মেদিনীপুর, 24 জানুয়ারি: পুকুর মালিক আগেই বলেছিলেন তিনি পুকুর ভরাট করছেন না (Pond Filling Controversy in Paschim Medinipur)৷ যদিও সে সময় স্থানীয় বাসিন্দারা তাঁর কথায় কর্ণপাত করেননি ৷ পুকুর মালিকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ এনে পুকুর সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছিলেন ৷ অবশষে সত্যি হল পুকুর মালিকের কথা ৷ গুজব উড়ল পুকুর ভরাটের ৷ ভরাট নয়, পুকুর কাটছেন হবিবপুর এলাকার বেনে পুকুরের মালিক ৷ তা এলাকাবাসীর কানে যেতেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর ৷ পশ্চিম মেদিনীপুরের বেনে পুকুর এলাকার ঘটনা ৷
পশ্চিম মেদিনীপুরের 1 ও 8 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেনে পুকুর এলাকা। ঘটনাক্রমে বলা যায় কিছুদিন আগে মেদিনীপুর পৌরসভার হবিবপুর বেনেপুকুর এলাকার বেনে পুকুর বোঝানোর অভিযোগে কনস্ট্রাকশন স্টপ করে দিয়েছিল এক নির্দেশিকার মাধ্যমে । পৌরসভার দাবি, এলাকাবাসী অভিযোগ করেছে যে এই পুকুর নাকি বুঝিয়ে ফেলা হচ্ছে প্রামোটিঙের কাজের জন্য। কিন্তু সেই ঘটনার পরই পুকুর মালিক অনিবার্ণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন । তিনি জানিয়েছিলেন যে তিনি পুকুর বোঝাচ্ছেন না ৷ পুকুরের নাব্যতা বাড়াতে মাটি তুলছেন । আর সেই সচেতনতার বার্তা দিতে তিনি এবার এগিয়ে এলেন তিনি । রীতিমতো জেসিবি-র মাধ্যমে পুকুর খননের কাজ শুরু করেছেন । জেসিবি দিয়ে পুকুরের মাটি তুলে পুকুরের গভীরতা বাড়াচ্ছেন ৷ এই পুকুরকে সৌন্দর্যায়নের মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি করা হবে ৷ পুকুরপাড়টি এলাকার বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেবেন ।
পাশপাশি পুকুরের পরিষ্কার জল যাতে এলাকার মানুষ সহজে ব্যবহার করতে পারেন তার জন্য চারটি বড় ঘাটের ব্যবস্থা করবেন ৷ স্থানীয় মানুষজন যাতে জল কষ্টে না ভোগেন এবং জামা কাপড় কাচার সুবিধার্থে বড় পাথর দিয়ে বাধিয়ে দেবেন পুকুর ঘাট । পরবর্তীকালে পুকুরটিকে আরও সৌন্দর্যায়ন করারও ইচ্ছেপ্রকাশ করেছন মালিক । এলাকাবাসীদের বক্তব্য কেউ কেউ অপপ্রচার ও গুজবের মাধ্যমে এই পুকুর কাটার কাজ বন্ধ করে দিয়েছিল, আমরা তার বিরুদ্ধে । কারণ ছোটবেলা থেকে আমরা এই পুকুর ব্যবহার করে এসেছি ৷ পুকুরের গভীরতা বাড়ানোর জন্য আরও জল পরিষ্কার হবে । তাছাড়া এর ফলে পরিষ্কার জল পাব, আমরা এই গুজবের বিরুদ্ধে।
আরও পড়ুন: পুকুর ভরাট করে প্রমোটারি, অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ পৌরসভার
এদিন পুকুর মালিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কিছু মানুষের গুজবের জন্যই কোনও কিছু না-বুঝে এই কাজ বন্ধ করে দিয়েছে মেদিনীপুর পৌরসভা । আমরা এলাকার মানুষের সুবিধার্থেই কাজ করেছি । সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি করেই মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলব।
এই এলাকার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, "গুজবের জন্যই এই পুকুর খননের কাজ বন্ধ হয়ে গিয়েছিল । পৌরসভা ও ভুল করে নির্দেশিকা জারি করে দিয়েছিল । আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব এবং পুকুরের এই নাব্যতা বাড়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবে এই বেনেপুকুর এলাকার হাজার-হাজার মানুষ ৷"