চন্দ্রকোনা, 13 এপ্রিল : পুলিশের তৎপরতায় গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই ভিন জেলার হাট থেকে উদ্ধার করা হল 3টি গরু এবং গ্রেফতার করা হয়েছে 2 জন গরু চোরকে (Stolen Cows Rescued by Police) ।
গরু চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সীতাশোল গ্রামে । ঘটনাক্রমে জানা গিয়েছে, সীতাশোল গ্রামের পেশায় কৃষক সুশান্ত ঘোষ মঙ্গলবার সাতসকালে বাড়ির গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাঁর 3টি গরু নেই । যার আনুমানিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা । তিনি বুঝতে পারেন গরুগুলি চুরি গিয়েছে ৷ দ্রুত তিনি খবর দেন চন্দ্রকোনা থানায় ও রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে । খবর পেয়েই যত তাড়াতাড়ি সম্ভব তদন্তে নামে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ৷ খোঁজ চালান গরুর মালিক সুশান্ত ঘোষও নিজেও ।
আরও পড়ুন: Hanskhali Rape Murder: বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি
চন্দ্রকোনার সীতাশোল থেকে চুরি করা 2টি গরুকে বর্ধমানের রায়না থানার শেয়ারবাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়া যায় । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ভিন জেলার সেই বাজার থেকে হাতেনাতে গরু সমেত চোরদের ধরে।
মঙ্গলবার রাতেই পুলিশ গরুর মালিক সুশান্ত ঘোষের হাতে গরুগুলি তুলে দেয় । পুলিশ জানায়, ধৃত দুই গরু চোর চন্দ্রকোনার বাসিন্দা । ধৃতরা হল শেখ আব্দুল্লাহ, বাড়ি চন্দ্রকোনার অর্জুনগেড়িয়া এবং অপরজন সেখ সরফুদ্দিনের বাড়ি চন্দ্রকোনার হাটপুকুর গ্রামে । ধৃতদের আজ ঘাটাল আদালতে পাঠায় পুলিশ ।
দিন দিন গরু চুরির ঘটনা বাড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছিল এলাকার মানুষজনের ৷ কিন্তু এই ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি চুরি হওয়া গরুর মালিক-সহ এলাকার মানুষজন ।
আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ধাবায় বসে হত্যার ছক ! তপন কান্দু খুনে প্রথম গ্রেফতার সিবিআইয়ের