ETV Bharat / state

সন্তানরূপে পুজোর পর কার্তিকের ঠাঁই গাছতলায়, পুরনো ধ্যানধারণা ত্যাগের বার্তা সমাজের একশ্রেণির মানুষের - সন্তান রূপে পুজোর পর কার্তিকের ঠাঁই গাছতলায়

Kartik Idol Piled Up in Ghatal: সন্তান রূপে পুজো করা হয় কার্তিক ঠাকুরকে ৷ পরে তার ঠাঁই হয় গাছতলা কিংবা রাস্তার ধারে ৷ যত্নের অভাবে অনাদরে পরে থাকে মূর্তিগুলি ৷ পুরনো ধ্যানধারণা ত্যাগ করে তাই মূর্তিগুলিকে বিসর্জনের আর্জি জানিয়েছে সমাজের একশ্রেণির মানুষ ৷

Kartik Idol
কার্তিক মূর্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:22 PM IST

সন্তানরূপে পুজোর পর কার্তিকের ঠাঁই গাছতলায়

ঘাটাল, 23 নভেম্বর: বাড়িতে সন্তানরূপে পূজিত হন কার্তিক ৷ তবে বেশিরভাগ দেখা যায় পুজোর পর মূর্তিগুলির ঠাঁই হয় রাস্তার ধারে বা গাছের তলায় ৷ বাংলার ঘরে ঘরে আজও একটি কথা প্রচলিত রয়েছে ৷ যেহেতু কার্তিককে সন্তানরূপে পুজোর করা হয়, তাই তাকে বিসর্জন দেওয়া মানে সন্তানকে জলে ফেলে দেওয়া ৷ ফলে মা দুর্গাকে বিসর্জন দিলেও কার্তিক বাড়ির ছেলে, তাই তাঁকে জলে দেওয়া যাবে না ৷ এই ভাবনা থেকেই কখনও রাস্তার ধারে ৷ আবার কখনও গাছের তলায় কার্তিক ঠাকুরকে রেখে চলে যান বেশিরভাগ লোক ৷ আর এতেই বেজায় চটেছে ঘাটাল মহকুমার এক শ্রেণির মানুষজন ৷ এভাবে ফেলে না-দিয়ে পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে মূর্তিগুলিকে বিসর্জন দেওয়ার আবেদন জানিয়েছেন তারা ৷

ঘাটালের স্থানীয় বাসিন্দা বীরেন ঘোষ বলেন, "কার্তিককে নিঃসন্তান দম্পতিরা ছেলের মতো পুজো করে ৷ তাকে কীভাবে গাছের তলায় রেখে দিয়ে যায় বলুন তো । কাদের এই ধরনের মানসিকতা, কেনই বা তারা ঠাকুরকে রাস্তায় ফেলে দিয়ে যায় ৷ এই কার্তিক ঠাকুরগুলিকে হাত-পা ভাঙ্গা অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত, তবে এটা অত্যন্ত নিন্দনীয় । সমাজের কাছে আবেদন করব কার্তিক ঠাকুরগুলিকে যেমন ভক্তি ভরে পুজো করবেন ৷ ঠিক তেমনই নদী বা জলাশয়ে বিসর্জন দিয়ে আসবেন ৷ রাস্তায় এভাবে মূর্তিগুলি পরে থাকতে দেখতে দৃষ্টিকটু লাগে ।"

Kartik Idol
রাস্তার ধারে অনাদরে পরে কার্তিক মূর্তিগুলি

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর থেকে চন্দ্রকোনায় বট ও অশ্বত্থ-সহ বিভিন্ন গাছের তলায় এইভাবেই সারিভাবে রাখা রয়েছে শতাধিক কার্তিক ঠাকুর । হিন্দু মতে কার্তিক হল মা দুর্গার ছেলে । দুর্গা পুজোর পরেই কার্তিকের পুজো করে বাঙালি । কথিত আছে, বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পুজো করে তাহলে সন্তান হয় তাঁদের । সেই রীতি আজও বয়ে চলেছে সমাজে । প্রচলিত প্রথা অনুযায়ী, তাই অনেক জায়গায় কার্তিক ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না ৷ কার্তিকে পুজোর পর কোনও গাছের নীচেই বসিয়ে রাখা হয় । কিন্তু তারপরে আর কেউ খবর রাখে না মূর্তিটির ।

Kartik Idol
মূর্তিগুলি বিসর্জনের দাবি জানিয়েছে সমাজের এক শ্রেণির মানুষ

এরপরেই দেখা যায় মূর্তিটি যত্রতত্র অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ৷ কার্তিক পুজোর পর প্রতিবছরই একই ছবি দেখা যায় ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় । পুজোর পর এভাবে রাস্তায় মূর্তিগুলিকে ফেলা দেওয়াকে মোটেই ভালো চোখে দেখছেন না পুরোহিতরা ৷ এই বিষয়ে পুরোহিত কমলকৃষ্ণ চক্রবর্তী বলেন, "কার্তিক ঠাকুরকে যেমন পুজো করা হয় তেমনি তার বিসর্জনও দেওয়া উচিত । কিন্তু এভাবে প্রতিমা হাত-পা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকবে, তা খুবই দৃষ্টিকটু এবং মহাপাপ । তাই সবাইকে বলব, কার্তিক পুজো যেমন নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনায় করবেন ৷ ঠিক তেমনই পুজোর পর যেন তার যথাস্থানে বিসর্জন দেওয়া হয় ।"

