ক্ষীরপাই, 7 জুলাই: জরুরি পরিষেবা নিয়েও এবার রাজনীতি শুরু করেছে শাসকদল । এই অভিযোগেই এবার সরব হল বিজেপি । পদ্মশিবিরের অভিযোগ, হাসপাতালে ফল বিতরণ করতে গিয়ে নানারকম শর্ত আরোপ করে তাদের বাধা দেওয়া হয় । একরাশ হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে (BJP alleges of rejection over distributing fruits in Khirpai Rural Hospital) ।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 121তম জন্মদিন উপলক্ষে স্থানীয় হাসপাতালে ফল বিতরণ কর্মসূচি নিয়েছিল ক্ষীরপাই বিজেপি মণ্ডল কমিটি । বুধবার সেখানে ফল বিতরণ করতে গিয়ে বাধার সন্মুখীন হন তাঁরা ৷ অভিযোগ, আগে থেকে ফল বিতরণের জন্য তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার নিরঞ্জন কুঁতির কাছে ৷ যদিও তাঁদের সেই আবদন গ্রহণ করা হয়নি হাসপাতালের পক্ষ থেকে ৷ গতকাল অর্থাৎ বুধবার সকালে স্থানীয় মণ্ডল কমিটির সদস্যরা ক্ষীরপাই হাসপাতালে পৌঁছে যান বিভিন্ন ফল ও প্যাকেটজাত সামগ্রী নিয়ে ৷ সংশ্লিষ্ট হাপাতালের কর্তব্যরত কর্মীরা জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল বিতরণ করা যাবে না হাসপাতালে ৷ এরপরেই ক্ষোভ প্রকাশ করে বিজেপি সদস্যরা ৷
আরও পড়ুন: নূপুরকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে বিজেপি ! দাবি ওয়েইসির
বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন, "কর্তৃপক্ষের আগাম অনুমোদন মৌখিক থাকলেও ফল বিতরণ করতে আসলে আমাদের বলা হয় ফল, বিস্কুটের টেস্টিং সার্টিফিকেট লাগবে । তবেই বিলি করতে দেওয়া হবে । আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করতে দিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ এটা আমাদের কাছে লজ্জা । আমরা বাধ্য হয়ে রোগীদের জন্য যে ফলমূলগুলি নিয়ে এসেছিলাম হাসপাতালে আউটডোরের রোগীদের বিলি করে ফিরে যাচ্ছি ।’’