ETV Bharat / state

Murder in Paschim Medinipur: রেল শহরে শুট আউট! ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার অভিযুক্ত - অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

রেল শহর খড়গপুরে বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীর ৷ সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 11, 2023, 7:36 AM IST

Updated : Jul 11, 2023, 7:45 AM IST

খড়গপুর, 11 জুলাই: রেল শহর খড়্গপুরে শুট আউট । সোমবার রাতে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি করে গুলি চালায় এক দুষ্কৃতী ৷ মৃতের নামে সঞ্জীব যাদব ওরফে জিলা ছটু (31) ৷ রাত 10টা নাগাদ খড়গপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই অস্ত্র-সহ সোনু মিশ্রা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সোমবার খুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেখানে থেকেই অভিযুক্ততে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা প্রসঙ্গেই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "খড়গপুর শহরে একটি শুট আউটের ঘটনা ঘটেছে । তাতে একজনের মৃত্যু হয়েছে । অস্ত্র সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । আমরা তদন্ত চালাচ্ছি ।" ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছ পুলিশ ৷

আরও পডুন: দিনহাটায় গুলিবিদ্ধ 3 বিজেপি সমর্থক, আহত আরও 2

প্রসঙ্গত, এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছিল রামবাবু নামে এক রেল মাফিয়া ৷ তার বিরুদ্ধে রেলের বিভিন্ন যাত্রাংশ চুরির অভিযোগ ছিল ৷ দীর্ঘ সময় জেলে কাটিয়ে সম্প্রতি তিনি ছাডা পেয়েছেন ৷ তার পরেই এলাকায় খুন খারাপির ঘটনা বেড়েছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ ৷ তারপর থেকেই আতঙ্কে আছেন শাসকদলের পৌরপ্রতিনিধি পূজা নাইডু ৷ তাঁর স্বামী শ্রীনু নাইডুকে খুনের অভিযোগ আছে এই রামবাবুর বিরুদ্ধে। সবমিলিয়ে এদিনের খুনের ঘটনায় বামবাবু বা তার অনুগামীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

খড়গপুর, 11 জুলাই: রেল শহর খড়্গপুরে শুট আউট । সোমবার রাতে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি করে গুলি চালায় এক দুষ্কৃতী ৷ মৃতের নামে সঞ্জীব যাদব ওরফে জিলা ছটু (31) ৷ রাত 10টা নাগাদ খড়গপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই অস্ত্র-সহ সোনু মিশ্রা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সোমবার খুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেখানে থেকেই অভিযুক্ততে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা প্রসঙ্গেই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "খড়গপুর শহরে একটি শুট আউটের ঘটনা ঘটেছে । তাতে একজনের মৃত্যু হয়েছে । অস্ত্র সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । আমরা তদন্ত চালাচ্ছি ।" ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছ পুলিশ ৷

আরও পডুন: দিনহাটায় গুলিবিদ্ধ 3 বিজেপি সমর্থক, আহত আরও 2

প্রসঙ্গত, এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছিল রামবাবু নামে এক রেল মাফিয়া ৷ তার বিরুদ্ধে রেলের বিভিন্ন যাত্রাংশ চুরির অভিযোগ ছিল ৷ দীর্ঘ সময় জেলে কাটিয়ে সম্প্রতি তিনি ছাডা পেয়েছেন ৷ তার পরেই এলাকায় খুন খারাপির ঘটনা বেড়েছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ ৷ তারপর থেকেই আতঙ্কে আছেন শাসকদলের পৌরপ্রতিনিধি পূজা নাইডু ৷ তাঁর স্বামী শ্রীনু নাইডুকে খুনের অভিযোগ আছে এই রামবাবুর বিরুদ্ধে। সবমিলিয়ে এদিনের খুনের ঘটনায় বামবাবু বা তার অনুগামীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

Last Updated : Jul 11, 2023, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.