ETV Bharat / state

Rail Minister Visits Kharagpur: খড়গপুর ডিভিশনের যাত্রী নিরাপত্তা ও সুরক্ষা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব - করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা

করমণ্ডল এক্সপ্রেস-কাণ্ডের পর এবার রেলের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি মন্ত্রকের ৷ যার সূচনা হচ্ছে খড়গপুর স্টেশন থেকে ৷ যেখান থেকে পূর্ব রেলের একাধিক স্টেশন এবং ভারতের বিভিন্ন প্রান্তের রুটের ট্রেনের গতি ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয় ৷

Rail Minister Visits Kharagpur ETV BHARAT
Rail Minister Visits Kharagpur
author img

By

Published : Jun 21, 2023, 8:58 PM IST

খড়গপুর ডিভিশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

খড়গপুর, 21 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার পূর্বরেল তথা দেশের সবচেয়ে দীর্ঘ রেল স্টেশনের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ বুধবার দুপুরে ওড়িশা থেকে ট্রেনে খড়গপুর পৌঁছন রেলমন্ত্রী ৷ তাঁর এই ঝটিকা সফরে খড়গপুরের ইলেক্ট্রনিক ইন্টার লকিং, সিগন্যালিং এবং তার কন্ট্রোল রুমগুলির ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, পরিকাঠামোগত কী কী বদল প্রয়োজন, তাও নথিভুক্ত করেছেন রেলমন্ত্রী ৷ পাশাপাশি, খড়গপুরের রেল আধিকারিক এবং রেলের ইঞ্জিনিয়ার ও রেল ট্র্যাকের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি ৷

বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ৷ তারপর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ? বিশেষত, বাহানাগা বাজার রেল স্টেশনের ইন্টার লকিং-সহ বালাসরের ওই এলাকার প্রায় 4-5টি স্টেশনের সিগন্যালিং-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা খড়গপুরের অন্তর্গত ৷ এমনকি সিবিআই ওই দুর্ঘটনার তদন্ত করছে ৷ খড়গপুরে দুর্ঘটনার দিন বাহানাগা বাজার রুট নিয়ন্ত্রণের ব্যবহার হওয়া যন্ত্রপাতি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: দুর্ঘটনার পাঁচদিন পর 'অভিশপ্ত' বাহানাগা পেরল করমণ্ডল এক্সপ্রেস

তারপর এবার খড়গপুরের সমগ্র যাত্রী নিরাপত্তা ও সুরক্ষ ব্যবস্থাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রেলমন্ত্রক ৷ এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য খড়গপুর ডিভিশনের নিরাপত্তা অর্থাৎ, ইন্টার লকিং ও সিগন্যালিং-সহ যাবতীয় প্রযুক্তিগত বিষয়বস্তু রয়েছে তার পরিকাঠানো বদলে ফেলার পরিকল্পনা করেছে রেল ৷ রেলমন্ত্রী খড়গপুর ডিভিশনের সমস্ত শাখার ইন্টার লকিং সিস্টেম ও সিগন্যালিং প্রক্রিয়া খতিয়ে দেখেন ৷ এরপর সেগুলির দেখভালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার এবং রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে সেগুলির আরও উন্নতি কীভাবে করা যায় ? তা নিয়ে আলোচনা হয় ৷

আরও পড়ুন: অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

সেই বৈঠক শেষ তিনি জানান, ভারতীয় রেল যাত্রী নিরাপত্তায় সদা তৎপর ৷ বিশেষ করে খড়পুরের মতো ডিভিশনের ক্ষেত্রে যাত্রী নিরাপত্তায় বাড়তি নজরদারি দিতে হবে বলে উল্লেখ করেন অশ্বিনী বৈষ্ণব ৷ এই খড়গপুর ডিভিশনের ইন্টার লকিং এবং সিগন্যালিংয়ের উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার ট্রেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে দেশের অন্যান্য প্রান্তে যায় ৷ যার সঙ্গে লক্ষ লক্ষ যাত্রীর জীবন জড়িয়ে রয়েছে ৷ তাই খড়গপুরের স্টেশন থেকে নিয়ন্ত্রিত হওয়া এই বিস্তর কর্মকাণ্ডকে একটি অত্যাধুনিক রূপ দিতে চাইছে রেলমন্ত্রক ৷ আজ সেই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

