ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ও মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Nov 27, 2019, 5:08 AM IST

Updated : Nov 28, 2019, 5:49 AM IST

বাসের ধাক্কায় মৃত্যু যুবকের । প্রতিবাদে রাস্তায় মৃতদেহ রেখে দেখানো হল বিক্ষোভ । জ্বালানো হল টায়ার ।

agitation
বিক্ষোভ

দাসপুর, 27 নভেম্বর : একটি বাস পিছন থেকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাইক আরোহীর । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে । রাস্তায় মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । অভিযোগ, প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে । বার বার বলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । দাসপুর থানার ঘাটাল-পাঁশুকুড়া সংলগ্ন জাতীয় সড়কের ঘটনা ।

গতকাল সকালে একটি কলকাতাগামী বাস ঘাটাল-পাঁশকুড়া সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে আসছিল । ওই বাসটি জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে এক বাইক আরোহীকে ধাক্কা মারে । রাস্তায় পড়ে যান তিনি । তখনই পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাঁর উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । নাম সাউব খান(27) । দাসপুরের বকুলতলা এলাকার বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দাসপুর থানার পুলিশ । দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে ময়নাতদন্ত হয়ে গেলে বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই যুবকের দেহ । আর তখনই শুরু হয় ঝামেলা ।

যুবকের মৃত্যুকে ঘিরে রাস্তায় জ্বালানো হল টায়ার । দেখুন ভিডিয়ো...

ক্ষুব্ধ এলাকাবাসী মৃতদেহটিকে রাস্তায় রেখে পথ অবরোধ শুরু করে । জ্বালানো হয় টায়ার । তাদের দাবি, ঘাতক গাড়িটিকে আটক করতে হবে ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে । এলাকাবাসীর অভিযোগ, এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রথম নয় । এর আগেও হয়েছে । রাস্তা খারাপ । তার উপর এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে । প্রশাসনের তরফে রাস্তা মেরামতির কোনও পদক্ষেপই নেওয়া হয় না । পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।

দাসপুর, 27 নভেম্বর : একটি বাস পিছন থেকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাইক আরোহীর । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে । রাস্তায় মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । অভিযোগ, প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে । বার বার বলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । দাসপুর থানার ঘাটাল-পাঁশুকুড়া সংলগ্ন জাতীয় সড়কের ঘটনা ।

গতকাল সকালে একটি কলকাতাগামী বাস ঘাটাল-পাঁশকুড়া সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে আসছিল । ওই বাসটি জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে এক বাইক আরোহীকে ধাক্কা মারে । রাস্তায় পড়ে যান তিনি । তখনই পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাঁর উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । নাম সাউব খান(27) । দাসপুরের বকুলতলা এলাকার বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দাসপুর থানার পুলিশ । দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে ময়নাতদন্ত হয়ে গেলে বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই যুবকের দেহ । আর তখনই শুরু হয় ঝামেলা ।

যুবকের মৃত্যুকে ঘিরে রাস্তায় জ্বালানো হল টায়ার । দেখুন ভিডিয়ো...

ক্ষুব্ধ এলাকাবাসী মৃতদেহটিকে রাস্তায় রেখে পথ অবরোধ শুরু করে । জ্বালানো হয় টায়ার । তাদের দাবি, ঘাতক গাড়িটিকে আটক করতে হবে ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে । এলাকাবাসীর অভিযোগ, এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রথম নয় । এর আগেও হয়েছে । রাস্তা খারাপ । তার উপর এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে । প্রশাসনের তরফে রাস্তা মেরামতির কোনও পদক্ষেপই নেওয়া হয় না । পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।

Intro:দূর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী ,দাবি দোষীদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়ার জন্য l ঘটনাটি মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের বকুলতলায় l
Body:দূর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী ,দাবি দোষীদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়ার জন্য l ঘটনাটি মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের বকুলতলায় l



দূর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধে সামিল এলাকাবাসী l সন্ধ্যা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে ফিরলে মৃতদেহের গাড়ি সমেত পথ অবরোধ করে কয়েকটি গ্রামের মানুষ l পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের বকুলতলায় অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় l দাসপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে বেগ পেতে হয় তাদের l রাস্তায় টায়ার জ্বালিয়ে বেশকিছুক্ষন অবরোধের পর তা তুলে নেওয়া হয় প্রশাসনের আশ্বাসেই l ঘটনার সূত্রপাত,এদিন মঙ্গলবার সকালে দাসপুরে ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে এক বাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে কোলকাতাগামী যাত্রীবাহী বাস l বাসের ধাক্কায় বাইক আরোহী পড়ে গেলে তার উপর দিয়ে চলে যায় পেছনে থাকা একটি পিকআপ ভ্যান l ঘটনাস্থলেই মারা যান সাউব খাঁন(27 ) নামের বাইক আরোহী l মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিলো দাসপুর থানার পুলিশ l জানা যায়,মৃত যুবকের বাড়ি দাসপুরের বকুলতলা এলাকাতেই l ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িগুলিকে আটক করা এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরনের দাবীতে পথ অবরোধ শুরু করে দেয় l অবরোধের জেরে রাজ্যসড়ক অবরুদ্ধ হয়ে পড়লে শেষে পুলিশের হস্তক্ষেপ তা তুলে নেওয়া হয় l মৃতের ভাই মোশারফ হোসেন জানান সকালবেলায় ভাই রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইলে একজনের সঙ্গে কথা বলছিল l সেই সময় একটি কলকাতাগামী বাস তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তায় পরবর্তীকালে একটি পিকআপ ভ্যান তার ওপর দিয়ে চলে যায় l আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি কেননা সকাল থেকে l পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছিল অভিযুক্তের শাস্তি হবে l এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি l তাই আমাদের এই প্রতিবাদ l তাছাড়া রাস্তার অবস্থা খুবই খারাপ ,প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং মৃত্যু ঘটে স্থানীয় পথচলতি মানুষ সহআরোহীর l তাছাড়া প্রায় সময় এখানে ওভারলোডিং গাড়ি যাতায়াত করে যার জন্য ঘটে দুর্ঘটনা l এইসব দেখার পরও সম্পূর্ণ উদাসীন প্রশাসন l তাই আমরা দাবি করছি অবিলম্বে প্রশাসন দোষীদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়ার জন্য l Conclusion:দূর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী ,দাবি দোষীদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়ার জন্য l ঘটনাটি মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের বকুলতলায় l
Last Updated : Nov 28, 2019, 5:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.