ETV Bharat / state

জলমগ্ন ঘাটাল পরিদর্শনে দেব, দিলেন সাহায্যের আশ্বাস

author img

By

Published : Jun 23, 2021, 6:37 AM IST

এদিন সাংসদ দেব বলেন, "রাজ্য ও কেন্দ্রের সমস্যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আটকে আছে । আমি বহুবার চেষ্টা করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার ৷ কিন্তু কোনও একটি কারণে এই কাজ বন্ধ রয়েছে ।

জলমগ্ন ঘাটাল, পরিস্থিতি পরিদর্শনে দেব
জলমগ্ন ঘাটাল, পরিস্থিতি পরিদর্শনে দেব

ঘাটাল, 23 জুন: প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘাটালের মনসুকায় বন্যায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ৷ ঝুমি নদীর দু-পাড়ের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন ৷ সাহায্যের আশ্বাস দেন ।

মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে ঘাটাল ব্লকের মনসুকা চাতালে পৌঁছান দেব ৷ চাতালে বন্যার জমা জল থাকায় প্রশাসনের নৌকায় চেপে, পরে পায়ে হেঁটে মনসুকা গ্রাম পঞ্চায়েত দফতরে যান তিনি । সেখানে বন্যাদুর্গত বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন । এরপর পায়ে হেঁটে মনসুকা বাজার যান ৷ সেখান থেকে নৌকায় করে ঝুমি নদী পার হয়ে মনসুকার অপরপ্রান্তের গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলেন দেব । পরে ফিরে যান ঘাটালে।

জলমগ্ন ঘাটাল পরিদর্শনে দেব

এদিন সাংসদ দেব বলেন, "রাজ্য ও কেন্দ্রের সমস্যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আটকে আছে । আমি বহুবার চেষ্টা করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার ৷ কিন্তু কোনও একটি কারণে কাজ বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি এলাকার মানুষদের সাহায্য করতে ।" সাংসদ আরও বলেন "যাদের পাকা বাড়ি আছে তাদের কাঁচা মাটির বাড়ির লোকেদের আশ্রয় দেওয়ার আবেদন করছি । আমরা সরকারিভাবে জেলা প্রশাসনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । শুকনো খাবার, ত্রিপল পৌঁছে দেওয়া হচ্ছে । জলমগ্ন মানুষদের ত্রাণশিবিরে নিয়ে আসা হচ্ছে ।"

সাংসদ জানান, দ্রুত ভেঙে যাওয়া বাঁশের ব্রিজগুলো সারিয়ে তোলার ব্যবস্থা করা হবে । এছাড়া দু-পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা হচ্ছে । বন্যা কমলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিভাবে করা যায় তা নিয়েও ভাবনাচিন্তা করা হবে ।

এদিকে দেব আসার আগেই এলাকায় এভিবিপির তরফে সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ে ৷ পোস্টারে উল্লেখ করা হয়, ঘাটালে মাস্টার প্ল্যান তৃণমূল নেতাদের কারসাজির জন্যেই হচ্ছে না ।

ঘাটাল, 23 জুন: প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘাটালের মনসুকায় বন্যায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ৷ ঝুমি নদীর দু-পাড়ের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন ৷ সাহায্যের আশ্বাস দেন ।

মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে ঘাটাল ব্লকের মনসুকা চাতালে পৌঁছান দেব ৷ চাতালে বন্যার জমা জল থাকায় প্রশাসনের নৌকায় চেপে, পরে পায়ে হেঁটে মনসুকা গ্রাম পঞ্চায়েত দফতরে যান তিনি । সেখানে বন্যাদুর্গত বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন । এরপর পায়ে হেঁটে মনসুকা বাজার যান ৷ সেখান থেকে নৌকায় করে ঝুমি নদী পার হয়ে মনসুকার অপরপ্রান্তের গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলেন দেব । পরে ফিরে যান ঘাটালে।

জলমগ্ন ঘাটাল পরিদর্শনে দেব

এদিন সাংসদ দেব বলেন, "রাজ্য ও কেন্দ্রের সমস্যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আটকে আছে । আমি বহুবার চেষ্টা করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার ৷ কিন্তু কোনও একটি কারণে কাজ বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি এলাকার মানুষদের সাহায্য করতে ।" সাংসদ আরও বলেন "যাদের পাকা বাড়ি আছে তাদের কাঁচা মাটির বাড়ির লোকেদের আশ্রয় দেওয়ার আবেদন করছি । আমরা সরকারিভাবে জেলা প্রশাসনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । শুকনো খাবার, ত্রিপল পৌঁছে দেওয়া হচ্ছে । জলমগ্ন মানুষদের ত্রাণশিবিরে নিয়ে আসা হচ্ছে ।"

সাংসদ জানান, দ্রুত ভেঙে যাওয়া বাঁশের ব্রিজগুলো সারিয়ে তোলার ব্যবস্থা করা হবে । এছাড়া দু-পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা হচ্ছে । বন্যা কমলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিভাবে করা যায় তা নিয়েও ভাবনাচিন্তা করা হবে ।

এদিকে দেব আসার আগেই এলাকায় এভিবিপির তরফে সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ে ৷ পোস্টারে উল্লেখ করা হয়, ঘাটালে মাস্টার প্ল্যান তৃণমূল নেতাদের কারসাজির জন্যেই হচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.