ETV Bharat / state

কোরোনা প্রতিরোধে একগুচ্ছ গবেষণা প্রকল্প খড়গপুর IIT-র

কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের উন্নত সুরক্ষা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন তৈরি সহ দ্রুততার সঙ্গে একাধিক গবেষণা প্রকল্প গ্রহণ করল IIT খড়গপুর।

author img

By

Published : Apr 19, 2020, 8:19 PM IST

Updated : Apr 21, 2020, 4:25 PM IST

Kharagpur IIT's research projects on corona
খড়্গপুর IIT

খড়গপুর, 19 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নত সুরক্ষা সরঞ্জাম, একাধিক চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন তৈরিসহ একাধিক গবেষণা প্রকল্প শুরু করল IIT খড়্গপুর। ইতিমধ্যে তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে । এই বিষয়ে IIT কাউন্সিলকে সপ্তাহ খানেক আগে ইনস্টিটিউটের প্রকল্পগুলির একটি তালিকা দেওয়া হয়। যার মধ্যে স্বাস্থ্য পরিষেবা ও প্রযুক্তি বিকাশ সম্পর্কিত আটটি প্রকল্প রয়েছে l প্রথম ধাপে এই কাজে 50 লাখ টাকা বরাদ্দ হয়েছে।

IIT খড়গপুররের COVID-19 স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি বিকাশ প্রকল্পে অর্থ প্রদান করেছে IIT কাউন্সিলl গত সপ্তাহেই কাউন্সিলকে প্রকল্পগুলির একটি তালিকা দেওয়া হয় IIT খড়গপুরের তরফে। যার মধ্যে 8টি প্রকল্পকে বাছাই করে কাউন্সিল l ইতিমধ্যে এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল IIT খড়গপুরের পরিচালক বীরেন্দ্রকুমার তিওয়ারিসহ ইনস্টিটিউটের গবেষকদের স্বাগত জানিয়েছেন ।

IIT খড়গপুর সূত্রে জানা গিয়েছে, 4টি প্রকল্পের অন্যতম হল ডায়াগনস্টিক কিট ডিজ়াইন। পাশাপাশি কোরোনা রোগীদের জন্য বডি সুট ও স্বাস্থ্যকর্মীদের জন্য একাধিক সুরক্ষা সরঞ্জাম তৈরি করা। এছাড়াও এই প্রকল্পে তৈরি হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সরঞ্জাম। যেমন, অটোমেটেড ভেন্টিলেটর অ্যাম্বু-ব্যাগ বুটস্ট্র্যাপিং। পাশাপাশি মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো টেলিমেডিসিন। থাকছে ভ্যাকসিন তৈরির কাজও। বিভিন্ন ক্ষেত্রে মোট আটটি ধাপে কাজ হবে বলে জানাচ্ছেন গবেষকেরা l

প্রথম ধাপে 50 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে l COVID- 19 টেস্ট কিট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম ও ভ্যাকসিন গবেষণা ছাড়াও কোরোনা পরিস্থিতিতে কাজে আসতে পারে এমন একাধিক সফটওয়্যার তৈরির কাজেও লেগে পড়ছেন IIT খড়গপুরের গবেষকেরা।

এই বিষয়ে IIT খড়গপুরের পরিচালক বীরেন্দ্রকুমার তিওয়ারি বলেন, "বর্তমান পরিস্থিতিতে পরিষেবা সরবরাহকারীদের চাহিদা পূরণের জন্য আমরা দ্রুত কিছু প্রযুক্তি তৈরির পরিকল্পনা নিয়েছি।"

খড়গপুর, 19 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নত সুরক্ষা সরঞ্জাম, একাধিক চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন তৈরিসহ একাধিক গবেষণা প্রকল্প শুরু করল IIT খড়্গপুর। ইতিমধ্যে তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে । এই বিষয়ে IIT কাউন্সিলকে সপ্তাহ খানেক আগে ইনস্টিটিউটের প্রকল্পগুলির একটি তালিকা দেওয়া হয়। যার মধ্যে স্বাস্থ্য পরিষেবা ও প্রযুক্তি বিকাশ সম্পর্কিত আটটি প্রকল্প রয়েছে l প্রথম ধাপে এই কাজে 50 লাখ টাকা বরাদ্দ হয়েছে।

IIT খড়গপুররের COVID-19 স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি বিকাশ প্রকল্পে অর্থ প্রদান করেছে IIT কাউন্সিলl গত সপ্তাহেই কাউন্সিলকে প্রকল্পগুলির একটি তালিকা দেওয়া হয় IIT খড়গপুরের তরফে। যার মধ্যে 8টি প্রকল্পকে বাছাই করে কাউন্সিল l ইতিমধ্যে এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল IIT খড়গপুরের পরিচালক বীরেন্দ্রকুমার তিওয়ারিসহ ইনস্টিটিউটের গবেষকদের স্বাগত জানিয়েছেন ।

IIT খড়গপুর সূত্রে জানা গিয়েছে, 4টি প্রকল্পের অন্যতম হল ডায়াগনস্টিক কিট ডিজ়াইন। পাশাপাশি কোরোনা রোগীদের জন্য বডি সুট ও স্বাস্থ্যকর্মীদের জন্য একাধিক সুরক্ষা সরঞ্জাম তৈরি করা। এছাড়াও এই প্রকল্পে তৈরি হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সরঞ্জাম। যেমন, অটোমেটেড ভেন্টিলেটর অ্যাম্বু-ব্যাগ বুটস্ট্র্যাপিং। পাশাপাশি মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো টেলিমেডিসিন। থাকছে ভ্যাকসিন তৈরির কাজও। বিভিন্ন ক্ষেত্রে মোট আটটি ধাপে কাজ হবে বলে জানাচ্ছেন গবেষকেরা l

প্রথম ধাপে 50 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে l COVID- 19 টেস্ট কিট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম ও ভ্যাকসিন গবেষণা ছাড়াও কোরোনা পরিস্থিতিতে কাজে আসতে পারে এমন একাধিক সফটওয়্যার তৈরির কাজেও লেগে পড়ছেন IIT খড়গপুরের গবেষকেরা।

এই বিষয়ে IIT খড়গপুরের পরিচালক বীরেন্দ্রকুমার তিওয়ারি বলেন, "বর্তমান পরিস্থিতিতে পরিষেবা সরবরাহকারীদের চাহিদা পূরণের জন্য আমরা দ্রুত কিছু প্রযুক্তি তৈরির পরিকল্পনা নিয়েছি।"

Last Updated : Apr 21, 2020, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.