কেশপুর(পশ্চিম মেদিনীপুর), 3 মে: তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ৷ দেবের তুতো ভাইয়ের বিরুদ্ধে মন্ত্রী শিউলি সাহা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এরপরি প্রাণহানির আশংকা করছেন বিক্রম অধিকারী । তাঁকে গুলি করে খুন করা হতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন দেবের ভাই । ভয়ে নিজেকে গৃহবন্দি করার কথাও জানালেন তিনি ৷
প্রসঙ্গত, সরকারি আবাস যোজনা পেতে দিতে হয়েছে কাটমানি ৷ দিনদু'য়েক আগেই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী । তাঁর অভিযোগের নিশানায় ছিলেন মন্ত্রী শিউলি সাহা এবং এলাকার তৃণমূলের ছোট বড় নেতা-সহ স্থানীয় নেতৃত্ব । শুধু তাই নয়, তিনি এও অভিযোগ করেছিলেন এই কাটমানি নেওয়া হয়েছে তাঁর কাছ থেকেও ৷ তাঁর নাম করেই কাটমানি তুলছে এলাকার তৃণমূল নেতৃত্ব । এই ঘটনার পর জল অনেক দূর গড়িয়েছে । সাংসদ দেব ও মন্ত্রী শিউলি সাহার পদত্যাগ দাবি করে পথে নেমেছে বিজেপি ।
আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেবের ভাইয়ের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মন্ত্রী শিউলি সাহা । ফলে শাসকদল তৃণমূল এবং বিক্রম অধিকারীর মধ্যে কার্যত লড়াই শুরু হয়েছে । বিক্রম অধিকারীর বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরেই তিনি এবার খুন হওয়ার আশংকা প্রকাশ করলেন । তিনি এও জানান, এখন পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাঁকে । বিক্রম অধিকারী বলেন, "সত্যি কথা বলার দায়ে ঘরছাড়া হওয়ার আশংকা করছি ।"
একইসঙ্গে তাঁর দাবি, পথে-ঘাটে গুলি করে খুন করা হতে পারে তাঁকে । প্রাণনাশের আশংকা নিয়ে পুলিশেরও দ্বারস্থ হতে পারছেন না তিনি বলে জানা । পুলিশে জানালে বাড়তে পারে সমস্যা, দাবি করেছেন বিক্রম ৷ এই ভয়ে কার্যত গৃহবন্দি অভিনেতা দেবের ভাই ও তাঁর পরিবার । দেবের ভাইয়ের চাঞ্চল্যকর দাবি ঘিরে ফের শোরগোল কেশপুরের মহিষদা গ্রামে । আর এই ইস্যুতে শাসকদলের মধ্যে গোষ্ঠীকোন্দলের জেরে এলাকায় চাপা উত্তেজনা ।
আরও পড়ুন: তাঁকে শিখণ্ডি করে 'সেটেলমেন্ট' করছে তৃণমূল! বিস্ফোরক দেবের ভাই