ETV Bharat / state

শালবনীতে স্কুলের স্টাফ রুমে চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা - News of Shalboni

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুলে নব নির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা । অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ হয়েছে ৷ সেই কারণেই এই ঘটনা ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়া-সহ শিক্ষক-শিক্ষিকারা ।

শালবনীতে স্কুলের স্টাফ রুমে চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা
শালবনীতে স্কুলের স্টাফ রুমে চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা
author img

By

Published : Mar 1, 2021, 3:51 PM IST

শালবনী, 1 মার্চ : স্কুলের নব নির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুলে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা । অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ হয়েছে ৷ সেই কারণেই এই ঘটনা ৷

শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুল থেকে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ ঘটনাটি ঘটে স্টাফ রুমে ৷ হঠাৎই চাঙড় ভেঙে পড়ে ৷ আর তাতেই আহত হন এক শিক্ষিকা ও দুই শিক্ষক। তাঁদের নাম- নিখিল পাল,হেমন্ত নায়েক ও দোয়েল সিনহা। তাঁদের শালবনী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ৷ ঘটনার সময় স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চলছিল ৷ ফলে পড়ুয়াদের মধ্যেও এই নিয়ে আতঙ্ক ছড়ায় ৷ আতঙ্কিত অন্য শিক্ষক-শিক্ষিকারাও ৷ ওই স্কুলে 17 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, যে ভবন নতুন তৈরি করা হল, সেখানে কীভাবে চাঙড় ভেঙে পড়ে ৷ এই প্রশ্ন তুলছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই ৷ তাঁদের অভিযোগ, মাস ছয়েক আগে এই নতুন ভবনের উদ্বোধন হয়েছে ৷ ভবন নির্মাণ করা হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দ্বারা ৷ তাই নিম্নমানের সামগ্রী দিয়ে ওই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ৷

গত 2018-19 অর্থবর্ষে বরাদ্দ হয় স্কুল তৈরির জন্য টাকা । কাজ এখনও চলছে । শিক্ষিকা মুনমুন মিদ্দা বলেন, ‘‘আমরা যখন স্টাফ রুমে ছিলাম, সেই সময় হঠাৎ এই নবনির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে আমাদের মাথায় । অল্পের জন্য আমরা কয়েকজন রক্ষা পেলেও তিন জন আহত হয়েছেন । ওদের চোট গুরুতর ।’’

আরও পড়ুন : আজ থেকে শুরু করোনার দ্বিতীয় দফার টিকাকরণ, বাড়ছে সেন্টার

তাঁর আশঙ্কা, ‘‘পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দ্বারা নবনির্মিত ভবন তৈরির পর এক বছর যাওয়ার আগে যদি এই দশা হয়৷ তাহলে আগামী দিনে গোটা ভবনটাই না ভেঙে পড়ে । আমরা চাই এদিকে নজর দিক প্রশাসন ।’’

শালবনী, 1 মার্চ : স্কুলের নব নির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুলে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা । অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ হয়েছে ৷ সেই কারণেই এই ঘটনা ৷

শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুল থেকে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ ঘটনাটি ঘটে স্টাফ রুমে ৷ হঠাৎই চাঙড় ভেঙে পড়ে ৷ আর তাতেই আহত হন এক শিক্ষিকা ও দুই শিক্ষক। তাঁদের নাম- নিখিল পাল,হেমন্ত নায়েক ও দোয়েল সিনহা। তাঁদের শালবনী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ৷ ঘটনার সময় স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চলছিল ৷ ফলে পড়ুয়াদের মধ্যেও এই নিয়ে আতঙ্ক ছড়ায় ৷ আতঙ্কিত অন্য শিক্ষক-শিক্ষিকারাও ৷ ওই স্কুলে 17 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, যে ভবন নতুন তৈরি করা হল, সেখানে কীভাবে চাঙড় ভেঙে পড়ে ৷ এই প্রশ্ন তুলছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই ৷ তাঁদের অভিযোগ, মাস ছয়েক আগে এই নতুন ভবনের উদ্বোধন হয়েছে ৷ ভবন নির্মাণ করা হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দ্বারা ৷ তাই নিম্নমানের সামগ্রী দিয়ে ওই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ৷

গত 2018-19 অর্থবর্ষে বরাদ্দ হয় স্কুল তৈরির জন্য টাকা । কাজ এখনও চলছে । শিক্ষিকা মুনমুন মিদ্দা বলেন, ‘‘আমরা যখন স্টাফ রুমে ছিলাম, সেই সময় হঠাৎ এই নবনির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে আমাদের মাথায় । অল্পের জন্য আমরা কয়েকজন রক্ষা পেলেও তিন জন আহত হয়েছেন । ওদের চোট গুরুতর ।’’

আরও পড়ুন : আজ থেকে শুরু করোনার দ্বিতীয় দফার টিকাকরণ, বাড়ছে সেন্টার

তাঁর আশঙ্কা, ‘‘পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দ্বারা নবনির্মিত ভবন তৈরির পর এক বছর যাওয়ার আগে যদি এই দশা হয়৷ তাহলে আগামী দিনে গোটা ভবনটাই না ভেঙে পড়ে । আমরা চাই এদিকে নজর দিক প্রশাসন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.