ETV Bharat / state

Extra-Marital Affairs: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে খুটিতে বেঁধে গৃহবধূ ও যুবককে মার - চন্দ্রকোনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে

বিবাহবহির্ভূত সম্পর্কের জের (Extra-Marital Affairs)! খুটিতে বেঁধে মারধর গ্রামবাসীদের ৷ পরে পুলিশ গিয়ে উদ্ধার করে গৃহবধূ ও যুবককে ৷

Extra Marital Affairs
বিবাহ বহির্ভূত সম্পর্ক
author img

By

Published : Mar 18, 2023, 9:32 PM IST

চন্দ্রকোনা, 18 মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে রাতের অন্ধকারে গৃহবধূ ও যুবককে খুঁটিতে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদেরকে উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে । অভিযোগ, ওই গ্রামের এক গৃহবধুর সঙ্গে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে । শুক্রবার রাতে ওই যুবক গৃহবধূর সঙ্গে তাঁর শ্বশুর বাড়িতে দেখা করতে যায় । অভিযোগ, দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা ।

এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে যেতেই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবক ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে মারধর করা হয় (Housewife and young man beaten up)। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ। যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী । পাশাপাশি ওই যুবক হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় তাঁকে পালটা মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷

যদিও এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে আইন হাতে তুলে নেওয়া নিয়ে । যেখানে মহামান্য আদালত বিবাহবহির্ভূত সম্পর্ক বৈধ বলে সম্মত প্রকাশ করেছে ৷ সেখানে পুলিশকে না-জানিয়ে, আইনমাফিক ব্যবস্থা না-নিয়ে কেন মারধরের ঘটনা ঘটালেন গ্রামবাসীরা ? তাই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । যদিও এই ঘটনার নতুন নয় এলাকায় । আর গ্রামের মধ্যে এই ধরনের দৃষ্টিকটু ব্যাপার দেখেই জড়ো হয়ে যান বাসিন্দারা ৷ তারা উত্তেজিত হয়েই আইন হাতে তুলে নেয় । যদিও এই ঘটনার পরেই পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় ৷ বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে জানায় ৷ এর পিছনে কারা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও ! কুলপিতে গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিবস্ত্র করে মারধর

চন্দ্রকোনা, 18 মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে রাতের অন্ধকারে গৃহবধূ ও যুবককে খুঁটিতে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদেরকে উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে । অভিযোগ, ওই গ্রামের এক গৃহবধুর সঙ্গে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে । শুক্রবার রাতে ওই যুবক গৃহবধূর সঙ্গে তাঁর শ্বশুর বাড়িতে দেখা করতে যায় । অভিযোগ, দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা ।

এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে যেতেই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবক ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে মারধর করা হয় (Housewife and young man beaten up)। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ। যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী । পাশাপাশি ওই যুবক হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় তাঁকে পালটা মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷

যদিও এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে আইন হাতে তুলে নেওয়া নিয়ে । যেখানে মহামান্য আদালত বিবাহবহির্ভূত সম্পর্ক বৈধ বলে সম্মত প্রকাশ করেছে ৷ সেখানে পুলিশকে না-জানিয়ে, আইনমাফিক ব্যবস্থা না-নিয়ে কেন মারধরের ঘটনা ঘটালেন গ্রামবাসীরা ? তাই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । যদিও এই ঘটনার নতুন নয় এলাকায় । আর গ্রামের মধ্যে এই ধরনের দৃষ্টিকটু ব্যাপার দেখেই জড়ো হয়ে যান বাসিন্দারা ৷ তারা উত্তেজিত হয়েই আইন হাতে তুলে নেয় । যদিও এই ঘটনার পরেই পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় ৷ বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে জানায় ৷ এর পিছনে কারা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও ! কুলপিতে গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিবস্ত্র করে মারধর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.