ঝাড়গ্রাম, 17 ফেব্রুয়ারি: মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ঝাড়গ্রাম থানায় বিক্ষোভ দেখাল বাম ছাত্র যুব সংগঠন। পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তিতেও জড়ান নেতারা। যদিও ব্যারিকেড ভেঙে ঢোকা ছাত্র সংগঠনের বক্তব্য, ভবিষ্যতে আরও ব্যারিকেড ভাঙব।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বামফ্রন্টের ছাত্র যুব সংগঠন। বামফ্রন্টের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঝাড়গ্রামে সিপিএম-এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম থানার পৌঁছয় মিছিল। পুলিশ আগে থেকেই থানার বাইরে ব্যারিকেড তৈরি করে এবং থানার বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল । মিছিল থানায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বামফ্রন্ট-এর ছাত্র যুব সংগঠনের কর্মীরা । ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা ।
আরও পড়ুন: মইদুলকে সরকারি হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল না? প্রশ্ন লালবাজারের
নবান্ন অভিযানে বাম ছাত্র-যুব নেতা মইদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। যদিও শাসক দল ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে চেষ্টা করছে বিরোধের আগুনকে দমানোর। তবে এর প্রভাব 2021 এর বিধানসভা নির্বাচনে পড়বে কিনা সেটাই প্রশ্নের।