দাঁতন, 11 অক্টোবর : হতদরিদ্র পরিবারে মারণ রোগ ক্যানসার (Cancer) আর তাতে খরচ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছিল পরিবার । তাই আবেদন করা হয় সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে (PMO) । সাংসদের অনুরোধ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ওই ক্যানসার আক্রান্তের চিকিৎসায় (Cancer Patient Treatment) ৷ দিলেন তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য। কিছুটা হলেও স্বস্তি পেল পরিবার ।
পশ্চিম মেদিনীপুরের ক্যানসার আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরের তরফে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠানো হল যুবকের চিকিৎসার জন্য । এই মুহূর্তে ওই যুবক মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত বেলদা গ্রামের বছর 24-এর যুবক মারণ রোগ ক্যানসারে আক্রান্ত । হতদরিদ্র পরিবারের ওই যুবকের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় সর্বস্বান্ত হতে হয়েছে ওই পরিবারকে । তাঁরা স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন ।
সাংসদের তরফে গত 22 জুলাই প্রধানমন্ত্রীর দফতরে আবেদন করা হয় । সেই আবেদনে সাড়া দিয়ে গত 16 সেপ্টেম্বর প্রায় 3 লক্ষ টাকা সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতর । সোমবার সেই টাকা অ্যাকাউন্ট মারফত পৌঁছে যায় ওই পরিবারে আর তাতেই কিছুটা হলেও স্বস্তিতে ওই যুবকের পরিবার । এই ঘটনায় স্থানীয় বিজেপির লোকজন সেই কাগজপত্র নিয়ে পৌঁছে যান ওই হতদরিদ্র পরিবারের কাছে এবং পাশে থাকার আশ্বাস দেন ।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও অন্যান্যরা সোমবার যুবকের বাড়িতে গিয়ে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র পৌঁছে দেন । তাঁরা জানান, সাংসদ দিলীপ ঘোষের তরফেই তাঁদের পাঠানো হয়েছে । গৌরীশঙ্কর বলেন, ‘‘প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই অর্থ সাহায্য করা হয়েছে । আমরা মুম্বইতে ওর থাকা ও খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি । এই বয়সেই মারণ রোগে আক্রান্ত হয়েছে মানস ৷ আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক ।’’
প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে খুশি বেলদাবাসী ৷ খুশি বিজেপির নেতা-কর্মীরাও ৷
আরও পড়ুন : ক্যানসারের চিকিৎসায় খরচ সামলাতে নির্দিষ্ট বিমা থাকা জরুরি