদের ওপর আক্রমণ করে ৷ তাতেই আহত হন বেশ কয়েকজন ৷ আহতরা হলেন লাল্টু দাস, বিশ্বজিৎ রাউত, উমাকান্ত মান্না, গৌর দাস, মতিলাল মান্না এবং পার্বতী রাউত ৷ ঘটনার পর তাঁদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশ ৷

তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ধীরেন জানা এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৷ লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপি ওই এলাকায় অত্যাচার চালিয়ে যাচ্ছে ৷ তৃণমূল কর্মী ও সমর্থকদের জমিতে চাষ করতে দেয়নি, বাড়ি থেকে বেরোলে মারধর করা হয়েছে ৷’’

আরও পড়ুন : কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তিরবিদ্ধ শাসকদলের কর্মী

অন্যদিকে, বিজেপির তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ পাল্টা তাদের দাবি, বিজেপির দুই সমর্থকের বাড়িতে ঢোকার রাস্তা বেড়া দিয়ে ঘিরে দেন তৃণমূলের সদস্যরা ৷ তাঁদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা ও পানীয় জল বন্ধ করে দেওয়া হয় ৷ এর প্রতিবাদ করাতেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ বিজেপির দাবি, এই ঘটনায় দু’জন মহিলা-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ ঘটনার পর দু’পক্ষের তরফেই পরস্পরের বিরুদ্ধে দাঁতন থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

দাঁতন, 13 জুলাই : বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় তৃণমূল কর্মী ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তাঁরা ৷ অস্বীকার গেরুয়া শিবিরের ৷ পাল্টা তাদের দাবি, তৃণমূলের সদস্যরাই বিজেপি কর্মীদের মারধর করেছে ৷

আরও পড়ুন : বাঁকুড়ার প্রতাপপুর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় পরপর বাড়ি রয়েছে তৃণমূল ও বিজেপি কর্মীদের ৷ তেমনই একজনের বাড়িতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন অতর্কিতে তাদের কর্মীদের ওপর আক্রমণ করে ৷ তাতেই আহত হন বেশ কয়েকজন ৷ আহতরা হলেন লাল্টু দাস, বিশ্বজিৎ রাউত, উমাকান্ত মান্না, গৌর দাস, মতিলাল মান্না এবং পার্বতী রাউত ৷ ঘটনার পর তাঁদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশ ৷

তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ধীরেন জানা এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৷ লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপি ওই এলাকায় অত্যাচার চালিয়ে যাচ্ছে ৷ তৃণমূল কর্মী ও সমর্থকদের জমিতে চাষ করতে দেয়নি, বাড়ি থেকে বেরোলে মারধর করা হয়েছে ৷’’

আরও পড়ুন : কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তিরবিদ্ধ শাসকদলের কর্মী

অন্যদিকে, বিজেপির তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ পাল্টা তাদের দাবি, বিজেপির দুই সমর্থকের বাড়িতে ঢোকার রাস্তা বেড়া দিয়ে ঘিরে দেন তৃণমূলের সদস্যরা ৷ তাঁদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা ও পানীয় জল বন্ধ করে দেওয়া হয় ৷ এর প্রতিবাদ করাতেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ বিজেপির দাবি, এই ঘটনায় দু’জন মহিলা-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ ঘটনার পর দু’পক্ষের তরফেই পরস্পরের বিরুদ্ধে দাঁতন থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.