ETV Bharat / state

Palashi Primary School: খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছে পলাশী প্রাথমিক বিদ্যালয় - পলাশী প্রাথমিক বিদ্যালয়

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা ফিরিয়ে আনা হয়েছে এই স্কুলে (Palashi Primary School) ৷ মজার খেলার ছলে পড়ুয়ারা পাচ্ছে নতুন নতুন পাঠ ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মাধ্যমে ৷

Palashi Primary School
পলাশী প্রাথমিক বিদ্যালয়
author img

By

Published : Feb 25, 2023, 11:01 PM IST

পলাশী প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

খড়গপুর, 25 ফেব্রুয়ারি: কচিকাঁচাদের মনোসংযোগ ও বুদ্ধি বাড়াতে জঙ্গলমহলের পুরানো খেলাগুলিকে ফিরিয়ে আনছে পলাশী প্রাথমিক বিদ্যালয় (Palashi Primary School) । স্মার্টফোনের দাপটে হারিয়ে যাচ্ছে ছোটবেলা ৷ অত্যধিক মোবাইল ফোন ব্যবহারের প্রভাব পড়ছে শিশুদের মানসিকতায় ৷ তাই এবার খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছে পলাশী প্রাথমিক বিদ্যালয় ৷ খেলার ছলে বুদ্ধির বিকাশ ঘটানো হচ্ছে পড়ুয়াদের ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । মোবাইল স্মার্টফোনের দাপটে হারিয়ে গিয়েছে বহু কিছু ৷ তার মধ্যে অন্যতম হল কিশোর এবং খুদেদের জঙ্গলমহলের কিছু রীতিনীতি ও খেলাধুলা । তাই এই খেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ।

জঙ্গলমহলের পুরনো খেলাগুলি ভুলে গিয়েছে এখনকারের খুদে পড়ুয়ারা । তাই খড়গপুর গ্রামীণের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই নয়া উদ্যোগ ৷ যার মাধ্যমে সেই হারিয়ে যাওয়া খেলাধুলো ফিরিয়ে আনছে তারা খুদেদের কাছে । প্রতিদিন ক্লাসের পর পড়ুয়াদের দিয়ে হাডুডু, কিতকিত,সাত গুটি,কুমির ডাঙ্গা,লাফদড়ি,খাবো খাবো-সহ বিভিন্ন ধরনের খেলা করানো হচ্ছে ৷ কবিতা ও ছড়ার মাধ্যমে মজার এই খেলাগুলি করাচ্ছেন শিক্ষকেরাই । উদ্দেশ্য, এই খুদে কচি কাঁচাদের মানসিক বিকাশ ও সংযোগ আনা । কচিকাঁচারা খেলার ছলেই স্কুলে তাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে (School teaches children through games) ।

Palashi Primary School
পলাশী প্রাথমিক বিদ্যালয়

উল্লেখ্য, এই পলাশী প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে 133 জন খুদে ছাত্র-ছাত্রী রয়েছে । যাদের শিক্ষাদানের জন্য রয়েছে পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা । তবে এই স্কুলের ইতিহাস উজ্জ্বল । কারণ বিভিন্ন সময় রকমারি উপস্থাপনা করে এই স্কুল পেয়েছে বিভিন্ন পুরস্কার ও অ্যাওয়ার্ড । 2017 সালে পায় নির্মল বিদ্যালয় পুরস্কার ৷ 2019 সালে পায় শিশু মিত্র পুরস্কার । এছাড়াও জেলাস্তরীয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 ‌পেয়েছে এই বিদ্যালয় ।

Palashi Primary School
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা ফিরিয়ে আনা হয়েছে
Palashi Primary School
খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা

এই খেলার ছলে পড়ার উদ্যোক্তা স্কুলের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র । তিনি বলেন, "স্মার্টফোনের দাপটে হারিয়ে গিয়েছে কচিকাঁচাদের খেলা । এই খেলা 1980- 90 দশকের মানসিক বিকাশ ঘটাতো । আমরা পড়ুয়াদের সেই পড়ার পাশাপাশি খেলার ছলে বুদ্ধির বিকাশের ঘটানোর চেষ্টা করছি । যাতে স্মার্ট ফোন ছেড়ে তারা আবার খেলামুখী হয়ে ওঠে ।" স্কুলের এই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে পোস্ট এর পরেই অনেকেই মন্তব্য করেন । অনেকেই বলেন, পুরনো দিনের চিরস্মরণীয় সেই খেলা এবং ছোটবেলা মনে করে দিয়েছে এই পোস্ট ।

