ETV Bharat / state

SBSTC Oil Crisis জঙ্গলমহলে তেল সংকটে এসবিএসটিসি, তড়িঘড়ি টিকিট বুকিং বাতিল করে ঝাঁপ নামালো সংস্থা

সরকারি তেলে সংকট আর তাই এসবিএসটিসি-র বাস পরিষেবা বন্ধ হতে যেতে বসেছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে (SBSTC Canceled the Booking of Tickets) । এদিন নামমাত্র কয়েকটি বাস চলে বাকি বাস প্রায় বন্ধ । কবে তেলের বরাদ্দ হবে ? সেই চিন্তায় বাস যাত্রীরা ।বুকিং সেন্টার বন্ধ থাকায় হয়রানি বাস যাত্রীদের ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2022, 7:22 AM IST

মেদিনীপুর, 15 অগস্ট: এবার তেল সংকটে মেদিনীপুরের এসবিএসটিসি (South Bengal State Transport Corporation) ৷ আর তার জেরে তড়িঘড়ি টিকিট বুকিং বাতিল করে ঝাঁপ নামালো এই সংস্থা (SBSTC Canceled the Booking of Tickets) । মেদিনীপুর থেকে দুর্গাপুর, আসানসোল অথবা কলকাতা, হাওড়া যাওয়ার সরকারি সংস্থা হল এসবিএসটিসি । যা অনেক আরামদায়ক এবং অপেক্ষাকৃত সস্তা । ফলে বেসরকারি বাসের থেকে সরকারি বাসে নির্ধারিত সময়ে পৌঁছনোর ক্ষেত্রে এসবিএসটিসি অনেকটাই নির্ভরযোগ্য সংস্থা ৷

সরকারি এই সংস্থার উপর ভরসা করেই জঙ্গলমহলের হাজার হাজার মানুষ প্রতিদিনই দূর-দূরান্তে পাড়ি দেন । জানা গিয়েছে, মূলত অনলাইনেই টিকিট বুকিং করেন তারা । কখনও বা বাসস্ট্যান্ডের নির্দিষ্ট শাখা থেকে টিকিট কেটে যাত্রা করেন । এইভাবেই বছর পর বছর ধরে জেলা থেকে রাজধানী অথবা জেলা থেকে দূর-দূরান্তে যাতায়াতের অন্যতম ভরসা এসবিএসটিসি । এই এসবিএসটিসির ডিপো করা হয়েছে মেদিনীপুরের কুইকোটা সংলগ্ন এলাকায় । সারাদিনে প্রায় 30 থেকে 40টি বাস দূর-দূরান্তে পাড়ি দেয় এখান থেকেই ।

এসবিএসটিসি-র বাস পরিষেবা বন্ধ হতে যেতে বসেছে জঙ্গলমহলে

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণে অস্থায়ী কর্মী ছাঁটাই, দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর

এদিন সকাল থেকেই টিকিট বুকিং বাতিল করা শুরু করল এই সরকারি সংস্থা । কারণ হিসেবে জানা যায়, তেল ফুরিয়েছে । যার ফলে টিকিট বুকিং বাতিল হয়েছে । কারণ নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহের তেল এখনও এসে পৌঁছয়নি । যার জেরে তেল ছাড়া বাস চলবে কী করে, তাই ভেবে পাচ্ছেন না বাস কন্ডাক্টর ও ড্রাইভাররা । তাই গ্রাহকদের টিকিট না দিয়েই তড়িঘড়ি সব শাখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা । অন্যদিকে, সরকারি সংস্থায় কী করে তেলে ঘাটতি হয় তা নিয়ে ক্ষুব্ধ জঙ্গলমহলের মানুষজন । এদিন বাসের টিকিট না পেয়ে চরম হয়রানিতে পড়েন যাত্রীরা ।

ডিপোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সোমেশ্বর রায় বলেন, "তেল শেষ হয়ে গিয়েছে । তাই টিকিট বুকিং বাতিল করে দিয়েছি । আজকে নামমাত্র কয়েকটি বাস বেরিয়েছে । কিন্তু তেলের সমস্যার জন্যই আমরা বাস চালাতে পারছি না । তেলের সমস্যা মিটে গেলেই আবার আগের মতই বাস চলবে ।"

