ETV Bharat / state

সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন, আট থেকে আশির ভিড় মেদিনীপুর কলেজ মাঠে

মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবছর ধুমাধাম করে সরস্বতী পুজো হয় ৷ প্রতিবছরই বাগদেবীর আরাধনার পাশাপাশি কার্টুন আঁকা হয় এবং বিভিন্ন ছড়া ও কবিতাও লেখা হয় । এবারও তার ব্যতিক্রম হল না । ছড়া সহ সেই কার্টুনে মমতা, মোদি, শুভেন্দু তো রয়েছেই, বাদ যায়নি রাজ্যপালও ।

author img

By

Published : Jan 29, 2020, 9:34 PM IST

political-leaders-cartoon-in-swaraswati-pujo
সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন

মেদিনীপুর, 29 জানুয়ারি: সরস্বতী পুজোয় ট্র্যাডিশন বজায় রাখল মেদিনীপুরের কলেজ স্কোয়ার ৷ পুরানো রীতি বজায় রেখে সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের আঁকা কার্টুনে সেজে উঠেছে কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকা ৷ সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান-বাম সহ রাজ্যপালও ৷ যা দেখতে মেদিনীপুর কলেজ মাঠে ভিড় জমিয়েছে জেলাবাসী ।

মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবছর ধুমাধাম করে সরস্বতী পুজো হয় ৷ প্রতিবছরই বাগদেবীর আরাধনার পাশাপাশি কার্টুন আঁকা হয় এবং বিভিন্ন ছড়া ও কবিতাও লেখা হয় । এবারও তার ব্যতিক্রম হল না । ছড়া সহ সেই কার্টুনে মমতা, মোদি, শুভেন্দু তো রয়েছেই, বাদ যায়নি রাজ্যপালও । কোথাও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কানের দুল পরিয়ে দিলু বৌদি সাজিয়ে দিয়েছে ,কোথাও বা মমতার-মোদির সখ্যতা নিয়ে লেখা হয়েছে কবিতা ৷ এভাবে তৃণমূল-সিপিএম-কংগ্রেস-BJP সহ সমস্ত দলের পোস্টার ফেস্টুন এবং কার্টুন দেখা গেল মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে । সেই কার্টুন ও ছড়া দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি । এই প্রসঙ্গে ক্লাব কর্তাদের বক্তব্য, শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য কার্টুনের মাধ্যমে গম্ভীর বিষয় লঘু আকারে তুলে ধরা হয় ৷ বিগত কয়েকবছর ধরে এই ট্র্যাডিশন চলে আসছে ৷ সেই রীতি আজও বজায় রয়েছে ।

সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন

মেদিনীপুর, 29 জানুয়ারি: সরস্বতী পুজোয় ট্র্যাডিশন বজায় রাখল মেদিনীপুরের কলেজ স্কোয়ার ৷ পুরানো রীতি বজায় রেখে সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের আঁকা কার্টুনে সেজে উঠেছে কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকা ৷ সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান-বাম সহ রাজ্যপালও ৷ যা দেখতে মেদিনীপুর কলেজ মাঠে ভিড় জমিয়েছে জেলাবাসী ।

মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবছর ধুমাধাম করে সরস্বতী পুজো হয় ৷ প্রতিবছরই বাগদেবীর আরাধনার পাশাপাশি কার্টুন আঁকা হয় এবং বিভিন্ন ছড়া ও কবিতাও লেখা হয় । এবারও তার ব্যতিক্রম হল না । ছড়া সহ সেই কার্টুনে মমতা, মোদি, শুভেন্দু তো রয়েছেই, বাদ যায়নি রাজ্যপালও । কোথাও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কানের দুল পরিয়ে দিলু বৌদি সাজিয়ে দিয়েছে ,কোথাও বা মমতার-মোদির সখ্যতা নিয়ে লেখা হয়েছে কবিতা ৷ এভাবে তৃণমূল-সিপিএম-কংগ্রেস-BJP সহ সমস্ত দলের পোস্টার ফেস্টুন এবং কার্টুন দেখা গেল মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে । সেই কার্টুন ও ছড়া দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি । এই প্রসঙ্গে ক্লাব কর্তাদের বক্তব্য, শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য কার্টুনের মাধ্যমে গম্ভীর বিষয় লঘু আকারে তুলে ধরা হয় ৷ বিগত কয়েকবছর ধরে এই ট্র্যাডিশন চলে আসছে ৷ সেই রীতি আজও বজায় রয়েছে ।

সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন
Intro:পুরানো রীতিকে কাজে লাগিয়ে ট্রাডিশনাল বজায় রাখল কলেজ স্কোয়ার , পুরানো ট্রাডিশন কে বজায় রেখে সরস্বতী পুজোয় কাটুন কলেজ স্কোয়ারে আর সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান বাম সহ রাজ্যপালের কার্টুন যা দেখতে ভিড় জমিয়েছেন জেলাবাসী ।


Body: পুরানো রীতিকে কাজে লাগিয়ে ট্রাডিশনাল বজায় রাখল কলেজ স্কোয়ার , পুরানো ট্রাডিশন কে বজায় রেখে সরস্বতী পুজোয় কাটুন কলেজ স্কোয়ারে আর সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান বাম সহ রাজ্যপালের কার্টুন যা দেখতে ভিড় জমিয়েছেন জেলাবাসী ।

মেদিনীপুর শহরের কথা জেলার ঐতিহ্য পূর্ণ সরস্বতী পূজা হয় মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় । প্রতি বছরের জন্য কার্টুন আঁকা হয় সাথে কার্টুনের বিভিন্ন ছড়া ও কবিতা লেখা । এবারও তার ব্যতিক্রম ঘটেনি । এবারও ছড়া সহ কাটুনে মমতা ,মোদি ,শুভেন্দু এমন কি বাদ যায় নি রাজ্যপাল পর্যন্ত । প্রত্যেকের কাটুনের ছড়া এবং সামঞ্জস্য করে ছবি পোস্ট দিয়েছেন পুজো প্যান্ডেল কর্তৃপক্ষ । কোথায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কানের দুল পরিয়ে দিলু বৌদি সাজিয়ে দিয়েছে ,কোথাও বা মমতার মোদির সঙ্গে সলিড শেটিংয়ের কবিতা লেখা হয়েছে । সেখানে লেখা হয়েছে 'এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মাগার ,তেরা সাথ না ছোড়েঙ্গে । কোথায় ও লিখেছে কোটি টাকা খেয়েছে পদ্মর হাওয়াই চটি ,ভাই ভাইপো কোটিপতি । রাজ্যপাল জগদীপ ধনকর কে নিয়ে ছবি দিয়ে কবিতা লেখা হয়েছে । এভাবে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সহ সমস্ত দলের পোস্টার ফেস্টুন এবং কার্টুন দেখা গেল মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে । সেই কার্টুন ও ছড়া দেখতে ভিড় জমেছে আট থেকে আশি । প্রতিবছর হাজার হাজার মানুষ এই খানে ভীড় জমায় যার প্রধান কারণ এই কার্টুন । যদিও এই বছর কার্টুনের সংখ্যা কম ,তবে কম এর মধ্যে যে পরিমাণ কার্টুন আঁকা আছে তাতে ভিড় জমিয়েছেন জেলার মানুষ । কার্টুন প্রসঙ্গে ক্লাব কর্তাদের বক্তব্য মানুষের মনোরঞ্জনের জন্য এবং দেশের বর্তমান অবস্থা বোঝাতে আমরা কার্টুনের মাধ্যমে তাদের কাছে তুলে ধরি ,বিগত বছরের ট্রাডিশনাল আজ ও আমরা বজায় রেখেছি । কলেজ স্কোযারে আসা দর্শনার্থীদের ও বক্তব্য খুব ভালো উপভোগ করলাম ।


Conclusion:পুরানো রীতিকে কাজে লাগিয়ে ট্রাডিশনাল বজায় রাখল কলেজ স্কোয়ার , পুরানো ট্রাডিশন কে বজায় রেখে সরস্বতী পুজোয় কাটুন কলেজ স্কোয়ারে আর সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান বাম সহ রাজ্যপালের কার্টুন যা দেখতে ভিড় জমিয়েছেন জেলাবাসী ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.