আরও পড়ুন:

দক্ষিণের মুরুগান, উত্তরের কার্তিক; "প্রাণহীন" ষড়ানন পুজো সীমান্তের গ্রামে

সন্তানরূপে পুজোর পর কার্তিকের ঠাঁই গাছতলায়

ঘাটাল, 23 নভেম্বর: বাড়িতে সন্তানরূপে পূজিত হন কার্তিক ৷ তবে বেশিরভাগ দেখা যায় পুজোর পর মূর্তিগুলির ঠাঁই হয় রাস্তার ধারে বা গাছের তলায় ৷ বাংলার ঘরে ঘরে আজও একটি কথা প্রচলিত রয়েছে ৷ যেহেতু কার্তিককে সন্তানরূপে পুজোর করা হয়, তাই তাকে বিসর্জন দেওয়া মানে সন্তানকে জলে ফেলে দেওয়া ৷ ফলে মা দুর্গাকে বিসর্জন দিলেও কার্তিক বাড়ির ছেলে, তাই তাঁকে জলে দেওয়া যাবে না ৷ এই ভাবনা থেকেই কখনও রাস্তার ধারে ৷ আবার কখনও গাছের তলায় কার্তিক ঠাকুরকে রেখে চলে যান বেশিরভাগ লোক ৷ আর এতেই বেজায় চটেছে ঘাটাল মহকুমার এক শ্রেণির মানুষজন ৷ এভাবে ফেলে না-দিয়ে পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে মূর্তিগুলিকে বিসর্জন দেওয়ার আবেদন জানিয়েছেন তারা ৷

ঘাটালের স্থানীয় বাসিন্দা বীরেন ঘোষ বলেন, "কার্তিককে নিঃসন্তান দম্পতিরা ছেলের মতো পুজো করে ৷ তাকে কীভাবে গাছের তলায় রেখে দিয়ে যায় বলুন তো । কাদের এই ধরনের মানসিকতা, কেনই বা তারা ঠাকুরকে রাস্তায় ফেলে দিয়ে যায় ৷ এই কার্তিক ঠাকুরগুলিকে হাত-পা ভাঙ্গা অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত, তবে এটা অত্যন্ত নিন্দনীয় । সমাজের কাছে আবেদন করব কার্তিক ঠাকুরগুলিকে যেমন ভক্তি ভরে পুজো করবেন ৷ ঠিক তেমনই নদী বা জলাশয়ে বিসর্জন দিয়ে আসবেন ৷ রাস্তায় এভাবে মূর্তিগুলি পরে থাকতে দেখতে দৃষ্টিকটু লাগে ।"

Kartik Idol
রাস্তার ধারে অনাদরে পরে কার্তিক মূর্তিগুলি

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর থেকে চন্দ্রকোনায় বট ও অশ্বত্থ-সহ বিভিন্ন গাছের তলায় এইভাবেই সারিভাবে রাখা রয়েছে শতাধিক কার্তিক ঠাকুর । হিন্দু মতে কার্তিক হল মা দুর্গার ছেলে । দুর্গা পুজোর পরেই কার্তিকের পুজো করে বাঙালি । কথিত আছে, বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পুজো করে তাহলে সন্তান হয় তাঁদের । সেই রীতি আজও বয়ে চলেছে সমাজে । প্রচলিত প্রথা অনুযায়ী, তাই অনেক জায়গায় কার্তিক ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না ৷ কার্তিকে পুজোর পর কোনও গাছের নীচেই বসিয়ে রাখা হয় । কিন্তু তারপরে আর কেউ খবর রাখে না মূর্তিটির ।

Kartik Idol
মূর্তিগুলি বিসর্জনের দাবি জানিয়েছে সমাজের এক শ্রেণির মানুষ

এরপরেই দেখা যায় মূর্তিটি যত্রতত্র অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ৷ কার্তিক পুজোর পর প্রতিবছরই একই ছবি দেখা যায় ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় । পুজোর পর এভাবে রাস্তায় মূর্তিগুলিকে ফেলা দেওয়াকে মোটেই ভালো চোখে দেখছেন না পুরোহিতরা ৷ এই বিষয়ে পুরোহিত কমলকৃষ্ণ চক্রবর্তী বলেন, "কার্তিক ঠাকুরকে যেমন পুজো করা হয় তেমনি তার বিসর্জনও দেওয়া উচিত । কিন্তু এভাবে প্রতিমা হাত-পা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকবে, তা খুবই দৃষ্টিকটু এবং মহাপাপ । তাই সবাইকে বলব, কার্তিক পুজো যেমন নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনায় করবেন ৷ ঠিক তেমনই পুজোর পর যেন তার যথাস্থানে বিসর্জন দেওয়া হয় ।"

আরও পড়ুন:

দক্ষিণের মুরুগান, উত্তরের কার্তিক; "প্রাণহীন" ষড়ানন পুজো সীমান্তের গ্রামে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.