ETV Bharat / state

কাল খড়গপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, তৎপরতা তুঙ্গে - মমতা ব্যানার্জী

মঙ্গলবারের বৈঠকের পর রাতেই রওনা দেবেন ঝাড়গ্রামের উদ্দেশে ।

রাত ফুরোলেই জঙ্গল মহলে মুখ্যমন্ত্রী, তৎপরতা তুঙ্গে
রাত ফুরোলেই জঙ্গল মহলে মুখ্যমন্ত্রী, তৎপরতা তুঙ্গে
author img

By

Published : Oct 5, 2020, 7:00 PM IST

খড়্গপুর, 5 অক্টোবর : রাত ফুরোলেই পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খড়্গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন । যা নিয়ে চলছে জোর তৎপরতা । বৈঠকে উপস্থিত সকলের কোরোনা পরীক্ষা পরই প্রবেশ করানো হবে ।

দীর্ঘদিন পর পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী । 2019-এর লোকসভা নির্বাচনের আগে এসেছিলেন তিনি । মঙ্গলবার খড়্গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক সারবেন । বৈঠকে থাকবেন সমস্ত BDO, SDO, পুলিশ কর্তা, DM, SP ও বিধায়ক । সেখানে তিনি জেলার সমস্ত কাজকর্মের খোঁজখবর নেবেন । এছাড়াও নতুন কোনও প্রোজেক্টের কাজ দিতে পারেন বা উদ্বোধন করতে পারেন । তবে এবারের প্রশাসনিক বৈঠক একটু কড়াভাবেই করছে প্রশাসন । নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীদের কোরোনার অ্যান্টিজেন ও RTPCR টেস্ট করা হয়েছে । যাঁরা আগামীকাল বৈঠকে থাকবেন তাঁদেরও পরীক্ষা করেই বৈঠকে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানা গেছে ৷

কাল বিকেল চারটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা । বৈঠকের পর রাতেই রওনা দেবেন ঝাড়গ্রামের উদ্দেশে । সেখানে রাজবাড়িতে রাত কাটানোর পর পরদিন ফের প্রশাসনিক বৈঠকের যোগ দেবেন ।

খড়্গপুর, 5 অক্টোবর : রাত ফুরোলেই পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খড়্গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন । যা নিয়ে চলছে জোর তৎপরতা । বৈঠকে উপস্থিত সকলের কোরোনা পরীক্ষা পরই প্রবেশ করানো হবে ।

দীর্ঘদিন পর পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী । 2019-এর লোকসভা নির্বাচনের আগে এসেছিলেন তিনি । মঙ্গলবার খড়্গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক সারবেন । বৈঠকে থাকবেন সমস্ত BDO, SDO, পুলিশ কর্তা, DM, SP ও বিধায়ক । সেখানে তিনি জেলার সমস্ত কাজকর্মের খোঁজখবর নেবেন । এছাড়াও নতুন কোনও প্রোজেক্টের কাজ দিতে পারেন বা উদ্বোধন করতে পারেন । তবে এবারের প্রশাসনিক বৈঠক একটু কড়াভাবেই করছে প্রশাসন । নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীদের কোরোনার অ্যান্টিজেন ও RTPCR টেস্ট করা হয়েছে । যাঁরা আগামীকাল বৈঠকে থাকবেন তাঁদেরও পরীক্ষা করেই বৈঠকে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানা গেছে ৷

কাল বিকেল চারটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা । বৈঠকের পর রাতেই রওনা দেবেন ঝাড়গ্রামের উদ্দেশে । সেখানে রাজবাড়িতে রাত কাটানোর পর পরদিন ফের প্রশাসনিক বৈঠকের যোগ দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.