খড়গপুর ডিভিশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

খড়গপুর, 21 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার পূর্বরেল তথা দেশের সবচেয়ে দীর্ঘ রেল স্টেশনের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ বুধবার দুপুরে ওড়িশা থেকে ট্রেনে খড়গপুর পৌঁছন রেলমন্ত্রী ৷ তাঁর এই ঝটিকা সফরে খড়গপুরের ইলেক্ট্রনিক ইন্টার লকিং, সিগন্যালিং এবং তার কন্ট্রোল রুমগুলির ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, পরিকাঠামোগত কী কী বদল প্রয়োজন, তাও নথিভুক্ত করেছেন রেলমন্ত্রী ৷ পাশাপাশি, খড়গপুরের রেল আধিকারিক এবং রেলের ইঞ্জিনিয়ার ও রেল ট্র্যাকের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি ৷

বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ৷ তারপর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ? বিশেষত, বাহানাগা বাজার রেল স্টেশনের ইন্টার লকিং-সহ বালাসরের ওই এলাকার প্রায় 4-5টি স্টেশনের সিগন্যালিং-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা খড়গপুরের অন্তর্গত ৷ এমনকি সিবিআই ওই দুর্ঘটনার তদন্ত করছে ৷ খড়গপুরে দুর্ঘটনার দিন বাহানাগা বাজার রুট নিয়ন্ত্রণের ব্যবহার হওয়া যন্ত্রপাতি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: দুর্ঘটনার পাঁচদিন পর 'অভিশপ্ত' বাহানাগা পেরল করমণ্ডল এক্সপ্রেস

তারপর এবার খড়গপুরের সমগ্র যাত্রী নিরাপত্তা ও সুরক্ষ ব্যবস্থাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রেলমন্ত্রক ৷ এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য খড়গপুর ডিভিশনের নিরাপত্তা অর্থাৎ, ইন্টার লকিং ও সিগন্যালিং-সহ যাবতীয় প্রযুক্তিগত বিষয়বস্তু রয়েছে তার পরিকাঠানো বদলে ফেলার পরিকল্পনা করেছে রেল ৷ রেলমন্ত্রী খড়গপুর ডিভিশনের সমস্ত শাখার ইন্টার লকিং সিস্টেম ও সিগন্যালিং প্রক্রিয়া খতিয়ে দেখেন ৷ এরপর সেগুলির দেখভালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার এবং রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে সেগুলির আরও উন্নতি কীভাবে করা যায় ? তা নিয়ে আলোচনা হয় ৷

আরও পড়ুন: অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

সেই বৈঠক শেষ তিনি জানান, ভারতীয় রেল যাত্রী নিরাপত্তায় সদা তৎপর ৷ বিশেষ করে খড়পুরের মতো ডিভিশনের ক্ষেত্রে যাত্রী নিরাপত্তায় বাড়তি নজরদারি দিতে হবে বলে উল্লেখ করেন অশ্বিনী বৈষ্ণব ৷ এই খড়গপুর ডিভিশনের ইন্টার লকিং এবং সিগন্যালিংয়ের উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার ট্রেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে দেশের অন্যান্য প্রান্তে যায় ৷ যার সঙ্গে লক্ষ লক্ষ যাত্রীর জীবন জড়িয়ে রয়েছে ৷ তাই খড়গপুরের স্টেশন থেকে নিয়ন্ত্রিত হওয়া এই বিস্তর কর্মকাণ্ডকে একটি অত্যাধুনিক রূপ দিতে চাইছে রেলমন্ত্রক ৷ আজ সেই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.