বাস কন্ডাক্টর শিবাজী ভট্টাচার্য বলেন, "এই মাসেই তেলের সমস্যা হয়েছে । তাই আমরা বাস বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত ডিপোতেই প্রতি সপ্তাহে তেল আসে । তেলের সমস্যার জন্যই আজকে বাস চালানো বন্ধ হল । কবে চালু হবে বলা যাচ্ছে না ।"

মেদিনীপুর, 15 অগস্ট: এবার তেল সংকটে মেদিনীপুরের এসবিএসটিসি (South Bengal State Transport Corporation) ৷ আর তার জেরে তড়িঘড়ি টিকিট বুকিং বাতিল করে ঝাঁপ নামালো এই সংস্থা (SBSTC Canceled the Booking of Tickets) । মেদিনীপুর থেকে দুর্গাপুর, আসানসোল অথবা কলকাতা, হাওড়া যাওয়ার সরকারি সংস্থা হল এসবিএসটিসি । যা অনেক আরামদায়ক এবং অপেক্ষাকৃত সস্তা । ফলে বেসরকারি বাসের থেকে সরকারি বাসে নির্ধারিত সময়ে পৌঁছনোর ক্ষেত্রে এসবিএসটিসি অনেকটাই নির্ভরযোগ্য সংস্থা ৷

সরকারি এই সংস্থার উপর ভরসা করেই জঙ্গলমহলের হাজার হাজার মানুষ প্রতিদিনই দূর-দূরান্তে পাড়ি দেন । জানা গিয়েছে, মূলত অনলাইনেই টিকিট বুকিং করেন তারা । কখনও বা বাসস্ট্যান্ডের নির্দিষ্ট শাখা থেকে টিকিট কেটে যাত্রা করেন । এইভাবেই বছর পর বছর ধরে জেলা থেকে রাজধানী অথবা জেলা থেকে দূর-দূরান্তে যাতায়াতের অন্যতম ভরসা এসবিএসটিসি । এই এসবিএসটিসির ডিপো করা হয়েছে মেদিনীপুরের কুইকোটা সংলগ্ন এলাকায় । সারাদিনে প্রায় 30 থেকে 40টি বাস দূর-দূরান্তে পাড়ি দেয় এখান থেকেই ।

এসবিএসটিসি-র বাস পরিষেবা বন্ধ হতে যেতে বসেছে জঙ্গলমহলে

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণে অস্থায়ী কর্মী ছাঁটাই, দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর

এদিন সকাল থেকেই টিকিট বুকিং বাতিল করা শুরু করল এই সরকারি সংস্থা । কারণ হিসেবে জানা যায়, তেল ফুরিয়েছে । যার ফলে টিকিট বুকিং বাতিল হয়েছে । কারণ নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহের তেল এখনও এসে পৌঁছয়নি । যার জেরে তেল ছাড়া বাস চলবে কী করে, তাই ভেবে পাচ্ছেন না বাস কন্ডাক্টর ও ড্রাইভাররা । তাই গ্রাহকদের টিকিট না দিয়েই তড়িঘড়ি সব শাখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা । অন্যদিকে, সরকারি সংস্থায় কী করে তেলে ঘাটতি হয় তা নিয়ে ক্ষুব্ধ জঙ্গলমহলের মানুষজন । এদিন বাসের টিকিট না পেয়ে চরম হয়রানিতে পড়েন যাত্রীরা ।

ডিপোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সোমেশ্বর রায় বলেন, "তেল শেষ হয়ে গিয়েছে । তাই টিকিট বুকিং বাতিল করে দিয়েছি । আজকে নামমাত্র কয়েকটি বাস বেরিয়েছে । কিন্তু তেলের সমস্যার জন্যই আমরা বাস চালাতে পারছি না । তেলের সমস্যা মিটে গেলেই আবার আগের মতই বাস চলবে ।"

বাস কন্ডাক্টর শিবাজী ভট্টাচার্য বলেন, "এই মাসেই তেলের সমস্যা হয়েছে । তাই আমরা বাস বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত ডিপোতেই প্রতি সপ্তাহে তেল আসে । তেলের সমস্যার জন্যই আজকে বাস চালানো বন্ধ হল । কবে চালু হবে বলা যাচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.