ETV Bharat / state

Robbery at Jewellery Shop: খড়গপুরে সোনার দোকানে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ মালিক-সহ দুই - সোনার দোকানে ডাকাতি

Robbery at Jewellery Shop in Kharagpur: রেলশহর খড়গপুরে সোনার দোকানে ডাকাতি ৷ শুক্রবার সকালের ঘটনা ৷ বাধা দিতে গেলে মালিককে গুলি ৷ মালিককে বাঁচাতে দিয়ে গুলিবিদ্ধ দোকানের এক কর্মী ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Robbery at Jewellery Shop in Kharagpur
Robbery at Jewellery Shop in Kharagpur
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 3:43 PM IST

Updated : Sep 29, 2023, 6:53 PM IST

খড়গপুরে সোনার দোকানে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ মালিক-সহ দুই

খড়গপুর, 29 সেপ্টেম্বর: সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে রেল শহর খড়গপুরের গোলবাজারে । দোকানের মালিক আশিস দত্ত ও এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি ৷

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার কাজ চলছে ৷ তবে দিনেদুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মধ্য়ে ক্ষোভ ছড়িয়েছে ৷ সাধারণ মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ৷ এ দিকে স্থানীয় তৃণমূল নেতার দাবি, ভিনরাজ্যের দুষ্কৃতিরা এই কাজ করেছে ৷ কারণ, গাড়িতে বিহারের নম্বর প্লেট লাগানো ছিল ৷

Robbery at Jewellery Shop in Kharagpur
ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের গোলবাজারে শুক্রবার সকালে দোকান খোলেন মালিক আশিস দত্ত ও অন্য কর্মীরা ৷ দোকান খোলার কিছুক্ষণ পরই চারজন দোকানে আসেন ৷ ক্রেতা সেজেই তারা দোকানে ঢুকেছিল ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা দোকান লুঠ করে ৷ সেই সময় দোকান মালিক চিৎকার করেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ তিনি গুলিবিদ্ধ হন৷ মালিককে বাঁচাতে গেলে এক কর্মীও গুলিবিদ্ধ হন ৷ তাঁরা এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: দিনেদুপুরে সমবায় ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাতদলের

দোকানের এক কর্মী গৌতম ঘোষ বলেন, ‘‘সকালে দোকান খোলার পরই দুষ্কৃতিরা হানা দেয় দোকানে । তারা সোনার জিনিস দেখতে চাওয়ার অছিলায় হঠাৎ বন্দুক বের করে নেয় এবং কিছু বলার আগেই গুলি চালাতে থাকে । প্রথম দু’টি গুলি লাগে মালিকের শরীরে এবং শেষের গুলিটি লাগে তাঁকে বাঁচাতে যাওয়া এক কর্মচারীর শরীরে ।’’

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট পাঁচজন দুষ্কৃতি ছিল ৷ চারজন দোকানের ভিতরে যায় ৷ একজন গাড়িতে বাইরে অপেক্ষা করছিল ৷ গুলি চালিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ দোকানের কর্মী গৌতম ঘোষ আরও বলেন, ‘‘আমরা ইতিমধ্যে আতঙ্কে রয়েছে । তবে ঠিক কত সোনা বা টাকা-পয়সা নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা, তা এখন আমরা আন্দাজ করে উঠতে পারছি না । খতিয়ে দেখলে বলা যাবে ।’’

Robbery at Jewellery Shop in Kharagpur
দোকানের সামনে ভিড়৷ শুক্রবার খড়গপুরে৷

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘এ দিন দোকান খোলার সময় বিহারের গাড়ির নম্বর প্লেট যুক্ত একটি গাড়িতে করে দুষ্কৃতিরা আসে । তারা সোনার দোকানে ঢুকে মারধর করার পাশাপাশি গুলি চালায় । আর তাতেই গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক-সহ এক কর্মচারী । মূলত, বাধা দিতে গিয়েই এই কর্মচারী আক্রান্ত হন । এই ঘটনায় আমরা হাসপাতালে আহতদের ভরতি করার ক্ষেত্রে সহযোগিতা করেছি ৷ পুলিশকে বলবো আইনমাফিক ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেফতার করে সাজা দিতে ।’’

