মেদিনীপুর, 17 মে : মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে এসে জেলা পরিষদ সভাধিপতি তথা গড়বেতার বিধায়ক উত্তরা সিং হাজরাকে কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is angry on Paschim Medinipur Zila Parishad Sabhadhipati) ৷ না শোধরালে উত্তরা সিং হাজরাকে জেলা পরিষদের পদ থেকে তিনি সরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা এদিন জানান, জেলা পরিষদ সভাধিপতির বিরুদ্ধে তাঁর কাছেও একাধিক অভিযোগ জমা পড়েছে ৷
এদিনের সভায় মুখ্যমন্ত্রী উত্তরা সিং হাজরার উদ্দেশ্যে বলেন, "উত্তরা তোমার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে ৷ তুমি ঠিক মতো কাজ কর, একমাস সময় দিচ্ছি ৷ তার মধ্যে যদি না শোধরাও আমি তাহলে জেলা পরিষদ পাল্টে দেব ৷" সরকারের টাকা জেলা পরিষদকে সমবন্টন করতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এখনও কেন জেলা পরিষদে দু'জন কর্মাধ্যক্ষ নিয়োগ হল না, মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের মুখেও পড়তে হয় উত্তরা সিং হাজরাকে ৷
আরও পড়ুন : আরএসএস প্রধানকে মিষ্টি খাওয়ানোর পরামর্শ মমতার
গড়বেতায় বেআইনিভাবে জঙ্গলের গাছ কাটার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন পুলিশ, বন দফতরের যারাই এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ বালি পাচার, মাটি কাটা বন্ধ হয়েছে কি না এদিন জেলা পুলিশের থেকে সেই খোঁজও নেন মুখ্যমন্ত্রী ৷