ETV Bharat / state

BJP MLA Hiran Chatterjee: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হিরণ ! তৃণমূল নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জল্পনা ৷ এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল নেতৃত্ব (speculation on Hiran Chatterjee) ৷

ETV Bharat
হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূল যোগ নিয়ে জল্পনা
author img

By

Published : Jan 20, 2023, 9:58 PM IST

Updated : Jan 20, 2023, 10:37 PM IST

তৃণমূল নেতা অজিত মাইতির বক্তব্য

খড়গপুর, 20 জানুয়ারি: ফের কি ঘর ভাঙতে চলেছে বিজেপি'র ? রাজ্যে পদ্ম শিবিরের আরও এক বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই কি ফের ঘাসফুলে নাম লেখাবেন খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ! শুক্রবার এই প্রসঙ্গই ফের উসকে দিল সামনে আসা একটি ছবি ৷ যেখানে তৃণমূলের এক কার্যালয়ে দলের পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে হিরণের বার্তালাপের ছবি ধরা পড়েছে (Hiran Chatterjee in meeting with TMC leader) ।

ইতিমধ্যেই তৃণমূল নেতার সঙ্গে হিরণের ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ বিজেপি যদিও শুধুমাত্র এই ছবি দেখে হিরণ চট্টোপাধ্যায়ের পদ্ম শিবির ত্যাগের কথা উড়িয়ে দিয়েছে ৷ তবে তৃণমূল নেতৃত্বের দাবি, ছবি কথা বলে ৷ খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, খড়গপুরের বিজেপি কাউন্সিলরও ৷ কিছুদিন আগেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে খোদ শাসকদলের চেয়ারম্যান প্রদীপ সরকারকে। সেই ঘটনার পর মাসখানেক কেটে গেলেও এখনও পর্যন্ত এখানে নয়া চেয়ারম্যান নিয়োগ করেনি শাসক দল তৃণমূল (Hiran Chatterjee may join TMC) ।

ফলে কানঘুষো শোনা যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এই চেয়ারম্যান পদে বসতে পারেন হিরণ চট্টোপাধ্যায় ৷ আগামী 4 ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তার আগেই প্রকাশ্যে এল এই ছবি ৷ এই ছবিতে দেখা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল অফিসে এবং তাঁর সঙ্গে বসে রয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি ।

আরও পড়ুন : আগামী মাসের শুরুতেই ত্রিপুরায় ভোট প্রচারে যেতে পারেন মমতা-অভিষেক

উল্লেখ্য, গত 10 জানুয়ারি হিরণ চট্টোপাধ্যায় একটি টুইট করেছিলেন ৷ যেখানে তিনি বলেছিলেন, একটি বৈঠকে তিনি ব্যস্ত । সূত্রের খবর, ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ দেখা করতে যান, সেই সময়ই এই ছবি তোলা হয় ৷ যদিও খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে হিরণ সম্মতি জানিয়েছেন কি না, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

তবে এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি ৷ তিনি বলেন,"এখানে স্পষ্টভাবে আর বলার কী আছে ৷ ছবি কথা বলে । অনেক বিজেপি বিধায়ক ও সাংসদ ওই দলের উপর ক্ষুব্ধ ৷" যদিও এই বিষয়ে পালটা তোপ দেগেছে বিজেপি । বিজেপি মুখপত্র অরূপ দাস বলেন, "এই ছবি ও খবর ভ্রান্ত । শাসকদল তৃণমূল এই ধরনের একটি ছবি প্রকাশ করে হিরণের সম্মান কালিমালিপ্ত করার চেষ্টা করছে । আমরা এখনও নিশ্চিত হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন না ।"

তৃণমূল নেতা অজিত মাইতির বক্তব্য

খড়গপুর, 20 জানুয়ারি: ফের কি ঘর ভাঙতে চলেছে বিজেপি'র ? রাজ্যে পদ্ম শিবিরের আরও এক বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই কি ফের ঘাসফুলে নাম লেখাবেন খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ! শুক্রবার এই প্রসঙ্গই ফের উসকে দিল সামনে আসা একটি ছবি ৷ যেখানে তৃণমূলের এক কার্যালয়ে দলের পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে হিরণের বার্তালাপের ছবি ধরা পড়েছে (Hiran Chatterjee in meeting with TMC leader) ।

ইতিমধ্যেই তৃণমূল নেতার সঙ্গে হিরণের ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ বিজেপি যদিও শুধুমাত্র এই ছবি দেখে হিরণ চট্টোপাধ্যায়ের পদ্ম শিবির ত্যাগের কথা উড়িয়ে দিয়েছে ৷ তবে তৃণমূল নেতৃত্বের দাবি, ছবি কথা বলে ৷ খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, খড়গপুরের বিজেপি কাউন্সিলরও ৷ কিছুদিন আগেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে খোদ শাসকদলের চেয়ারম্যান প্রদীপ সরকারকে। সেই ঘটনার পর মাসখানেক কেটে গেলেও এখনও পর্যন্ত এখানে নয়া চেয়ারম্যান নিয়োগ করেনি শাসক দল তৃণমূল (Hiran Chatterjee may join TMC) ।

ফলে কানঘুষো শোনা যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এই চেয়ারম্যান পদে বসতে পারেন হিরণ চট্টোপাধ্যায় ৷ আগামী 4 ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তার আগেই প্রকাশ্যে এল এই ছবি ৷ এই ছবিতে দেখা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল অফিসে এবং তাঁর সঙ্গে বসে রয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি ।

আরও পড়ুন : আগামী মাসের শুরুতেই ত্রিপুরায় ভোট প্রচারে যেতে পারেন মমতা-অভিষেক

উল্লেখ্য, গত 10 জানুয়ারি হিরণ চট্টোপাধ্যায় একটি টুইট করেছিলেন ৷ যেখানে তিনি বলেছিলেন, একটি বৈঠকে তিনি ব্যস্ত । সূত্রের খবর, ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ দেখা করতে যান, সেই সময়ই এই ছবি তোলা হয় ৷ যদিও খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে হিরণ সম্মতি জানিয়েছেন কি না, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

তবে এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি ৷ তিনি বলেন,"এখানে স্পষ্টভাবে আর বলার কী আছে ৷ ছবি কথা বলে । অনেক বিজেপি বিধায়ক ও সাংসদ ওই দলের উপর ক্ষুব্ধ ৷" যদিও এই বিষয়ে পালটা তোপ দেগেছে বিজেপি । বিজেপি মুখপত্র অরূপ দাস বলেন, "এই ছবি ও খবর ভ্রান্ত । শাসকদল তৃণমূল এই ধরনের একটি ছবি প্রকাশ করে হিরণের সম্মান কালিমালিপ্ত করার চেষ্টা করছে । আমরা এখনও নিশ্চিত হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন না ।"

Last Updated : Jan 20, 2023, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.