ETV Bharat / state

প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা থানায়, সূচনা 'সুগম' প্রকল্পের - state governmet project

শারীরিকভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষের জন্য পথ চলা শুরু হল রাজ্যসরকারের প্রকল্প 'সুগম' প্রকল্পের ৷ পশ্চিম মেদনীপুর জেলা দিয়ে এই প্রকল্পের সূচনা হয় ৷

chair
হুইল চেয়ার
author img

By

Published : Feb 19, 2020, 4:24 AM IST

Updated : Feb 20, 2020, 12:48 AM IST

মেদিনীপুর, 19 ফেব্রুয়ারি: শারীরিকভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষদের জন্য পথ চলা শুরু হলো 'সুগম' প্রকল্পের ৷ প্রথম সূচনা হল পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ এই প্রকল্পে শারীরিকভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষরা থানায বিশেষ সুবিধা পাবেন ৷ প্রথম পর্যায়ে 50টি থানায় তৈরি হযেছে হুইল চেয়ার র‌্যাম্প ৷ থাকছে হুইল চেয়ার ও দুইজন করে সাহায্য়কারী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। 'সুগম' প্রকল্প অনুযায়ী প্রতিটি থানায় গড়ে তোলা হবে হুইল চেয়ারের জন্য র‌্যাম্প ৷ থাকবে হুইল চেয়ার ৷ সঙ্গে দু'জন করে সাহায্যকারীও থাকবে থানায় ৷ শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সুবিধার্থেই এই প্রকল্প ৷

শুরু হল রাজ্য সরকারের প্রকল্প 'সুগম'-এর

অনেক সময় দেখা যায় শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষরা থানায় অভিযোগ জানাতে এসে বিভিন্ন সমস্যায় পড়েন ৷ বিশেষ করে সিঁড়িতে উঠতে তাঁদের অসুবিধা হয় ৷ অনেককে হুইলচেয়ার ছাড়া কোনওভাবেই সিঁড়িতে ওঠানো যায় না । অনেক সময় থানায় হুইল চেয়ার থাকে না ৷ আবার তা থাকলেও হুইল চেয়ার নামানো-ওঠানোর র‌্যাম্প থাকে না ৷ ফলত সমস্যার মুখে পড়েন বিশেষভাবে সক্ষম সেই মানুষরা ৷ পাশাপাশি সমস্যায় পড়ে পুলিশও ৷ তাই সেই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের কথা ভেবেই এই রাজ্য সরকারের প্রকল্প 'সুগম' ৷

sugam project
সুগম প্রকল্পের সূচনা

পশ্চিম মেদিনীপুর জেলা দিয়েই প্রথম শুরু হল 'সুগম' প্রকল্পের পথ চলা ৷ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় প্রারম্ভিক পর্যায়ে মোট 50টি থানাকে বেছে নেওয়া হয়েছে ৷ সেখানে তৈরি করা হয়েছে হুইল চেয়ার নামানো-ওঠানোর জন্য সিমেন্টের এই র‌্যাম্প ৷ রাখা থাকছে একটি করে হুইলচেয়ার এবং দু'জন করে সাহায্যকারী । সর্বক্ষণই মোতায়েন থাকবে ওই দু'জন হেল্পিং হ্যান্ড ৷

গতকাল পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার । বলেন, "আমি এক পরিদর্শনে গিয়ে এই প্রতিবন্ধীদের কষ্ট অনুভব করেছিলাম ৷ পরবর্তীকালে রাজ্য সরকারের প্রজেক্ট আসতেই প্রথম আমরা কাজ শুরু করেছি ।"

মেদিনীপুর, 19 ফেব্রুয়ারি: শারীরিকভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষদের জন্য পথ চলা শুরু হলো 'সুগম' প্রকল্পের ৷ প্রথম সূচনা হল পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ এই প্রকল্পে শারীরিকভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষরা থানায বিশেষ সুবিধা পাবেন ৷ প্রথম পর্যায়ে 50টি থানায় তৈরি হযেছে হুইল চেয়ার র‌্যাম্প ৷ থাকছে হুইল চেয়ার ও দুইজন করে সাহায্য়কারী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। 'সুগম' প্রকল্প অনুযায়ী প্রতিটি থানায় গড়ে তোলা হবে হুইল চেয়ারের জন্য র‌্যাম্প ৷ থাকবে হুইল চেয়ার ৷ সঙ্গে দু'জন করে সাহায্যকারীও থাকবে থানায় ৷ শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সুবিধার্থেই এই প্রকল্প ৷

শুরু হল রাজ্য সরকারের প্রকল্প 'সুগম'-এর

অনেক সময় দেখা যায় শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষরা থানায় অভিযোগ জানাতে এসে বিভিন্ন সমস্যায় পড়েন ৷ বিশেষ করে সিঁড়িতে উঠতে তাঁদের অসুবিধা হয় ৷ অনেককে হুইলচেয়ার ছাড়া কোনওভাবেই সিঁড়িতে ওঠানো যায় না । অনেক সময় থানায় হুইল চেয়ার থাকে না ৷ আবার তা থাকলেও হুইল চেয়ার নামানো-ওঠানোর র‌্যাম্প থাকে না ৷ ফলত সমস্যার মুখে পড়েন বিশেষভাবে সক্ষম সেই মানুষরা ৷ পাশাপাশি সমস্যায় পড়ে পুলিশও ৷ তাই সেই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের কথা ভেবেই এই রাজ্য সরকারের প্রকল্প 'সুগম' ৷

sugam project
সুগম প্রকল্পের সূচনা

পশ্চিম মেদিনীপুর জেলা দিয়েই প্রথম শুরু হল 'সুগম' প্রকল্পের পথ চলা ৷ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় প্রারম্ভিক পর্যায়ে মোট 50টি থানাকে বেছে নেওয়া হয়েছে ৷ সেখানে তৈরি করা হয়েছে হুইল চেয়ার নামানো-ওঠানোর জন্য সিমেন্টের এই র‌্যাম্প ৷ রাখা থাকছে একটি করে হুইলচেয়ার এবং দু'জন করে সাহায্যকারী । সর্বক্ষণই মোতায়েন থাকবে ওই দু'জন হেল্পিং হ্যান্ড ৷

গতকাল পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার । বলেন, "আমি এক পরিদর্শনে গিয়ে এই প্রতিবন্ধীদের কষ্ট অনুভব করেছিলাম ৷ পরবর্তীকালে রাজ্য সরকারের প্রজেক্ট আসতেই প্রথম আমরা কাজ শুরু করেছি ।"

Last Updated : Feb 20, 2020, 12:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.