ঘাটাল, 11 ডিসেম্বর : ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে ভ্যাকসিন’-এর পর এবার ‘দুয়ারে ড্রাইভিং লাইসেন্স’ (Duare Driving Licence) । পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচাতে এবার ড্রাইভিং লাইসেন্সের কর্মসূচিতে নামল ঘাটাল মহকুমা প্রশাসন (Ghatal subdivision administration has taken special initiative to reduce accidents) ।
ঘাটাল মহকুমা প্রশাসনের বিশেষ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে ৷ ফলে গাড়ির চালকদের সচেতন করতে ধরপাকড় চালাচ্ছে পুলিশ । পুলিশি অভিযানে উঠে আসছে অনেক গাড়ির চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই । ফলে ঘাটাল মহকুমা প্রশাসন উদ্যোগ নিয়ে এলাকায় এলাকায় গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছে (Latest news of Ghatal) ৷
আরও পড়ুন : চন্দ্রকোনায় পথদুর্ঘটনায় মৃত 1, রাস্তায় বাম্পারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আগে প্রশাসনিক দফতরে গিয়ে আবেদন করার পরও বেশ কিছুদিন সময় লেগে যেত । এখানে আবেদনের সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের লার্নার সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে (Duare Sarkar programme of West Bengal Government)। মহকুমা শাসকের উদ্যোগে, দাসপুর 1 ও 2 ব্লক, চন্দ্রকোনা 1 ও 2 ব্লকে এই বিশেষ শিবির শুরু হয়েছে । ঘাটাল মোটর ভেহিকেলস অফিসের স্টাফদের নিয়ে ব্লকে ব্লকে ক্যাম্প চলছে ৷