ETV Bharat / state

মেদিনীপুর ও ডেবরায় একাধিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 5 - police arrests 5 people with arms

মেদিনীপুর ও ডেবরায় পুলিশি অভিযানে ধরা পড়ল 5 দুষ্কৃতী ৷ উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ৷

উদ্ধার হওয়া অস্ত্র
author img

By

Published : Aug 3, 2019, 6:10 AM IST

মেদিনীপুর ও ডেবরা, 3 অগাস্ট : মেদিনীপুর ও ডেবরায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মেদিনীপুরের পাল বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম ৷ সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র ৷ গতকালই ডেবরা থানার কয়েকটি এলাকায়ও অভিযান চালায় পুলিশ ৷ সেখানে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি বন্দুক ও কার্তুজসহ চার চাকার গাড়ি ৷

কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ আবার চুরির ঘটনাও বেড়েছে ৷ এই অবস্থায় দুষ্কৃতীদের ধরতে তৎপর হয় পুলিশ ৷

গতকাল 5 দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "আমরা তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে পারছি না ৷ শুধু এটুকুই বলব, দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে আমাদের কাছে বেশ কিছু খবর ছিল ৷ আর তাই নিয়ে আমরা একটি টিম তৈরি করি ৷ সেই টিম তৈরি করার পর আমরা অভিযানে নামি ৷ জেলার দুটি জায়গা থেকে মোট পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র , কার্তুজ, একটি চার চাকার গাড়ি এবং একটি মোটরবাইক ৷"

বাজেয়াপ্ত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি বন্দুক , দুটি ডবল ব্যারেল ফায়ার আর্মস , দুটি কান্ট্রি মেড ফায়ার আর্মস , সাত রাউন্ড কার্তুজ , 21টি বন্দুক বানানোর ব্যারেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷

মেদিনীপুর ও ডেবরা, 3 অগাস্ট : মেদিনীপুর ও ডেবরায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মেদিনীপুরের পাল বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম ৷ সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র ৷ গতকালই ডেবরা থানার কয়েকটি এলাকায়ও অভিযান চালায় পুলিশ ৷ সেখানে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি বন্দুক ও কার্তুজসহ চার চাকার গাড়ি ৷

কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ আবার চুরির ঘটনাও বেড়েছে ৷ এই অবস্থায় দুষ্কৃতীদের ধরতে তৎপর হয় পুলিশ ৷

গতকাল 5 দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "আমরা তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে পারছি না ৷ শুধু এটুকুই বলব, দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে আমাদের কাছে বেশ কিছু খবর ছিল ৷ আর তাই নিয়ে আমরা একটি টিম তৈরি করি ৷ সেই টিম তৈরি করার পর আমরা অভিযানে নামি ৷ জেলার দুটি জায়গা থেকে মোট পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র , কার্তুজ, একটি চার চাকার গাড়ি এবং একটি মোটরবাইক ৷"

বাজেয়াপ্ত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি বন্দুক , দুটি ডবল ব্যারেল ফায়ার আর্মস , দুটি কান্ট্রি মেড ফায়ার আর্মস , সাত রাউন্ড কার্তুজ , 21টি বন্দুক বানানোর ব্যারেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷

Intro:ফের পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল বন্দুক সহ একাধিক অস্ত্রশস্ত্র ,গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল পশ্চিম মেদিনীপুর কোতোয়ালী পুলিশ ,বন্দুক কার্তুজের পাশাপাশি গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে l Body:ফের পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল বন্দুক সহ একাধিক অস্ত্রশস্ত্র ,গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল পশ্চিম মেদিনীপুর কোতোয়ালী পুলিশ ,বন্দুক কার্তুজের পাশাপাশি গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে l

বলা যায় যে পশ্চিম মেদিনীপুরের অভিযানে নেমে অস্ত্রশস্ত্রসহ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করলো মেদিনীপুর কোতোয়ালী পুলিশ l দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ,দুটি ডবল ব্যারেল ফায়ার আর্মস ,দুটি কান্ট্রি মেড ফায়ার আর্মস , সাত রাউন্ড কার্তুজ , 21 টি বন্দুক বানানোর ব্যারেল সহ তৈরির সরঞ্জাম ,একটি চার চাকার গাড়ি ,একটি দু চাকার গাড়ি l ঘটনা সুত্রে জানা যায় গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে l এ ছাড়াও চুরি ছিনতাইয়ের ঘটনায় কিছুটা অস্বস্তিতে ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ l বারবার দাবি উঠেছিল এলাকার টহলদারির l সেই ঘটনা কে সামনে রেখে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালির পাল বাড়ি এলাকায় অভিযান চালায় একটি বিশেষ টিম l সেখান থেকে বন্দুক ও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে l একই অভিযান চালায় এই দিন ডেবরা থানার বেশ কিছু এলাকায় সেখান থেকে দুই দুষ্কৃতী সহ উদ্ধার করা হয় একটি বন্দুক ও কার্তুজসহ চার চাকার গাড়ি l এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য l যদিও পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে কিছু বলতে খুব একটা বলতে রাজি হয় নি সাংবাদিকদের কাছে l এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানান আমরা তদন্তের স্বার্থে কিছু বলতে পারছি না ,শুধু এটুকুই বলবো গোপন সূত্রে আমাদের খবর ছিল ,এই জেলার বেশ কিছু অ্যাক্টিভিটি নিয়ে l আর তাই নিয়ে আমরা একটি টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করার পর আমরা অভিযানে নামি এবং জেলার দুটি জায়গা থেকে মোট পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার এর পাশাপাশি উদ্ধার করেছি বেশ কিছু অস্ত্র শস্ত্র ,কার্তুজ একটি চার চাকার গাড়ি এবং একটি দুই চাকার বাইক l আমরা তদন্ত করার পর বিষয়টি আপনাদের জানাবো l Conclusion:ফের পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল বন্দুক সহ একাধিক অস্ত্রশস্ত্র ,গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল পশ্চিম মেদিনীপুর কোতোয়ালী পুলিশ ,বন্দুক কার্তুজের পাশাপাশি গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.