ETV Bharat / state

Online Exam Demand : এবার অফলাইন পরীক্ষার দাবিতে উত্তাল পশ্চিম মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান কলেজ

রাজা নরেন্দ্রলাল খান কলেজে ছাত্রী বিক্ষোভ ৷ দাবি অনলাইন পরীক্ষা নিতে হবে (Raja Narendra Lal Khan Women College)৷

Raja Narendra Lal Khan Women College
অফলাইন নয়, পরীক্ষা নিতে হবে অনলাইন ! দাবি পড়ুয়াদের
author img

By

Published : Jun 7, 2022, 12:45 PM IST

Updated : Jun 7, 2022, 1:18 PM IST

মেদিনীপুর, 7 জুন : অনলাইন পরীক্ষার দাবিতে রাত পর্যন্ত এবার কলেজ ঘেরাও পশ্চিম মেদিনীপুরে ৷ বিক্ষোভে উত্তাল রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ (Raja Narendra Lal Khan Womens College students demand online exam in West Medinipur)। পড়ুয়াদের দাবি, অফলাইনে নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে । দফায়-দফায় বৈঠকের পরেও করেও মেলেনি সমাধান ।

অনলাইন পরীক্ষার দাবি নিয়ে নরেন্দ্রলাল খান কলেজে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঘেরাও চলল ছাত্রীদের । অতিমারী কাটিয়ে ওঠার পর অনলাইন ছেড়ে অফলাইন পরীক্ষার পথে হাঁটছে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ । চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে নিয়েছে পর্ষদ । কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অনলাইন পরীক্ষার দাবি রাজ্যে সংক্রমণের মতো ছড়াচ্ছে । সেই তালিকায় সংযোজন মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ । সোমবার ছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখান প্রিন্সিপালকে ঘিরে । কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারে চতুর্থ এবং ষষ্ঠ সেমস্টারের পরীক্ষা হবে অফলাইনে । আর তা ঘিরেই বিক্ষোভ ছাত্রীদের মধ্যে ।

জা নরেন্দ্রলাল খান কলেজে ছাত্রী বিক্ষোভ

আরও পড়ুন : রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজে পরিবেশবান্ধব সোলার প্যানেল ট্রি

ছাত্রীদের দাবি, তাদের স্বল্প নোটিশে অফলাইন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যেখানে সমস্ত কলেজে অনলাইন পরীক্ষা এখনও চালু রেখেছে সেখানে এই কলেজে কেন অফলাইনে পরীক্ষা নেওয়া হবে । যদিও তাঁদের দাবিকে গুরুত্ব দেয়নি কলেজ কর্তৃপক্ষ । নির্দেশিকা মেনেই অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তে বহাল রয়েছে কলেজ কর্তৃপক্ষ ।

মেদিনীপুর, 7 জুন : অনলাইন পরীক্ষার দাবিতে রাত পর্যন্ত এবার কলেজ ঘেরাও পশ্চিম মেদিনীপুরে ৷ বিক্ষোভে উত্তাল রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ (Raja Narendra Lal Khan Womens College students demand online exam in West Medinipur)। পড়ুয়াদের দাবি, অফলাইনে নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে । দফায়-দফায় বৈঠকের পরেও করেও মেলেনি সমাধান ।

অনলাইন পরীক্ষার দাবি নিয়ে নরেন্দ্রলাল খান কলেজে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঘেরাও চলল ছাত্রীদের । অতিমারী কাটিয়ে ওঠার পর অনলাইন ছেড়ে অফলাইন পরীক্ষার পথে হাঁটছে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ । চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে নিয়েছে পর্ষদ । কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অনলাইন পরীক্ষার দাবি রাজ্যে সংক্রমণের মতো ছড়াচ্ছে । সেই তালিকায় সংযোজন মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ । সোমবার ছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখান প্রিন্সিপালকে ঘিরে । কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারে চতুর্থ এবং ষষ্ঠ সেমস্টারের পরীক্ষা হবে অফলাইনে । আর তা ঘিরেই বিক্ষোভ ছাত্রীদের মধ্যে ।

জা নরেন্দ্রলাল খান কলেজে ছাত্রী বিক্ষোভ

আরও পড়ুন : রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজে পরিবেশবান্ধব সোলার প্যানেল ট্রি

ছাত্রীদের দাবি, তাদের স্বল্প নোটিশে অফলাইন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যেখানে সমস্ত কলেজে অনলাইন পরীক্ষা এখনও চালু রেখেছে সেখানে এই কলেজে কেন অফলাইনে পরীক্ষা নেওয়া হবে । যদিও তাঁদের দাবিকে গুরুত্ব দেয়নি কলেজ কর্তৃপক্ষ । নির্দেশিকা মেনেই অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তে বহাল রয়েছে কলেজ কর্তৃপক্ষ ।

Last Updated : Jun 7, 2022, 1:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.