মেদিনীপুর, 21 অক্টোবর : আগামীকাল পশ্চিম মেদিনীপুরের বার্জ টাউন দুর্গাপুজোরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । তাই এখন সাজ সাজ রব সেখানে ।
মেদিনীপুর শহরের যে কটি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম হল বার্জ টাউন দুর্গাপুজো । এই কমিটি প্রতি বছরই নতুন চিন্তাভাবনা করে থিম এবং প্রতিমা তৈরি করে । এখানে প্রতি বছরই ভিড় জমান একাধিক এলাকার বাসিন্দারা । এবার কোরোনা সংক্রমণ এড়াতে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে । তার মধ্যেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই পুজোর । তাই আনন্দ ধরে রাখতে পারছে না বার্জ টাউন পুজো কমিটি ।
পুজো কমিটির উদ্যোক্তা শুভজিৎ রায় বলেন, "আমাদের পুজো এবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রতি বছর আমরা নতুন থিম, নতুন প্রতিমা উপহার দিয়ে থাকি দর্শকদের । কিন্তু এই কোরোনা আবহে এবার আমরা তেমন থিম করতে না পারলেও রাজবাড়ির আদলে ছোট্ট মণ্ডপ করছি ৷ এই পুজো রাজ্যের দশটি পুজার মতো উদ্বোধন হবে ভার্চুয়ালি । তাই আমরা অপেক্ষায় আছি সেই দিনের জন্য ।"