মেদিনীপুর, 18 মে : মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরের কর্মিসভা থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম নিয়ে সরব হন তিনি ৷ যেখানে জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর অভিযোগে মোদি সরকারকে একহাত নেন মমতা (Mamata Banerjee Criticises Center Over Medicine Price Hike) ৷ প্রসঙ্গত, 2022-23 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রায় 800টি জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই প্রসঙ্গেই এ দিন কেন্দ্রকে একহাত নেন মমতা ৷
মমতা এ দিন বলেন, ‘‘আটশো ওষুধের দাম বেড়েছে ৷ সুগার, কিডনির ওষুধের দাম মারাত্মক দামী হয়েছে ৷ ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস ৷ বহু মানুষ সুগার, প্রেসারের ওষুধ খান ৷ তার দাম বাড়িয়ে দেওয়া হল ৷ মানুষের পকেট কেন্দ্র সরকার লুঠ করছে ৷ এই সরকার মানুষ মারার সরকার ৷’’
আরও পড়ুন : Mamata on MGNREGA Money : মনরেগার টাকা পেতে রাজ্য বিজেপি নেতাদের ঘেরাও এর পরামর্শ মমতার
পেট্রল-ডিজেলের থেকে মোদি সরকার লক্ষ কোটি টাকা লুঠ করছে বলে অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, ‘‘পেট্রোল-ডিজেল থেকে 17 লক্ষ কোটি টাকা মানুষের কাছ থেকে লুঠ করেছে কেন্দ্র ৷ এর জন্য মানুষকে কত খেসারত দিতে হচ্ছে ! জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। সংসার চালাতে কালঘাম ছুটছে আমজনতার ।’’ এ দিন মোদি সরকারকে ‘লুঠের সরকার’ বলেও বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Mamata Banerjee : ‘আমি নই, আমরা’, তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের বার্তা মমতার