এদিকে এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় মানুষ থেকে বাজারের ব্যবসায়ীরা ৷ তাঁরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ৷ জানিয়েছেন যে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ যদিও এই বিষয়ে পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন । পুলিশ এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

খড়গপুরে সোনার দোকানে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ মালিক-সহ দুই

খড়গপুর, 29 সেপ্টেম্বর: সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে রেল শহর খড়গপুরের গোলবাজারে । দোকানের মালিক আশিস দত্ত ও এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি ৷

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার কাজ চলছে ৷ তবে দিনেদুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মধ্য়ে ক্ষোভ ছড়িয়েছে ৷ সাধারণ মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ৷ এ দিকে স্থানীয় তৃণমূল নেতার দাবি, ভিনরাজ্যের দুষ্কৃতিরা এই কাজ করেছে ৷ কারণ, গাড়িতে বিহারের নম্বর প্লেট লাগানো ছিল ৷

Robbery at Jewellery Shop in Kharagpur
ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের গোলবাজারে শুক্রবার সকালে দোকান খোলেন মালিক আশিস দত্ত ও অন্য কর্মীরা ৷ দোকান খোলার কিছুক্ষণ পরই চারজন দোকানে আসেন ৷ ক্রেতা সেজেই তারা দোকানে ঢুকেছিল ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা দোকান লুঠ করে ৷ সেই সময় দোকান মালিক চিৎকার করেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ তিনি গুলিবিদ্ধ হন৷ মালিককে বাঁচাতে গেলে এক কর্মীও গুলিবিদ্ধ হন ৷ তাঁরা এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: দিনেদুপুরে সমবায় ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাতদলের

দোকানের এক কর্মী গৌতম ঘোষ বলেন, ‘‘সকালে দোকান খোলার পরই দুষ্কৃতিরা হানা দেয় দোকানে । তারা সোনার জিনিস দেখতে চাওয়ার অছিলায় হঠাৎ বন্দুক বের করে নেয় এবং কিছু বলার আগেই গুলি চালাতে থাকে । প্রথম দু’টি গুলি লাগে মালিকের শরীরে এবং শেষের গুলিটি লাগে তাঁকে বাঁচাতে যাওয়া এক কর্মচারীর শরীরে ।’’

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট পাঁচজন দুষ্কৃতি ছিল ৷ চারজন দোকানের ভিতরে যায় ৷ একজন গাড়িতে বাইরে অপেক্ষা করছিল ৷ গুলি চালিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ দোকানের কর্মী গৌতম ঘোষ আরও বলেন, ‘‘আমরা ইতিমধ্যে আতঙ্কে রয়েছে । তবে ঠিক কত সোনা বা টাকা-পয়সা নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা, তা এখন আমরা আন্দাজ করে উঠতে পারছি না । খতিয়ে দেখলে বলা যাবে ।’’

Robbery at Jewellery Shop in Kharagpur
দোকানের সামনে ভিড়৷ শুক্রবার খড়গপুরে৷

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘এ দিন দোকান খোলার সময় বিহারের গাড়ির নম্বর প্লেট যুক্ত একটি গাড়িতে করে দুষ্কৃতিরা আসে । তারা সোনার দোকানে ঢুকে মারধর করার পাশাপাশি গুলি চালায় । আর তাতেই গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক-সহ এক কর্মচারী । মূলত, বাধা দিতে গিয়েই এই কর্মচারী আক্রান্ত হন । এই ঘটনায় আমরা হাসপাতালে আহতদের ভরতি করার ক্ষেত্রে সহযোগিতা করেছি ৷ পুলিশকে বলবো আইনমাফিক ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেফতার করে সাজা দিতে ।’’

এদিকে এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় মানুষ থেকে বাজারের ব্যবসায়ীরা ৷ তাঁরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ৷ জানিয়েছেন যে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ যদিও এই বিষয়ে পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন । পুলিশ এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

Last Updated : Sep 29, 2023, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.