খাকুড়দা, 4 অগাস্ট : মেদিনীপুর-দিঘা 5 নম্বর রাজ্য সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু একজনের । আহত গাড়িচালক সহ চার । লকডাউনে রাস্তা ফাঁকা ছিল । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে যায় গাড়িটি । ওই গাড়িতে লাগানো ছিল পুলিশের স্টিকার । কিন্তু কোনও পুলিশকর্মী গাড়িতে ছিলেন না । তদন্ত শুরু করেছে পুলিশ ।
আহতদের প্রাথমিক ভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে মেদিনীপুরে কোনও এক ব্যক্তিকে ছেড়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয় ওই গাড়িটি l চাউলখোলা যাওয়ার সময় রাস্তা ফাঁকা ছিল । দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি l কিন্তু পূর্ব মেদিনীপুর ঢোকার আগে খাকুড়দায় নিয়ন্ত্রণ হারায় l পাশের নয়ানজুলিতে পড়ে যায় l ওই গাড়িতে পাঁচজন ছিল । মৃত্যু হয় শেখ তেজামুলের । বাকি চারজন গুরুতর আহত হন l আহত গাড়ির চালকও l
স্থানীয় মানুষ ঘটনা স্থানে পৌঁছান । খবর দেওয়া হয় বেলদা থানায় l আসে বেলদা পুলিশ l আহতদের উদ্ধার করা হয় l গাড়িতে পুলিশ স্টিকার লাগানো থাকলেও গাড়িতে কোনও পুলিশকর্মী ছিলেন না l তবে গাড়িতে কেন পুলিশের স্টিকার লাগানো ছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ l
ওই গাড়িতেই ছিলেন সন্তোষ বেরা । দুর্ঘটনায় আহত হন তিনি । বলেন, "আমরা পূর্ব মেদিনীপুরে উদ্দেশে রওনা হয়েছিলাম l তবে কী হল জানি না l গাড়িচালক জানেন l" গাড়িতে কেন পুলিশের স্টিকার লাগানো ছিল সে বিষয়ে কিছু বলতে না রাজ সন্তোষ l
লকডাউনে ফাঁকা রাস্তায় দুর্ঘটনা । পুলিশের স্টিকার লাগিয়ে কোথায় যাচ্ছিলেন সন্তোষ এবং তাঁর সহযাত্রীরা সেই বিষয়ে সন্দেহ রয়েছে l সবকিছু খতিয়ে দেখছে বেলদা পুলিশ l