চন্দ্রকোণা, 1 জুলাই : বাস পরিষেবা শুরুর প্রথম দিনেই ভোগান্তি ঘাটাল-চন্দ্রকোণা রুটে । সরকার 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দিলেও সরকারি ও বেসরকারি বাসের দেখা মিলছে না । ফলে চরম ভোগান্তি যাত্রীদের । বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাস না চলা নিয়ে উঠছে প্রশ্ন ।
প্রথম দিনেই চন্দ্রকোণায় দেখা নেই বেসরকারি যাত্রীবাহী বাসের । সেই সঙ্গে সারি দিয়ে সরকারি বাসও দাঁড়িয়ে রয়েছে । বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ও ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষীরপাই বাস টার্মিনাসেও সার দিয়ে দাঁড়িয়ে একাধিক সরকারি বাস ।
দীর্ঘদিন পর আজ থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার । বৃহস্পতিবার সকালেই দেখা গেল রাজ্য সড়ক ফাঁকা ৷ ঘাটাল ও চন্দ্রকোণা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস । পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার ব্যস্ততম রাস্তা ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-চন্দ্রকোণা রোড রাজ্য সড়ক । সেই সড়কে দেখা মেলেনি সরকারি বা বেসরকারি বাসের ।
ইন্টার অ্যান্ড ইন্টার রিজিওন বাস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য প্রভাত পানের বক্তব্য, সরকার 50% যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস চালানোর অনুমতি দিয়েছে ৷ কিন্তু বর্তমানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কম সংখ্যক যাত্রী নিয়ে গাড়ি চালানো তাঁদের পক্ষে সম্ভব নয় । ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে 200টির বেশি বাস চলাচল করে । সেখানে আজ 12 টি বাস রাস্তায় নেমেছে বলে জানিয়েছেন প্রভাতবাবু । তাঁর আরও দাবি, সরকার শ্রমিক ও মালিকদের দিকে না তাকালে পরিবহণ শিল্প ধ্বংসের পথে চলে যাবে ।
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চন্দ্রকোণা শাখার সভাপতি রিন্টু খাঁড়া বলেন , " চন্দ্রকোণা সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে আজ কোনও বাস রুটে চলছে না । "
আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়
এদিকে ক্ষীরপাইয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস । জানা গেছে , এই বাস টার্মিনাল থেকে 14টি বাস বিভিন্ন রুটে চলাচল করে । বাস টার্মিনাসের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, আজ একটিমাত্র গাড়ি ক্ষীরপাই ডিপো থেকে ধর্মতলা গেছে । অন্য বাসগুলি চালানোর কোনও অনুমতি আসেনি । এখন প্রশ্ন উঠছে, সরকারি সিদ্ধান্তের পরও সরকারি বাসগুলি কেন দাঁড়িয়ে রয়েছে বাস টার্মিনাসে?