পশ্চিম মেদিনীপুর, 2 মে : কীর্তন অনুষ্ঠানে গিয়ে প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী । সোমবার গোয়ালতোড়ের কিয়ামাচাতে ঘটনাটি ঘটেছে ৷ অসুস্থরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থলে ব্লক প্রশাসন-সহ ব্লক স্বাস্থ্যকর্মীরা যান পরিস্থিতি খতিয়ে দেখতে (more than 100 people fall sick after eating prasad) ৷
জানা গিয়েছে, গ্রামবাসীদের উদ্যোগে চলছিল কীর্তনানুষ্ঠান ৷ সোমবার ছিল শেষ দিন । আর এই শেষদিনে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক গ্রামবাসী ৷ অসুস্থদের মধ্যে ডায়েরিয়ার লক্ষণ দেখা যায় ৷ তাঁদের প্রথমে কেওয়াকোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ বেশ কয়েকজন গ্রামবাসীর অবস্থার অবনতি হওয়ায় তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনাস্থলে বিডিও সহ ব্লক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন ৷
আরও পড়ুন: 200 People Sick In Iftar: খাদ্যে বিষক্রিয়া, ইফতারের পর অসুস্থ 200
এক গ্রামবাসী জানান, গত কয়েকদিন ধরে চলছিল এই অনুষ্ঠান চলছিল। আজ ছিল তার শেষ দিন ৷ গ্রামবাসীরাই প্রসাদ বিতরণ করছিল ৷ সেই প্রসাদ খেয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ সকলেরই ডায়েরিয়ার লক্ষণ দেখা যায় ৷