ETV Bharat / state

Student Death at IIT Kharagpur: খড়গপুর আইআইটি'তে চতুর্থ বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য - খড়গপুর আইআইটির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

IIT Kharagpur Electrical Engineering Student's Hanging Body Recovers: খড়গপুর আইআইটি-র আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ৷ হস্টেলের ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন অন্য পড়ুয়া ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 1:21 PM IST

Updated : Oct 18, 2023, 2:17 PM IST

খড়গপুর 18 অক্টোবর: খড়গপুর আইআইটি-তে আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল ৷ মঙ্গলবার রাতে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র ৷ তেলেঙ্গানার মেদাক জেলার তুপ্রাণ গ্রামে তাঁর বাড়ি ৷ তিনি খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে ৷ এ নিয়ে গত দেড় বছরে খড়গপুর আইআইটি-তে তিনজন আবাসিকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল ৷

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হস্টেলের ঘরে কিরণ চন্দ্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহপাঠীরা ৷ তাঁরাই কিরণকে দ্রুত উদ্ধার করেন ৷ ততক্ষণের হস্টেলের অন্যান্য ছাত্ররা কর্তৃপক্ষকে খবর দেন ৷ এরপর তাঁকে উদ্ধার করে আইআইটি'র বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে প্রাণ ছিল ৷ এমনকী চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টাও করেন ৷ কিন্তু, তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 বছরের কে কিরণ চন্দ্রের মৃত্যু হয় ৷

জানা গিয়েছে, কিরণের ভাইও খড়গপুর আইআইটি-র ছাত্র ৷ ঘটনার সময় তিনিও হস্টেলেই ছিলেন ৷ হাসপাতালে তাঁর সামনেই মারা যান কিরণ ৷ এই ঘটনায় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ তো বটেই, এমনকি পুলিশও মুখে কুলুপ এঁটেছে ৷ পুলিশের তরফে শুধু জানানো হয়েছে, চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মৃত্যুতে তারা তদন্ত শুরু করেছে ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানা হয়েছে ৷ এ নিয়ে জেলার পুলিশ সুপারকে ফোন করা হয়েছিল ইটিভি ভারতের তরফে ৷ কিন্তু, তিনি ইটিভি ভারতের প্রতিনিধির ফোন ধরেননি ৷

তবে, এই ঘটনায় হস্টেলের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এমনকি মৃত ছাত্রের ভাইকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ৷ মূলত, কিরণ কোনও সমস্যার মধ্যে ছিলেন কি না ? হস্টেলে বা ক্লাসে কারও সঙ্গে কোনও ঝামেলা নিয়ে ভাইকে কিছু জানিয়েছিলেন কি না ? এমন নানান দিক খতিয়ে দেখা হচ্ছে ৷ কিন্তু, এ নিয়ে আইআইটি কর্তৃপক্ষ পুরোপুরি নীরব রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, হস্টেলে কিরণের সঙ্গে যাঁরা থাকতেন, তাঁদের কথা অনুযায়ী প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে ৷ তবে, এখনই এ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ ৷

আরও পড়ুন: খড়গপুর আইআইটির ছাত্রমৃত্যু তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল হাইকোর্ট

উল্লেখ্য, গতবছর এই খড়গপুর আইআইটি-তেই অসমের বাসিন্দা ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই ৷ পরে কলকাতা মেডিক্যাল কলেজের বিশেষ চিকিৎসকদের কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট দ্বিতীয়বার ফাইজানের দেহের ময়নাতদন্ত করায় ৷ যার রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এস জয়রামের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে ৷ এমনকি গত জুন মাসে এক শিক্ষানবিশের রহস্যজনক মৃত্যু হয়েছে এই আইআইটি-র হস্টেলেই ৷ একের পর এক আবাসিকের মৃত্যু, খড়গপুর আইআইটি-র আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷

খড়গপুর 18 অক্টোবর: খড়গপুর আইআইটি-তে আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল ৷ মঙ্গলবার রাতে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র ৷ তেলেঙ্গানার মেদাক জেলার তুপ্রাণ গ্রামে তাঁর বাড়ি ৷ তিনি খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে ৷ এ নিয়ে গত দেড় বছরে খড়গপুর আইআইটি-তে তিনজন আবাসিকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল ৷

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হস্টেলের ঘরে কিরণ চন্দ্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহপাঠীরা ৷ তাঁরাই কিরণকে দ্রুত উদ্ধার করেন ৷ ততক্ষণের হস্টেলের অন্যান্য ছাত্ররা কর্তৃপক্ষকে খবর দেন ৷ এরপর তাঁকে উদ্ধার করে আইআইটি'র বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে প্রাণ ছিল ৷ এমনকী চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টাও করেন ৷ কিন্তু, তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 বছরের কে কিরণ চন্দ্রের মৃত্যু হয় ৷

জানা গিয়েছে, কিরণের ভাইও খড়গপুর আইআইটি-র ছাত্র ৷ ঘটনার সময় তিনিও হস্টেলেই ছিলেন ৷ হাসপাতালে তাঁর সামনেই মারা যান কিরণ ৷ এই ঘটনায় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ তো বটেই, এমনকি পুলিশও মুখে কুলুপ এঁটেছে ৷ পুলিশের তরফে শুধু জানানো হয়েছে, চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মৃত্যুতে তারা তদন্ত শুরু করেছে ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানা হয়েছে ৷ এ নিয়ে জেলার পুলিশ সুপারকে ফোন করা হয়েছিল ইটিভি ভারতের তরফে ৷ কিন্তু, তিনি ইটিভি ভারতের প্রতিনিধির ফোন ধরেননি ৷

তবে, এই ঘটনায় হস্টেলের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এমনকি মৃত ছাত্রের ভাইকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ৷ মূলত, কিরণ কোনও সমস্যার মধ্যে ছিলেন কি না ? হস্টেলে বা ক্লাসে কারও সঙ্গে কোনও ঝামেলা নিয়ে ভাইকে কিছু জানিয়েছিলেন কি না ? এমন নানান দিক খতিয়ে দেখা হচ্ছে ৷ কিন্তু, এ নিয়ে আইআইটি কর্তৃপক্ষ পুরোপুরি নীরব রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, হস্টেলে কিরণের সঙ্গে যাঁরা থাকতেন, তাঁদের কথা অনুযায়ী প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে ৷ তবে, এখনই এ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ ৷

আরও পড়ুন: খড়গপুর আইআইটির ছাত্রমৃত্যু তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল হাইকোর্ট

উল্লেখ্য, গতবছর এই খড়গপুর আইআইটি-তেই অসমের বাসিন্দা ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই ৷ পরে কলকাতা মেডিক্যাল কলেজের বিশেষ চিকিৎসকদের কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট দ্বিতীয়বার ফাইজানের দেহের ময়নাতদন্ত করায় ৷ যার রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এস জয়রামের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে ৷ এমনকি গত জুন মাসে এক শিক্ষানবিশের রহস্যজনক মৃত্যু হয়েছে এই আইআইটি-র হস্টেলেই ৷ একের পর এক আবাসিকের মৃত্যু, খড়গপুর আইআইটি-র আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷

Last Updated : Oct 18, 2023, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.