ঘাটাল, 20 জুন : একদিনের অবিরাম বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল । যার জেরে সংকটে পড়েছেন ব্যবসায়ীরা । টানা বৃষ্টিতে রাস্তায় জল জমেছে ৷ ফলে রাস্তার উপর বসে বিক্রিবাটা করতে পারছেন না তাঁরা ৷ কিন্তু পেট তো চালাতে হবে ৷ তাই রোজগারের আশায় নৌকায় করে কোনওরকমে ব্যবসা করছেন তাঁরা ৷ শুধু ব্যবসায়ীরাই নন, জল যন্ত্রণায় জেরবার সাধারণ মানুষও ৷
একদিনের টানা বৃষ্টি এবং নতুন করে শনিবার থেকে বৃষ্টি হওয়ায় জল ঢুকতে শুরু করে ঘাটাল পৌরসভার 12 টি ওয়ার্ডে ৷ জলমগ্ন হয়ে পড়ে 10টি ওয়ার্ডের বেশ কিছু এলাকা । জল বাড়তে থাকায় পৌরসভার নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন ।
একদিকে কড়া বিধিনিষেধ অপরদিকে রাস্তাঘাট জলমগ্ন ৷ এই অবস্থায় কেউই মাটিতে বসে সবজি-সহ অন্যান্য ব্যবসা করতে পারছেন না । অগত্যা তাই এখন নৌকায় মালপত্র চাপিয়ে জলে ভেসে ভেসে ব্যবসা শুরু করেছেন তাঁরা ৷ কিন্তু এভাবে আর কতদিন ৷ ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ।
আরও পড়ুন : Corona in Bengal : বঙ্গে সংক্রমণ নামল আড়াই হাজারের নিচে
এইভাবে জল পেরিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন সবজি বিক্রেতা থেকে সাধারণ মানুষ ৷ বিশেষ করে ঘাটাল পৌরসভার রথতলা পুরনো বাস স্ট্যান্ড এলাকার রাস্তা সম্পূর্ণ জলের তলায় ৷ এমনকি ওইসব এলাকার বিভিন্ন দোকান ও বাড়িতেও জল ঢুকে পড়েছে । একেই করোনার জেরে ব্যবসায় মন্দা, তার উপর গতকাল থেকে এলাকায় ও দোকানে জল ঢুকে পড়ায় এক প্রকার বন্ধ ব্যবসা । ফলে টান পড়ছে রুজি রোজগারে ।
কোথাও ডিঙি তো, কোথাও আবার নিজ উদ্যোগেই নৌকা নিয়ে চলছে জরুরি কাজে যাতায়াত । কবে জল কমবে তার আশায় দিন গুনছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ ৷ বৃষ্টির পাশাপাশি ব্যারেজ থেকে যাতে নতুন করে জল না ছাড়া হয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন ঘাটাল পৌরসভার বাসিন্দারা ।