ETV Bharat / state

Durga Puja 2022: জুনের 20, দিলীপের 8 ! পুজো উদ্বোধনে সাংসদকে পিছনে ফেলে এগিয়ে বিধায়ক - MLA June Malia Ahead of MP Dilip Ghosh

পুজোতেও আমরা ওরা । তবে বছরখানেকের নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয়তার নিরিখে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে পিছনে ফেলে শীর্ষে এগিয়ে গেলেন জুন মালিয়া (June Malia Ahead of Dilip Ghosh in Inauguration)। যেখানে তৃণমূল বিধায়ক জেলায় উদ্বোধনের ডাক পেয়েছেন 20টি, অপরদিকে বিজেপির দিলীপ ঘোষ পেয়েছেন মাত্র 8টি ।

Durga Puja 2022
পুজো উদ্বোধনে সাংসদকে পিছনে ফেলে এগিয়ে বিধায়িকা
author img

By

Published : Sep 30, 2022, 6:40 PM IST

মেদিনীপুর, 30 সেপ্টেম্বর: বাংলা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাে ৷ আর এই দুর্গাপুজোতেও আমরা ওরার দ্বন্দ্ব লেগেই রইল জেলায় । তবে আমরা-ওরার দ্বন্দ্বে পুজাে উদ্বোধনে এগিয়ে থাকলেন অভিনেত্রী তথা দিদির ভরসাযোগ্য বিধায়িকা জুন মালিয়া (June Malia) । আর তা ঘিরেই যথেষ্ট উৎসাহিত তৃণমূল ।

আরও পড়ুন: 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গক্রমে বলা যায়, গোটা রাজ্যজুড়ে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী বিজেপি দ্বন্দ্ব চরমে । শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) দ্বন্দ্ব চিরকাল ।যদিও সাতটি বিধানসভার ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন দিলীপ ঘোষ । তবে তিনি যথেষ্ট দাঁত ফোটাতে পারেনি সেভাবে জেলায় । যেখানে 2021-এর নির্বাচনে মাত্র একটি বিধানসভায় জয়ী অভিনেত্রী জুন মালিয়া । বছর খানেকের মধ্যে জুন যথেষ্টভাবে জায়গা দখল করে নিয়েছে মেদিনীপুরবাসীর কাছে । তাই মেদিনীপুর বিধানসভার ভরসাযোগ্য মুখই জুন বলে মনে করছে অনেকেই । যদিও জুনের উপরেই ভরসা রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সম্প্রতি খড়গপুরের বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে জুনের দ্বন্দ্বে উলটে শ্রীকান্তকেই ক্ষমা চাইতে দেখা গিয়েছে এবং দিদির কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নিয়েছেন জুন-শ্রীকান্ত দ্বন্দ্ব । যদিও জুন মালিয়া-শ্রীকান্ত মাহাতোর দ্বন্দ্বকে গুরুত্ব দিতে নারাজ । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতিকে জুনকে দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছেন গত বৈঠকে ।

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু

সূত্র অনুযায়ী, জুনের এই জনপ্রিয়তায় এবারে জুন মালিয়া গোটা মেদিনীপুর জেলা জুড়ে পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন প্রায় কুড়িটি । অপরদিকে, দীর্ঘদিনের সঙ্গী এবং প্রধান বিরোধী মুখ সাংসদ বিজেপির দিলীপ ঘোষ পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন মাত্র 8টি । যেখানে বেশির ভাগটাই রয়েছে খড়গপুরে । দিলীপ ঘোষের সর্ব সাকুল্যে মেদিনীপুরে একটি পুজো, বেলদা, খড়গপুর মিলিয়ে 7টি পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন । যদিও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পুজাে উদ্বোধনের ডাক পেয়েছেন তিনটি । মেদিনীপুর 2টি বেলদাতে একটি । অপরদিকে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন নাম মাত্র ।

অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে মেদিনীপুরের বিধায়িকা হয়েও জুন ডাক পেয়েছেন পিড়াকাটা, বেলদা, শালবনী মেদিনীপুর-সহ ভিন্ন ভিন্ন জায়গায় । সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ছাড়িয়ে এই মুহূর্তে মেদিনীপুরেই উচ্চ আসনে রয়েছেন জুন ।

মেদিনীপুর, 30 সেপ্টেম্বর: বাংলা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাে ৷ আর এই দুর্গাপুজোতেও আমরা ওরার দ্বন্দ্ব লেগেই রইল জেলায় । তবে আমরা-ওরার দ্বন্দ্বে পুজাে উদ্বোধনে এগিয়ে থাকলেন অভিনেত্রী তথা দিদির ভরসাযোগ্য বিধায়িকা জুন মালিয়া (June Malia) । আর তা ঘিরেই যথেষ্ট উৎসাহিত তৃণমূল ।

আরও পড়ুন: 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গক্রমে বলা যায়, গোটা রাজ্যজুড়ে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী বিজেপি দ্বন্দ্ব চরমে । শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) দ্বন্দ্ব চিরকাল ।যদিও সাতটি বিধানসভার ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন দিলীপ ঘোষ । তবে তিনি যথেষ্ট দাঁত ফোটাতে পারেনি সেভাবে জেলায় । যেখানে 2021-এর নির্বাচনে মাত্র একটি বিধানসভায় জয়ী অভিনেত্রী জুন মালিয়া । বছর খানেকের মধ্যে জুন যথেষ্টভাবে জায়গা দখল করে নিয়েছে মেদিনীপুরবাসীর কাছে । তাই মেদিনীপুর বিধানসভার ভরসাযোগ্য মুখই জুন বলে মনে করছে অনেকেই । যদিও জুনের উপরেই ভরসা রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সম্প্রতি খড়গপুরের বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে জুনের দ্বন্দ্বে উলটে শ্রীকান্তকেই ক্ষমা চাইতে দেখা গিয়েছে এবং দিদির কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নিয়েছেন জুন-শ্রীকান্ত দ্বন্দ্ব । যদিও জুন মালিয়া-শ্রীকান্ত মাহাতোর দ্বন্দ্বকে গুরুত্ব দিতে নারাজ । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতিকে জুনকে দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছেন গত বৈঠকে ।

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু

সূত্র অনুযায়ী, জুনের এই জনপ্রিয়তায় এবারে জুন মালিয়া গোটা মেদিনীপুর জেলা জুড়ে পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন প্রায় কুড়িটি । অপরদিকে, দীর্ঘদিনের সঙ্গী এবং প্রধান বিরোধী মুখ সাংসদ বিজেপির দিলীপ ঘোষ পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন মাত্র 8টি । যেখানে বেশির ভাগটাই রয়েছে খড়গপুরে । দিলীপ ঘোষের সর্ব সাকুল্যে মেদিনীপুরে একটি পুজো, বেলদা, খড়গপুর মিলিয়ে 7টি পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন । যদিও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পুজাে উদ্বোধনের ডাক পেয়েছেন তিনটি । মেদিনীপুর 2টি বেলদাতে একটি । অপরদিকে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন নাম মাত্র ।

অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে মেদিনীপুরের বিধায়িকা হয়েও জুন ডাক পেয়েছেন পিড়াকাটা, বেলদা, শালবনী মেদিনীপুর-সহ ভিন্ন ভিন্ন জায়গায় । সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ছাড়িয়ে এই মুহূর্তে মেদিনীপুরেই উচ্চ আসনে রয়েছেন জুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.