মেদিনীপুর, 30 সেপ্টেম্বর: বাংলা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাে ৷ আর এই দুর্গাপুজোতেও আমরা ওরার দ্বন্দ্ব লেগেই রইল জেলায় । তবে আমরা-ওরার দ্বন্দ্বে পুজাে উদ্বোধনে এগিয়ে থাকলেন অভিনেত্রী তথা দিদির ভরসাযোগ্য বিধায়িকা জুন মালিয়া (June Malia) । আর তা ঘিরেই যথেষ্ট উৎসাহিত তৃণমূল ।
আরও পড়ুন: 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের
প্রসঙ্গক্রমে বলা যায়, গোটা রাজ্যজুড়ে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী বিজেপি দ্বন্দ্ব চরমে । শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) দ্বন্দ্ব চিরকাল ।যদিও সাতটি বিধানসভার ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন দিলীপ ঘোষ । তবে তিনি যথেষ্ট দাঁত ফোটাতে পারেনি সেভাবে জেলায় । যেখানে 2021-এর নির্বাচনে মাত্র একটি বিধানসভায় জয়ী অভিনেত্রী জুন মালিয়া । বছর খানেকের মধ্যে জুন যথেষ্টভাবে জায়গা দখল করে নিয়েছে মেদিনীপুরবাসীর কাছে । তাই মেদিনীপুর বিধানসভার ভরসাযোগ্য মুখই জুন বলে মনে করছে অনেকেই । যদিও জুনের উপরেই ভরসা রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সম্প্রতি খড়গপুরের বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে জুনের দ্বন্দ্বে উলটে শ্রীকান্তকেই ক্ষমা চাইতে দেখা গিয়েছে এবং দিদির কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নিয়েছেন জুন-শ্রীকান্ত দ্বন্দ্ব । যদিও জুন মালিয়া-শ্রীকান্ত মাহাতোর দ্বন্দ্বকে গুরুত্ব দিতে নারাজ । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতিকে জুনকে দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছেন গত বৈঠকে ।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু
সূত্র অনুযায়ী, জুনের এই জনপ্রিয়তায় এবারে জুন মালিয়া গোটা মেদিনীপুর জেলা জুড়ে পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন প্রায় কুড়িটি । অপরদিকে, দীর্ঘদিনের সঙ্গী এবং প্রধান বিরোধী মুখ সাংসদ বিজেপির দিলীপ ঘোষ পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন মাত্র 8টি । যেখানে বেশির ভাগটাই রয়েছে খড়গপুরে । দিলীপ ঘোষের সর্ব সাকুল্যে মেদিনীপুরে একটি পুজো, বেলদা, খড়গপুর মিলিয়ে 7টি পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন । যদিও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পুজাে উদ্বোধনের ডাক পেয়েছেন তিনটি । মেদিনীপুর 2টি বেলদাতে একটি । অপরদিকে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন নাম মাত্র ।
অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে মেদিনীপুরের বিধায়িকা হয়েও জুন ডাক পেয়েছেন পিড়াকাটা, বেলদা, শালবনী মেদিনীপুর-সহ ভিন্ন ভিন্ন জায়গায় । সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ছাড়িয়ে এই মুহূর্তে মেদিনীপুরেই উচ্চ আসনে রয়েছেন জুন ।