ETV Bharat / state

Governor at IIT Kharagpur : আইআইটি খড়্গপুরে রাজ্যপালের হাতে সুপার কম্পিউটারের উদ্বোধন - IIT new launch

খড়গপুর আইআইটিতে রাজ্যপাল জগদীপ ধনকড় উদ্বোধন করলেন উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার (Governor Jagdeep Dhankhar at inauguration programme) । দেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম নামে সুপার কম্পিউটারের উদ্বোধন হয় ।

Governor
Governor
author img

By

Published : Mar 27, 2022, 6:59 PM IST

খড়গপুর, 27 মার্চ : উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার উদ্বোধন হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) । হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম । এদিন খড়্গপুর আইআইটিতে গিয়ে এই কম্পিউটারের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar at inauguration programme) ।

প্রসঙ্গত এদিন খড়্গপুর আইআইটির প্রাক্তনীদের পুরস্কৃত করার অনুষ্ঠান ছিল ৷ 'ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড' উপলক্ষ্যে আইআইটি খড়্গপুরে উপস্থিত ছিলেন রাজ্যপাল । তার ঠিক আগেই এই সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করেন তিনি ।

আরও পড়ুন : Mamata on Rampurhat Massacre : দেউচা পাচামি আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র, বিস্ফোরক মমতা

উল্লেখ্য, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে । ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore)তে 'পরম-প্রভেগা' নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে ।

দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি'র ধারণা । আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে বলে জানিয়েছে। এদিন রাজ্যপাল ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ডিরেক্টর, প্রফেসর বীরেন্দ্রকুমার তেওয়ারি, ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র ও তমাল নাথ-সহ বিশিষ্টজনেরা ।

এই সুপার কম্পিউটার সিস্টেম উদ্বোধনের পাশাপাশি এদিন প্রাক্তনীদেরও সংবর্ধিত করেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় ।

খড়গপুর, 27 মার্চ : উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার উদ্বোধন হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) । হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম । এদিন খড়্গপুর আইআইটিতে গিয়ে এই কম্পিউটারের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar at inauguration programme) ।

প্রসঙ্গত এদিন খড়্গপুর আইআইটির প্রাক্তনীদের পুরস্কৃত করার অনুষ্ঠান ছিল ৷ 'ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড' উপলক্ষ্যে আইআইটি খড়্গপুরে উপস্থিত ছিলেন রাজ্যপাল । তার ঠিক আগেই এই সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করেন তিনি ।

আরও পড়ুন : Mamata on Rampurhat Massacre : দেউচা পাচামি আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র, বিস্ফোরক মমতা

উল্লেখ্য, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে । ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore)তে 'পরম-প্রভেগা' নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে ।

দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি'র ধারণা । আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে বলে জানিয়েছে। এদিন রাজ্যপাল ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ডিরেক্টর, প্রফেসর বীরেন্দ্রকুমার তেওয়ারি, ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র ও তমাল নাথ-সহ বিশিষ্টজনেরা ।

এই সুপার কম্পিউটার সিস্টেম উদ্বোধনের পাশাপাশি এদিন প্রাক্তনীদেরও সংবর্ধিত করেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.