ETV Bharat / state

Stolen Cows Rescued in Chandrakona : পুলিশের তৎপরতায় চুরি যাওয়া গরু উদ্ধার চন্দ্রকোনায় - Stolen Cow Rescued by Police

কয়েক লক্ষ টাকার চুরি হওয়া গরু পুলিশের তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যে উদ্ধার (stolen cows worth lakhs of rupees were rescued) ৷ ধৃত 2 গরু চোর ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ৷

cow thief arrests
cow thief
author img

By

Published : Apr 13, 2022, 5:57 PM IST

চন্দ্রকোনা, 13 এপ্রিল : পুলিশের তৎপরতায় গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই ভিন জেলার হাট থেকে উদ্ধার করা হল 3টি গরু এবং গ্রেফতার করা হয়েছে 2 জন গরু চোরকে (Stolen Cows Rescued by Police) ।

গরু চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সীতাশোল গ্রামে । ঘটনাক্রমে জানা গিয়েছে, সীতাশোল গ্রামের পেশায় কৃষক সুশান্ত ঘোষ মঙ্গলবার সাতসকালে বাড়ির গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাঁর 3টি গরু নেই । যার আনুমানিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা । তিনি বুঝতে পারেন গরুগুলি চুরি গিয়েছে ৷ দ্রুত তিনি খবর দেন চন্দ্রকোনা থানায় ও রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে । খবর পেয়েই যত তাড়াতাড়ি সম্ভব তদন্তে নামে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ৷ খোঁজ চালান গরুর মালিক সুশান্ত ঘোষও নিজেও ।

আরও পড়ুন: Hanskhali Rape Murder: বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি

চন্দ্রকোনার সীতাশোল থেকে চুরি করা 2টি গরুকে বর্ধমানের রায়না থানার শেয়ারবাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়া যায় । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ভিন জেলার সেই বাজার থেকে হাতেনাতে গরু সমেত চোরদের ধরে।

পুলিশের তৎপরতায় চুরি যাওয়া গরু উদ্ধার চন্দ্রকোনায়

মঙ্গলবার রাতেই পুলিশ গরুর মালিক সুশান্ত ঘোষের হাতে গরুগুলি তুলে দেয় । পুলিশ জানায়, ধৃত দুই গরু চোর চন্দ্রকোনার বাসিন্দা । ধৃতরা হল শেখ আব্দুল্লাহ, বাড়ি চন্দ্রকোনার অর্জুনগেড়িয়া এবং অপরজন সেখ সরফুদ্দিনের বাড়ি চন্দ্রকোনার হাটপুকুর গ্রামে । ধৃতদের আজ ঘাটাল আদালতে পাঠায় পুলিশ ।

দিন দিন গরু চুরির ঘটনা বাড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছিল এলাকার মানুষজনের ৷ কিন্তু এই ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি চুরি হওয়া গরুর মালিক-সহ এলাকার মানুষজন ।

আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ধাবায় বসে হত্যার ছক ! তপন কান্দু খুনে প্রথম গ্রেফতার সিবিআইয়ের

চন্দ্রকোনা, 13 এপ্রিল : পুলিশের তৎপরতায় গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই ভিন জেলার হাট থেকে উদ্ধার করা হল 3টি গরু এবং গ্রেফতার করা হয়েছে 2 জন গরু চোরকে (Stolen Cows Rescued by Police) ।

গরু চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সীতাশোল গ্রামে । ঘটনাক্রমে জানা গিয়েছে, সীতাশোল গ্রামের পেশায় কৃষক সুশান্ত ঘোষ মঙ্গলবার সাতসকালে বাড়ির গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাঁর 3টি গরু নেই । যার আনুমানিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা । তিনি বুঝতে পারেন গরুগুলি চুরি গিয়েছে ৷ দ্রুত তিনি খবর দেন চন্দ্রকোনা থানায় ও রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে । খবর পেয়েই যত তাড়াতাড়ি সম্ভব তদন্তে নামে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ৷ খোঁজ চালান গরুর মালিক সুশান্ত ঘোষও নিজেও ।

আরও পড়ুন: Hanskhali Rape Murder: বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি

চন্দ্রকোনার সীতাশোল থেকে চুরি করা 2টি গরুকে বর্ধমানের রায়না থানার শেয়ারবাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়া যায় । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ভিন জেলার সেই বাজার থেকে হাতেনাতে গরু সমেত চোরদের ধরে।

পুলিশের তৎপরতায় চুরি যাওয়া গরু উদ্ধার চন্দ্রকোনায়

মঙ্গলবার রাতেই পুলিশ গরুর মালিক সুশান্ত ঘোষের হাতে গরুগুলি তুলে দেয় । পুলিশ জানায়, ধৃত দুই গরু চোর চন্দ্রকোনার বাসিন্দা । ধৃতরা হল শেখ আব্দুল্লাহ, বাড়ি চন্দ্রকোনার অর্জুনগেড়িয়া এবং অপরজন সেখ সরফুদ্দিনের বাড়ি চন্দ্রকোনার হাটপুকুর গ্রামে । ধৃতদের আজ ঘাটাল আদালতে পাঠায় পুলিশ ।

দিন দিন গরু চুরির ঘটনা বাড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছিল এলাকার মানুষজনের ৷ কিন্তু এই ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি চুরি হওয়া গরুর মালিক-সহ এলাকার মানুষজন ।

আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ধাবায় বসে হত্যার ছক ! তপন কান্দু খুনে প্রথম গ্রেফতার সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.