ETV Bharat / state

Khirpai BJP: হাসপাতালে প্যাকেটজাত দ্রব্য বিতরণে বাধার মুখে বিজেপি - ক্ষীরপাই হাসপাতালে প্যাকেটজাত দ্রব্য বিতরণে বাধার মুখে বিজেপি

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে হাসপাতালে প্যাকেটজাত পণ্য বিতরণ করতে গিয়ে বাধার মুখে বিজেপি (BJP alleges of rejection over distributing fruits in Khirpai Rural Hospital) ৷ ফল বিতরণ করতে বাধা দেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ৷ জানানো হয়েছে, হাসপাতালে ফল, বিস্কুট এমনকী প্যাকেজজাত দ্রব্য বিতরণের ক্ষেত্রে লাগবে ফিট সার্টিফিকেট ৷

distributing fruits in Khirpai Rural Hospital
প্যাকেটজাত দ্রব্য বিতরণে বাধার মুখে বিজেপি
author img

By

Published : Jul 7, 2022, 2:32 PM IST

ক্ষীরপাই, 7 জুলাই: জরুরি পরিষেবা নিয়েও এবার রাজনীতি শুরু করেছে শাসকদল । এই অভিযোগেই এবার সরব হল বিজেপি । পদ্মশিবিরের অভিযোগ, হাসপাতালে ফল বিতরণ করতে গিয়ে নানারকম শর্ত আরোপ করে তাদের বাধা দেওয়া হয় । একরাশ হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে (BJP alleges of rejection over distributing fruits in Khirpai Rural Hospital) ।

হাসপাতালে প্যাকেটজাত দ্রব্য বিতরণে বাধার মুখে বিজেপি

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 121তম জন্মদিন উপলক্ষে স্থানীয় হাসপাতালে ফল বিতরণ কর্মসূচি নিয়েছিল ক্ষীরপাই বিজেপি মণ্ডল কমিটি । বুধবার সেখানে ফল বিতরণ করতে গিয়ে বাধার সন্মুখীন হন তাঁরা ৷ অভিযোগ, আগে থেকে ফল বিতরণের জন্য তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার নিরঞ্জন কুঁতির কাছে ৷ যদিও তাঁদের সেই আবদন গ্রহণ করা হয়নি হাসপাতালের পক্ষ থেকে ৷ গতকাল অর্থাৎ বুধবার সকালে স্থানীয় মণ্ডল কমিটির সদস্যরা ক্ষীরপাই হাসপাতালে পৌঁছে যান বিভিন্ন ফল ও প্যাকেটজাত সামগ্রী নিয়ে ৷ সংশ্লিষ্ট হাপাতালের কর্তব্যরত কর্মীরা জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল বিতরণ করা যাবে না হাসপাতালে ৷ এরপরেই ক্ষোভ প্রকাশ করে বিজেপি সদস্যরা ৷

আরও পড়ুন: নূপুরকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে বিজেপি ! দাবি ওয়েইসির

বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন, "কর্তৃপক্ষের আগাম অনুমোদন মৌখিক থাকলেও ফল বিতরণ করতে আসলে আমাদের বলা হয় ফল, বিস্কুটের টেস্টিং সার্টিফিকেট লাগবে । তবেই বিলি করতে দেওয়া হবে । আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করতে দিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ এটা আমাদের কাছে লজ্জা । আমরা বাধ্য হয়ে রোগীদের জন্য যে ফলমূলগুলি নিয়ে এসেছিলাম হাসপাতালে আউটডোরের রোগীদের বিলি করে ফিরে যাচ্ছি ।’’

ক্ষীরপাই, 7 জুলাই: জরুরি পরিষেবা নিয়েও এবার রাজনীতি শুরু করেছে শাসকদল । এই অভিযোগেই এবার সরব হল বিজেপি । পদ্মশিবিরের অভিযোগ, হাসপাতালে ফল বিতরণ করতে গিয়ে নানারকম শর্ত আরোপ করে তাদের বাধা দেওয়া হয় । একরাশ হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে (BJP alleges of rejection over distributing fruits in Khirpai Rural Hospital) ।

হাসপাতালে প্যাকেটজাত দ্রব্য বিতরণে বাধার মুখে বিজেপি

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 121তম জন্মদিন উপলক্ষে স্থানীয় হাসপাতালে ফল বিতরণ কর্মসূচি নিয়েছিল ক্ষীরপাই বিজেপি মণ্ডল কমিটি । বুধবার সেখানে ফল বিতরণ করতে গিয়ে বাধার সন্মুখীন হন তাঁরা ৷ অভিযোগ, আগে থেকে ফল বিতরণের জন্য তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার নিরঞ্জন কুঁতির কাছে ৷ যদিও তাঁদের সেই আবদন গ্রহণ করা হয়নি হাসপাতালের পক্ষ থেকে ৷ গতকাল অর্থাৎ বুধবার সকালে স্থানীয় মণ্ডল কমিটির সদস্যরা ক্ষীরপাই হাসপাতালে পৌঁছে যান বিভিন্ন ফল ও প্যাকেটজাত সামগ্রী নিয়ে ৷ সংশ্লিষ্ট হাপাতালের কর্তব্যরত কর্মীরা জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল বিতরণ করা যাবে না হাসপাতালে ৷ এরপরেই ক্ষোভ প্রকাশ করে বিজেপি সদস্যরা ৷

আরও পড়ুন: নূপুরকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে বিজেপি ! দাবি ওয়েইসির

বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন, "কর্তৃপক্ষের আগাম অনুমোদন মৌখিক থাকলেও ফল বিতরণ করতে আসলে আমাদের বলা হয় ফল, বিস্কুটের টেস্টিং সার্টিফিকেট লাগবে । তবেই বিলি করতে দেওয়া হবে । আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করতে দিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ এটা আমাদের কাছে লজ্জা । আমরা বাধ্য হয়ে রোগীদের জন্য যে ফলমূলগুলি নিয়ে এসেছিলাম হাসপাতালে আউটডোরের রোগীদের বিলি করে ফিরে যাচ্ছি ।’’

For All Latest Updates

TAGGED:

BJP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.