ETV Bharat / state

Mamata Banerjee Books : মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা কম জঙ্গলমহলে

পশ্চিম মেদিনীপুর তথা জঙ্গলমহল এলাকায় চাহিদা কম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের (There is less demand for books written by CM Mamata Banerjee in JangalMahal) ৷ এমনটাই জানাচ্ছেন মেদিনীপুর শহরের বই বিক্রেতারা ৷ সম্প্রতি কবিতাবিতানের জন্য পশ্চিমবঙ্গ সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন তিনি ৷ কিন্তু, সেই বইয়েরও খোঁজ পাঠকরা করেননি বলে দাবি বই বিক্রেতাদের ৷

Mamata Banerjee Books News
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা কম জঙ্গলমহলে
author img

By

Published : May 15, 2022, 8:55 PM IST

মেদিনীপুর, 15 মে : কবিতাবিতান জন্য সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, তাঁর সেই বইয়ের চাহিদা প্রায় নেই জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলায় (There is less demand for books written by CM Mamata Banerjee in JangalMahal) ৷ এমনটাই জানাচ্ছেন সেখানকার নাম বই বিক্রেতারা ৷ পুরনো এবং বর্তমানের লেখক-লেখিকাদের বইয়ে খোঁজ পাঠকরা করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতানের খোঁজ কেউ করেননি বলে দাবি বই বিক্রেতাদের ৷

কিন্তু, জঙ্গলমহলের মতো জায়গায় মুখ্যমন্ত্রী বইয়ের চাহিদা নেই কেন ? দোকানদাররা জানাচ্ছেন, মেদিনীপুর শহরে যে সকল পাঠক রয়েছেন, তাঁরা মূলত আধুনিক কাব্য ও প্রবন্ধের খোঁজ করেন ৷ আর পুরনো দিনের বাছাই করা কিছু বইয়ের চাহিদা থাকে ৷ আবার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের অনেকে আবার কবিতাবিতানের নামই শোনেননি ৷ ফলে বইয়ের চাহিদা সেভাবে নেই ৷ তবে, কেউ খোঁজ করলে অবশ্যই এনে দেওয়া হবে বলে জানান বই বিক্রেতারা ৷

দোকানদাররা জানাচ্ছেন, মেদিনীপুর শহরে পাঠকরা মূলত আধুনিক কাব্য ও প্রবন্ধের খোঁজ করেন

প্রসঙ্গত, কবিতাবিতানের জন্য গত 9 মে বাংলা সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এর জন্য যেমন সমালোচনা হয়েছে ৷ তেমনই রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তরফে দেওয়া অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন ৷ এমন বহু বিতর্ক তৈরি হয়েছে এনিয়ে ৷ কিন্তু, যে জঙ্গলমহলের আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার যাত্রা শুরু হয়েছিল ৷ সেখানেই তাঁর বইয়ের চাহিদা নেই বলে জানাচ্ছেন বই বিক্রেতারা ৷

আরও পড়ুন : Mamata Banerjee Award Controversy :মমতাকে বাংলা অ্যাকাডেমি'র সম্মান প্রদান 'ন্যক্কারজনক দৃষ্টান্ত', পুরস্কার ফেরালেন রত্না রশীদ

মেদিনীপুর শহরে একটি বইয়ের দোকান তাঁতিগেড়িয়া ভূর্জপত্র ৷ যার মালিক গৌতম সরকার জানান, অনেক পুরনো লেখক এবং মেদিনীপুরের নতুন কয়েকজন লেখকের ছড়া ও কবিতার বই রয়েছে তাঁর দোকানে ৷ সেগুলির চাহিদাও রয়েছে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের খোঁজ কেউ করেনি বলে দাবি তাঁর ৷ বছর দু’য়েক আগে একটি ইনস্টিটিউটের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বইয়ের বরাত এসেছিল ৷ সেই সময় কিছু বই তিনি বিক্রি করেছিলেন ৷ তবে, ওই শেষবার ৷ আবার, কিশোর মল্লিক নামে এক ব্যবসায়ী জানান, ব্যবসার খাতিরে দোকানে মুখ্যমন্ত্রীর লেখা বই রেখেছেন ৷ তবে, কেউ আজ পর্যন্ত সেই বইয়ের খোঁজ করেনি ৷

মেদিনীপুর, 15 মে : কবিতাবিতান জন্য সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, তাঁর সেই বইয়ের চাহিদা প্রায় নেই জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলায় (There is less demand for books written by CM Mamata Banerjee in JangalMahal) ৷ এমনটাই জানাচ্ছেন সেখানকার নাম বই বিক্রেতারা ৷ পুরনো এবং বর্তমানের লেখক-লেখিকাদের বইয়ে খোঁজ পাঠকরা করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতানের খোঁজ কেউ করেননি বলে দাবি বই বিক্রেতাদের ৷

কিন্তু, জঙ্গলমহলের মতো জায়গায় মুখ্যমন্ত্রী বইয়ের চাহিদা নেই কেন ? দোকানদাররা জানাচ্ছেন, মেদিনীপুর শহরে যে সকল পাঠক রয়েছেন, তাঁরা মূলত আধুনিক কাব্য ও প্রবন্ধের খোঁজ করেন ৷ আর পুরনো দিনের বাছাই করা কিছু বইয়ের চাহিদা থাকে ৷ আবার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের অনেকে আবার কবিতাবিতানের নামই শোনেননি ৷ ফলে বইয়ের চাহিদা সেভাবে নেই ৷ তবে, কেউ খোঁজ করলে অবশ্যই এনে দেওয়া হবে বলে জানান বই বিক্রেতারা ৷

দোকানদাররা জানাচ্ছেন, মেদিনীপুর শহরে পাঠকরা মূলত আধুনিক কাব্য ও প্রবন্ধের খোঁজ করেন

প্রসঙ্গত, কবিতাবিতানের জন্য গত 9 মে বাংলা সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এর জন্য যেমন সমালোচনা হয়েছে ৷ তেমনই রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তরফে দেওয়া অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন ৷ এমন বহু বিতর্ক তৈরি হয়েছে এনিয়ে ৷ কিন্তু, যে জঙ্গলমহলের আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার যাত্রা শুরু হয়েছিল ৷ সেখানেই তাঁর বইয়ের চাহিদা নেই বলে জানাচ্ছেন বই বিক্রেতারা ৷

আরও পড়ুন : Mamata Banerjee Award Controversy :মমতাকে বাংলা অ্যাকাডেমি'র সম্মান প্রদান 'ন্যক্কারজনক দৃষ্টান্ত', পুরস্কার ফেরালেন রত্না রশীদ

মেদিনীপুর শহরে একটি বইয়ের দোকান তাঁতিগেড়িয়া ভূর্জপত্র ৷ যার মালিক গৌতম সরকার জানান, অনেক পুরনো লেখক এবং মেদিনীপুরের নতুন কয়েকজন লেখকের ছড়া ও কবিতার বই রয়েছে তাঁর দোকানে ৷ সেগুলির চাহিদাও রয়েছে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের খোঁজ কেউ করেনি বলে দাবি তাঁর ৷ বছর দু’য়েক আগে একটি ইনস্টিটিউটের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বইয়ের বরাত এসেছিল ৷ সেই সময় কিছু বই তিনি বিক্রি করেছিলেন ৷ তবে, ওই শেষবার ৷ আবার, কিশোর মল্লিক নামে এক ব্যবসায়ী জানান, ব্যবসার খাতিরে দোকানে মুখ্যমন্ত্রীর লেখা বই রেখেছেন ৷ তবে, কেউ আজ পর্যন্ত সেই বইয়ের খোঁজ করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.