ETV Bharat / state

Purified Drinking Water Tank : বাবা-মায়ের স্মৃতিতে দাসপুরে পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক দান রাকেশের

author img

By

Published : Jan 8, 2022, 5:58 PM IST

মন্দির নয়, মা-বাবার স্মৃতিতে দাসপুর গোপীগঞ্জ বাজারে পানীয় জলের ট্যাঙ্ক বসালেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রাকেশ ভকত (Man Install Purified Drinking Water Tank in Daspur) ৷ জানালেন, সাধারণ মানুষের কাজে লাগবে এমন কিছু করতে চেয়েছিলেন ৷ তাই মানুষের সেবায় 1 হাজার লিটারের পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন তিনি (Purified Drinking Water Tank in Parents Memory) ৷

Man Install Purified Drinking Water Tank
Man Install Purified Drinking Water Tank

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 8 জানুয়ারি : বাবা-মা’র স্মৃতির উদ্দেশ্যে পথচলতি মানুষদের জন্য পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক বসালেন দাসপুর গোপীগঞ্জের বাসিন্দা রাকেশ ভকত (Purified Drinking Water Tank in Parents Memory) ৷ গোপীগঞ্জ বাজারে আসা মানুষজনের স্বার্থের কথা ভেবে নিজের অর্থ খরচ করে এই হাজার লিটারের জলের ট্যাঙ্ক বসিয়েছেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রাকেশ ৷ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপীগঞ্জ বাজারে আসা ক্রেত-বিক্রেতা সকলে (Man Install Purified Drinking Water Tank in Daspur) ৷

পশ্চিম মেদিনীপুরের দাসপুর গোপীগঞ্জের বাসিন্দা বছর 52’র রাকেশ ভকত ৷ মা মারা গিয়েছে 24 বছর আগে আর বাবা প্রায় 12 বছর হল ৷ তাই মা ও বাবার স্মৃতিতে গোপীগঞ্জ বাজারে একটি পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক বসালেন রাকেশ ৷ জানালেন, সাধারণ মানুষের উপকারে আসবে, এমন ভেবেই মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে এই জলের ট্যাঙ্ক বসিয়েছেন তিনি ৷ যে জলের ট্যাঙ্ক তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছেন রাকেশ ভকত ৷

বাবা-মায়ের স্মৃতিতে দাসপুরে পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক দান রাকেশের

হাওড়া গ্রামীণ এলাকা থেকে নদী পেরিয়ে বহু মানুষ দাসপুরের গোপীগঞ্জের বাজারে আসেন ৷ পথে তাঁদের পানীয় জলের কষ্ট যাতে না হয় সেই ভাবনা থেকেই এই কাজ করা বলে জানিয়েছেন রাকেশ ভকত ৷ তবে, শুধু হাওড়া নয়, দাসপুর তথা পশ্চিম মেদিনীপুরের বহু মানুষ গোপীগঞ্জের বাজারে যান ৷ তাঁরাও এই পানীয় জলের সুবিধা নিতে পারবেন ৷

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

রাকেশের উদ্যোগে তাই তাঁর বাবা প্রায়ত দুলালচন্দ্র ভকত এবং মা রামরতি ভকতের নামে এখন দাসপুরের লোকমুখে ঘুরছে ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইকবাল কাদের জানান, প্রশাসনের তরফে জলের ট্যাঙ্ক করার কথা ছিল ৷ কিন্তু, রাকেশ ভকত নিজের বাবা ও মায়ের স্মৃতিতে এই জলের ট্যাঙ্ক করেছেন ৷ তাই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ এমনকি অতীতেও, এমন অনেক দান ধ্যান তিনি করেছেন বলে জানান ওই জনপ্রতিনিধি ৷

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 8 জানুয়ারি : বাবা-মা’র স্মৃতির উদ্দেশ্যে পথচলতি মানুষদের জন্য পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক বসালেন দাসপুর গোপীগঞ্জের বাসিন্দা রাকেশ ভকত (Purified Drinking Water Tank in Parents Memory) ৷ গোপীগঞ্জ বাজারে আসা মানুষজনের স্বার্থের কথা ভেবে নিজের অর্থ খরচ করে এই হাজার লিটারের জলের ট্যাঙ্ক বসিয়েছেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রাকেশ ৷ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপীগঞ্জ বাজারে আসা ক্রেত-বিক্রেতা সকলে (Man Install Purified Drinking Water Tank in Daspur) ৷

পশ্চিম মেদিনীপুরের দাসপুর গোপীগঞ্জের বাসিন্দা বছর 52’র রাকেশ ভকত ৷ মা মারা গিয়েছে 24 বছর আগে আর বাবা প্রায় 12 বছর হল ৷ তাই মা ও বাবার স্মৃতিতে গোপীগঞ্জ বাজারে একটি পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক বসালেন রাকেশ ৷ জানালেন, সাধারণ মানুষের উপকারে আসবে, এমন ভেবেই মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে এই জলের ট্যাঙ্ক বসিয়েছেন তিনি ৷ যে জলের ট্যাঙ্ক তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছেন রাকেশ ভকত ৷

বাবা-মায়ের স্মৃতিতে দাসপুরে পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক দান রাকেশের

হাওড়া গ্রামীণ এলাকা থেকে নদী পেরিয়ে বহু মানুষ দাসপুরের গোপীগঞ্জের বাজারে আসেন ৷ পথে তাঁদের পানীয় জলের কষ্ট যাতে না হয় সেই ভাবনা থেকেই এই কাজ করা বলে জানিয়েছেন রাকেশ ভকত ৷ তবে, শুধু হাওড়া নয়, দাসপুর তথা পশ্চিম মেদিনীপুরের বহু মানুষ গোপীগঞ্জের বাজারে যান ৷ তাঁরাও এই পানীয় জলের সুবিধা নিতে পারবেন ৷

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

রাকেশের উদ্যোগে তাই তাঁর বাবা প্রায়ত দুলালচন্দ্র ভকত এবং মা রামরতি ভকতের নামে এখন দাসপুরের লোকমুখে ঘুরছে ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইকবাল কাদের জানান, প্রশাসনের তরফে জলের ট্যাঙ্ক করার কথা ছিল ৷ কিন্তু, রাকেশ ভকত নিজের বাবা ও মায়ের স্মৃতিতে এই জলের ট্যাঙ্ক করেছেন ৷ তাই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ এমনকি অতীতেও, এমন অনেক দান ধ্যান তিনি করেছেন বলে জানান ওই জনপ্রতিনিধি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.