আরও পড়ুন: পড়ুয়া ও শিক্ষকদের প্রচেষ্টায় স্কুলে সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা

পলাশী প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

খড়গপুর, 25 ফেব্রুয়ারি: কচিকাঁচাদের মনোসংযোগ ও বুদ্ধি বাড়াতে জঙ্গলমহলের পুরানো খেলাগুলিকে ফিরিয়ে আনছে পলাশী প্রাথমিক বিদ্যালয় (Palashi Primary School) । স্মার্টফোনের দাপটে হারিয়ে যাচ্ছে ছোটবেলা ৷ অত্যধিক মোবাইল ফোন ব্যবহারের প্রভাব পড়ছে শিশুদের মানসিকতায় ৷ তাই এবার খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছে পলাশী প্রাথমিক বিদ্যালয় ৷ খেলার ছলে বুদ্ধির বিকাশ ঘটানো হচ্ছে পড়ুয়াদের ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । মোবাইল স্মার্টফোনের দাপটে হারিয়ে গিয়েছে বহু কিছু ৷ তার মধ্যে অন্যতম হল কিশোর এবং খুদেদের জঙ্গলমহলের কিছু রীতিনীতি ও খেলাধুলা । তাই এই খেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ।

জঙ্গলমহলের পুরনো খেলাগুলি ভুলে গিয়েছে এখনকারের খুদে পড়ুয়ারা । তাই খড়গপুর গ্রামীণের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই নয়া উদ্যোগ ৷ যার মাধ্যমে সেই হারিয়ে যাওয়া খেলাধুলো ফিরিয়ে আনছে তারা খুদেদের কাছে । প্রতিদিন ক্লাসের পর পড়ুয়াদের দিয়ে হাডুডু, কিতকিত,সাত গুটি,কুমির ডাঙ্গা,লাফদড়ি,খাবো খাবো-সহ বিভিন্ন ধরনের খেলা করানো হচ্ছে ৷ কবিতা ও ছড়ার মাধ্যমে মজার এই খেলাগুলি করাচ্ছেন শিক্ষকেরাই । উদ্দেশ্য, এই খুদে কচি কাঁচাদের মানসিক বিকাশ ও সংযোগ আনা । কচিকাঁচারা খেলার ছলেই স্কুলে তাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে (School teaches children through games) ।

Palashi Primary School
পলাশী প্রাথমিক বিদ্যালয়

উল্লেখ্য, এই পলাশী প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে 133 জন খুদে ছাত্র-ছাত্রী রয়েছে । যাদের শিক্ষাদানের জন্য রয়েছে পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা । তবে এই স্কুলের ইতিহাস উজ্জ্বল । কারণ বিভিন্ন সময় রকমারি উপস্থাপনা করে এই স্কুল পেয়েছে বিভিন্ন পুরস্কার ও অ্যাওয়ার্ড । 2017 সালে পায় নির্মল বিদ্যালয় পুরস্কার ৷ 2019 সালে পায় শিশু মিত্র পুরস্কার । এছাড়াও জেলাস্তরীয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 ‌পেয়েছে এই বিদ্যালয় ।

Palashi Primary School
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা ফিরিয়ে আনা হয়েছে
Palashi Primary School
খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা

এই খেলার ছলে পড়ার উদ্যোক্তা স্কুলের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র । তিনি বলেন, "স্মার্টফোনের দাপটে হারিয়ে গিয়েছে কচিকাঁচাদের খেলা । এই খেলা 1980- 90 দশকের মানসিক বিকাশ ঘটাতো । আমরা পড়ুয়াদের সেই পড়ার পাশাপাশি খেলার ছলে বুদ্ধির বিকাশের ঘটানোর চেষ্টা করছি । যাতে স্মার্ট ফোন ছেড়ে তারা আবার খেলামুখী হয়ে ওঠে ।" স্কুলের এই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে পোস্ট এর পরেই অনেকেই মন্তব্য করেন । অনেকেই বলেন, পুরনো দিনের চিরস্মরণীয় সেই খেলা এবং ছোটবেলা মনে করে দিয়েছে এই পোস্ট ।

আরও পড়ুন: পড়ুয়া ও শিক্ষকদের প্রচেষ্টায় স্কুলে সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.